/indian-express-bangla/media/media_files/2025/10/18/fix-call-drop-issue-2025-10-18-17-15-35.jpg)
Fix Call Drop Issue: দূর করুন কল ড্রপ সমস্যা।
Fix Call Drop Issue: আজকাল মোবাইল ছাড়া দিন চলে না। কিন্তু হঠাৎ করে ফোন না লাগা বা কল কেটে যাওয়া—এই সমস্যা প্রায় সবারই চেনা। এর পিছনে থাকতে পারে দুর্বল নেটওয়ার্ক, পুরনো সফটওয়্যার, ভুল সেটিংস বা সিম কার্ডের সমস্যা। তবে চিন্তা করার কিছু নেই। কিছু সহজ ধাপ মেনে এই সমস্যা দূর করা সম্ভব।
কীভাবে নেটওয়ার্ক নতুন করে সার্চ করবে?
অনেক সময় ফোনে সাময়িক সফটওয়্যার গ্লিচ হয়। ফোনটি একবার বন্ধ করে পুনরায় চালু করলে নেটওয়ার্ক সার্চ নতুনভাবে শুরু হয় এবং কল ড্রপ কমে যায়। যদি নেটওয়ার্ক হঠাৎ উধাও হয়ে যায়, তাহলে ফোনের এরোপ্লেন মোড ১০-১৫ সেকেন্ড চালু রেখে আবার বন্ধ করুন। এতে নেটওয়ার্ক নতুনভাবে সার্চ করবে।
আরও পড়ুন- দিওয়ালিতে বিরাট ধামাকা, ৫০ হাজারেই পান দুর্দান্ত মাইলেজের জনপ্রিয় স্কুটার
সিম কার্ডে ধুলো বা আর্দ্রতা থাকলে নেটওয়ার্কে প্রভাব পড়ে। সিমটি বার করে পরিষ্কার করে পুনরায় বসান। এতে অনেক সময় কল ড্রপের সমস্যা মিটে যায়। সেটিংসে গিয়ে 'Reset Network Settings' নির্বাচন করুন। এটি ওয়াই-ফাই, ব্লুটুথ এবং মোবাইল নেটওয়ার্কের পুরনো সেটিংস মুছে নতুনভাবে রিফ্রেশ করবে।
আরও পড়ুন- দীপাবলিতে এই ৫টি মেসেজ ভুলেও পাঠাবেন না,সরাসরি জেলে যেতে হবে
ফোনের নেটওয়ার্ক মোডে (Auto/4G/3G/2G) যান। যদি 4G-তে কল ড্রপ বেশি হয়, তাহলে 3G বা Auto-তে পরিবর্তন করে দেখুন সিগন্যাল উন্নত হচ্ছে কি না। পুরোনো সফটওয়্যারের কারণে অনেক সময় নেটওয়ার্ক ঠিকঠাক থাকে না। তাই ফোনের সিস্টেম আপডেট চেক করুন এবং ইনস্টল করুন। আপডেটের পর সাধারণত সিগন্যালের পারফরম্যান্স উন্নত হয়।
আরও পড়ুন- ইনস্টাগ্রামে ১ লক্ষ ফলোয়ার এবং ইউটিউবে ১০ হাজার সাবস্ক্রাইবার, প্রতি মাসে কত টাকা আয় হবে জানেন?
সব পদ্ধতি ব্যর্থ হলে নিজের অপারেটরের গ্রাহক সেবায় ফোন করুন। অনেক সময় লোকাল টাওয়ার বা সিম-সংক্রান্ত সমস্যা অপারেটরই ঠিক করতে পারে। ঘরের ভিতরে কল ড্রপ হলে জানালার কাছাকাছি কথা বলুন। ডুয়াল সিম ফোনে এক সিম বন্ধ রাখলে সিগন্যাল শক্তিশালী হয়। নেটওয়ার্ক বুস্টার অ্যাপ ব্যবহার করলে অস্থায়ীভাবে সাহায্য মেলে।
আরও পড়ুন- দিওয়ালিতে বিরাট 'বিস্ফোরণ'! গ্রাহকদের জন্য বড় ঘোষণা jio-এর
কল ড্রপ এখন আর বড় সমস্যা নয়। এই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই আপনি নিজের মোবাইলের নেটওয়ার্ক পারফরম্যান্স উন্নত করতে পারবেন। মনে রাখবেন—প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করলেই সমস্যা সহজে মিটে যায়।