Advertisment

Hero Vida Z Electric Scooter: Ola-Ather-কে জোর টক্কর, আরও শক্তিশালী Vida Z ইলেকট্রিক স্কুটার আনছে Hero MotoCorp!

Hero Vida Z Electric Scooter: বাজারে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা দিনে দিনে বাড়ছে। সেকথা মাথায় রেখে একের পর এক সংস্থা তাদের নিত্য নতুন বাইক, স্কুটার লঞ্চ করছে। এই তালিকায় সর্বশেষ সংযোজন Hero MotoCorp!

author-image
IE Bangla Tech Desk
New Update
Hero MotoCorp

Ola-Ather-কে জোর টক্কর, আরও শক্তিশালী Vida Z ইলেকট্রিক স্কুটার আনছে Hero MotoCorp!

Hero Vida Z Electric Scooter: বাজারে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা দিনে দিনে বাড়ছে। সেকথা মাথায় রেখে একের পর এক সংস্থা তাদের নিত্য নতুন বাইক, স্কুটার লঞ্চ করছে। এই তালিকায় সর্বশেষ সংযোজন Hero MotoCorp! ভারতের বৃহত্তম টু-হুইলার এই কোম্পানি একটি, তার EV সাব-ব্র্যান্ড Vida-এর পোর্টফোলিও প্রসারিত করার পরিকল্পনা করেছে৷ কোম্পানি জানিয়েছে যে শীঘ্রই 4.4 kWh ব্যাটারি প্যাক সহ Vida Z লঞ্চ করবে সংস্থা।

Advertisment

অ্যাপলের দামি আইফোনে 'বিস্ফোরণ', কোন ভুলে ঘটল বড়সড় দুর্ঘটনা!

Hero MotoCorp-এর দুই চাকার গাড়ি ৪৮টি দেশে বিক্রি হয়। এবার সংস্থার লক্ষ্য ইউরোপে বৈদ্যুতিক স্কুটার চালু করা। গত কয়েক বছরে বৈদ্যুতিক দুই চাকার বিক্রি দ্রুত হারে বেড়েছে। Hero MotoCorp-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান পবন মুঞ্জাল বলেন, কোম্পানি আগামী দিনে আরও নানা ভ্যারিয়েন্টে ইলেকট্রিক স্কুটার আনার পরিকল্পনা করছে। এই ই-স্কুটারগুলি ইউরোপের বাজারেও বিক্রি হবে। কোম্পানি খুব সম্প্রতি ব্র্যান্ডের নতুন ইলেকট্রিক স্কুটার Vida Z লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই বৈদ্যুতিক স্কুটারটি 2.2 kWh থেকে 4.4 kWh পর্যন্ত ব্যাটারি প্যাকে বাজারে পাওয়া যাবে। তবে Vida Z-এর স্পেসিফিকেশন এবং রেঞ্জ সম্পর্কে সংস্থার তরফে কোন তথ্য দেওয়া হয়নি।

ডিজাইন তাক লাগাবে, মাত্র ১০ হাজারের কমে এই 5G স্মার্টফোনের ফিচার্স অবাক করতে বাধ্য!

Hero MotoCorp-এর Vida V1 এবং V1 Pro ওলা ইলেকট্রিক-এর S1 প্রো এবং Ather Energy-এর 450X-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করে৷ এবার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে  Hero MotoCorp বৈদ্যুতিক স্কুটারের সাথে মোটরসাইকেল লঞ্চ করার পরিকল্পনা করছে। কোম্পানির V1 Pro-এর ব্যাটারি 3.94 kWh এবং রেঞ্জ 165 কিলোমিটার, আর V1 Plus-এর ব্যাটারি 3.44 kWh এবং রেঞ্জ প্রায় 143 কিলোমিটার। কোম্পানির V1 Pro তে রয়েছে 3.94 kWh ব্যাটারি প্যাক এবং রেঞ্জ প্রায় 165 কিলোমিটার, অন্যদিকে V1 Plus-এর ব্যাটারি 3.44 kWh এবং রেঞ্জ প্রায় 143 কিলোমিটার। 

Electric Vehicle Electric scooter
Advertisment