Advertisment

ফাইভ-জি তো দূর, ফোর-জি আনতেই সরকারের সঙ্গে লড়ছে বিএসএনএল

এদিকে মাস খানেকের মধ্যে জিও, এয়ারটেল ও ভোডাফোন ফাইভজি নিয়ে আসছে, এমনটাই খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইভ-জির জমানায় বিএসএনএলের কাছে নেই ফোর-জি স্পেকট্রাম। কাজেই, প্রতিযোগীতার দৌড়ে পিছিয়ে পড়ছে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা। গত বছর থেকেই ফোর-জি স্পেকট্রামের জন্য আবেদন জানালেও কোনো লাভ হয়নি। এদিকে, জানুয়ারি মাসের বেতনও পায়নি কর্মচারীরা। বিএসএনএলের কর্মীদের অভিযোগ, কেন্দ্র নতুন ফোর-জি প্যাকেজ তৈরিতে কোনো গুরুত্বই দিচ্ছে না।

Advertisment

দিন তিনেক আগে, ফোরজি স্পেকট্রামের দেশে চালু করার দাবি নিয়ে গোটা দেশ জুড়ে অনশন করেন বিএসএনএল কর্মীরা। কলকাতা বিএসএনএল-র এক কর্মী ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, 'কাগজ পত্র আসেনি। তবে শোনা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসের মধ্যেই ফোর জি স্পেকট্রাম আসবে বিএসএনএলের হাতে। কিন্তু, এখনও অনিশ্চয়তা রয়েছে বলেই আমাদের মনে হচ্ছে'।

আরও পড়ুন:বাজেট ১৫০ টাকা, জিও, ভোডাফোন নাকি এয়ারটেল কোন নেটওয়ার্ক আপনার জন্য সাশ্র্রয়ী?

উল্লেখ্য, গত অক্টোবরে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় রাষ্ট্রীয় টেলিযোগাযোগ সংস্থা বিএসএনএল এবং এমটিএনএলয়ের খাতে খরচের জন্য ৬৯,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্যাকেজের মধ্যে রয়েছে ভিআরএস (ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট স্কিম), ফোরজি স্পেকট্রাম এবং দীর্ঘমেয়াদী বন্ডের জন্য ১৫০০০ কোটি টাকার তহবিল সংগ্রহ।

আরও পড়ুন: দুর্ধর্ষ সেলফি ক্যামেরার ফাইভ জি ফোন লঞ্চ করল রিয়েলমি, জেনে নিন দাম ও ফিচার

এর মধ্যে, বাস্তবায়িত হয়েছে শুধুমাত্র ভিআরএস। ৭৮,৫৬৯ কর্মীকে ভিআরএস দেওয়া হয়েছে। কিন্তু ফোরজি স্পেকট্রাম এখনও আসেনি। এদিকে মাস খানেকের মধ্যে জিও, এয়ারটেল ও ভোডাফোন ফাইভ-জি নিয়ে আসছে, এমনটাই খবর। এই প্রতিযোগীতার বাজারে নিজেদের কতটা ধরে রাখতে পারবে বিএসএনএল, সেখানেই উঠছে প্রশ্ন!

bsnl bsnl plan
Advertisment