4G চালুর পরই 'খেলা শুরু' BSNL-এর, ধুঁয়াধার অফারে বাজার তোলপাড়

লাখো ইউজারদের চমক দিয়ে আরও একটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান চালু করেছে কোম্পানি। এখন ইউজাররা পাবেন ৩৩০ দিনের মেয়াদ।

লাখো ইউজারদের চমক দিয়ে আরও একটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান চালু করেছে কোম্পানি। এখন ইউজাররা পাবেন ৩৩০ দিনের মেয়াদ।

author-image
IE Bangla Tech Desk
New Update
jio-airtel-bsnl-30-days-plan

4G চালুর পরই 'খেলা শুরু' BSNL-এর

 4G চালুর পরই 'খেলা শুরু' রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা  বিএসএনএল-এর। লাখো ইউজারদের চমক দিয়ে আরও একটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান চালু করেছে  কোম্পানি। এখন ইউজাররা পাবেন ৩৩০ দিনের মেয়াদ। পাশাপাশি পাবেন সীমাহীন কলিং এবং দৈনিক ১.৫ জিবি ডেটা। এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা মোট ৪৯৫ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস সুবিধা পাবেন।

Advertisment

অবিশ্বাস্য, ২৯ হাজারেই ৫স্টার Split AC? ভাবার বাইরে অফার আপনার হাতের মুঠোয়

বিএসএনএলের এই নতুন প্ল্যানের দাম ১,৯৯৯ টাকা। ব্যবহারকারীরা অফিসিয়াল ওয়েবসাইট বা SelfCare অ্যাপের মাধ্যমে প্ল্যানটি রিচার্জ করলে ২% ছাড় পাবেন। এছাড়াও, প্রতিটি রিচার্জের সঙ্গে বিনামূল্যে BiTV অ্যাপের বেসিক সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। এই অফারটি ১৫ অক্টোবর পর্যন্ত বৈধ।

Advertisment

পাসপোর্টে ঠিকানা পরিবর্তন করতে চাইলে, ঘরে বসেই করুন, সম্পূর্ণ প্রক্রিয়াটি জেনে নিন

বিএসএনএলের অফিসিয়াল ঘোষণায় জানানো হয়েছে, নতুন প্ল্যানটি সারা দেশে প্রযোজ্য এবং এতে বিনামূল্যে ন্যাশানাল রোমিং সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই ৩৯৫ দিনের পর্যন্ত বৈধতা সহ অন্যান্য দীর্ঘমেয়াদী প্ল্যানও অফার করছে।

এর পাশাপাশি, বিএসএনএলের ৪জি পরিষেবা দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। প্রতিষ্ঠানটি ৯৮ হাজার ৪জি টাওয়ার ইন্সটল করেছে এবং আরও প্রায় ১ লক্ষ নতুন টাওয়ার ইন্সটলেশনের কাজ করছে। বছরের শেষ নাগাদ ৫জি পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে।

পুজোয় ব্যাক To ব্যাক অফার! জিওর এই ৫টি রিচার্জ প্ল্যান কেন সেরা?

bsnl