Diwali Festive bonanza Offer:দিওয়ালিতে বিরাট চমক BSNL-এর, ১টাকাতেই আনলিমিটেড কল, 4G ইন্টারনেট, চমকে গেল Jio

Diwali Festive bonanza Offer:অফারটি পেতে গ্রাহকদের নিকটবর্তী BSNL কাস্টমার সার্ভিস সেন্টার বা অনুমোদিত বিক্রেতার কাছে যেতে হবে। সেখানে KYC সম্পূর্ণ করে “Diwali Bonanza Re 1 SIM” অনুরোধ করতে হবে।

Diwali Festive bonanza Offer:অফারটি পেতে গ্রাহকদের নিকটবর্তী BSNL কাস্টমার সার্ভিস সেন্টার বা অনুমোদিত বিক্রেতার কাছে যেতে হবে। সেখানে KYC সম্পূর্ণ করে “Diwali Bonanza Re 1 SIM” অনুরোধ করতে হবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL Diwali Bonanza Offer

BSNL নিয়ে এলো এক অসাধারণ দীপাবলি অফার।

Diwali Festive bonanza Offer: BSNL নিয়ে এলো এক অসাধারণ দীপাবলি অফার। মাত্র ১ টাকায় ৩০ দিনের জন্য পেয়ে যান আনলিমিটেড কলিং। ৪জি ডেটার সুবিধা। 

Advertisment

আরও পড়ুন- বারবার কল ড্রপ? নেটওয়ার্ক সমস্যার সহজ ৭ সমাধান দেখুন একমিনিটে!

দিওয়ালিতে বিরাট চমক রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর। সংস্থা সম্প্রতি চালু করেছে  দিওয়ালি অফার। কোম্পানি এই অফারটির নাম দিয়েছে দিওয়ালি বোনানজা ২০২৫ । এই অফারের আওতায়, কোম্পানি তার নতুন ব্যবহারকারীদের জন্য মাত্র ১ টাকায় BSNL-এর ৪G মোবাইল পরিষেবা অফার করছে। দিওয়ালি বোনানজা অফারের আওতায়, ব্যবহারকারীরা কোম্পানির ১ টাকার প্ল্যানে ১ মাসের মেয়াদ পাবেন। এর পাশাপাশি, BSNL গ্রাহকরা প্রতিদিন ২GB ৪G ডেটা এবং সীমাহীন কলিংয়ের সুবিধাও পাচ্ছেন। BSNL জানিয়েছে যে দিওয়ালি বোনানজা ২০২৫ অফারটি  সীমিত সময়ের জন্য পাবেন গ্রাহকরা। ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর, ২০২৫ পর্যন্ত এই অফারটি উপভোগ করতে পারবেন ইউজাররা। রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানিটি এই অফারের মাধ্যমে তার নতুন গ্রাহকদের ৪জি পরিষেবার সুবিধা প্রদানের লক্ষ্যে কাজ করছে।

Advertisment

আরও পড়ুন- দীপাবলিতে এই ৫টি মেসেজ ভুলেও পাঠাবেন না,সরাসরি জেলে যেতে হবে

BSNL-এর ১ টাকার দীপাবলি অফার
BSNL-এর দীপাবলি অফারের অংশ হিসেবে, কোম্পানিটি তার নতুন গ্রাহকদের মাত্র ১ টাকায় একটি BSNL 4G সিম কার্ড অফার করছে। এই ১ টাকার প্ল্যানে BSNL গ্রাহকরা কী কী সুবিধা পাবেন তা জেনে নিন 

আনলিমিটেড কলিং - বিএসএনএল গ্রাহকরা ৩০ দিনের জন্য দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন।

হাই-স্পিড ইন্টারনেট - এই প্ল্যানে BSNL গ্রাহকরা প্রতিদিন 2GB 4G ডেটা পাবেন, যার মোট পরিমাণ 60GB।

এই BSNL প্ল্যানে গ্রাহকদের বিনামূল্যে সিম কার্ড দেওয়া হবে। তাছাড়া, KYC প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই সিম কার্ডটি জারি করা হবে। এই প্ল্যানের মেয়াদ ৩০ দিন।

এই অফারটি বিশেষভাবে নতুন BSNL গ্রাহকদের জন্য। যারা প্রথমবারের মতো কোম্পানির 4G পরিষেবা ব্যবহার করতে চান তাদের জন্য এটি একটি দুর্দান্ত প্ল্যান। এক মাস পর, গ্রাহকদের একটি নিয়মিত প্রিপেইড প্ল্যানে স্যুইচ করতে হবে।

আরও পড়ুন- ইনস্টাগ্রামে ১ লক্ষ ফলোয়ার এবং ইউটিউবে ১০ হাজার সাবস্ক্রাইবার, প্রতি মাসে কত টাকা আয় হবে জানেন?

BSNL recharge plan bsnl plan BSNL JiO BSNL 5G