পাসপোর্টে ঠিকানা পরিবর্তন করতে চাইলে, ঘরে বসেই করুন, সম্পূর্ণ প্রক্রিয়াটি জেনে নিন

Passport Address Change: পাসপোর্টে ঠিকানা পরিবর্তন এখন ঘরে বসেই করা সম্ভব। অনলাইনে আবেদন, ফি দেওয়া এবং অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে সহজেই বদলাতে পারেন ঠিকানা।

Passport Address Change: পাসপোর্টে ঠিকানা পরিবর্তন এখন ঘরে বসেই করা সম্ভব। অনলাইনে আবেদন, ফি দেওয়া এবং অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে সহজেই বদলাতে পারেন ঠিকানা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Passport

Passport: পাসপোর্ট।

Passport Address Change: বিদেশ ভ্রমণ, চাকরি, ভিসা প্রসেস বা অন্য কোনও কারণে পাসপোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। তবে অনেক সময় চাকরি, স্থানান্তর, বিয়ে বা অন্য কারণে ঠিকানা পরিবর্তন হয়। পুরোনো ঠিকানা থাকলে নথিপত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই পাসপোর্টে বর্তমান ঠিকানা আপডেট রাখা খুবই জরুরি।

Advertisment

অনলাইনে ঠিকানা বদলের আবেদন

আরও পড়ুন- দুর্গাপূজায় পঞ্চমী থেকেই এখন 'মহা' শব্দটা জুড়ে দেওয়ার চল, শাস্ত্র কী বলে?

এখন আর লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় না। ঘরে বসেই অনলাইনে ঠিকানা বদলের আবেদন করা যায়। নীচে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেওয়া হল- ১) Passport Seva Portal-এ রেজিস্ট্রেশন করুন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে New User Registration-এ ক্লিক করুন। নিজের নাম, জন্মতারিখ, ইমেইল, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। ২) লগইন ও আবেদন শুরু করুন। তৈরি হওয়া লগইন আইডি দিয়ে পোর্টালে লগইন করুন। Apply for Fresh Passport/Reissue of Passport অপশনে সিলেক্ট করুন। 

Advertisment

আরও পড়ুন- দুর্গাপূজায় থিমের ছড়াছড়ি, প্রতিমা তৈরি হচ্ছে নানা জিনিস দিয়ে, শাস্ত্রে কী বলা আছে?

৩) অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন। অনলাইনে ঠিকানা পরিবর্তনের জন্য ফর্ম পূরণ করুন। নতুন ঠিকানা, পাসপোর্ট বুকলেটের ধরন (36 পৃষ্ঠা বা 60 পৃষ্ঠা) ইত্যাদি সঠিকভাবে লিখুন। ৪) ফি প্রদান করুন। অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং বা UPI এর মাধ্যমে ফি জমা দিন। চাইলে Challan Payment অপশনও বেছে নিতে পারেন। ৫) অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। কাছের Passport Seva Kendra (PSK) বা Regional Passport Office (RPO) সিলেক্ট করুন। সুবিধাজনক দিন ও সময়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। ৬) রিসিপ্ট প্রিন্ট করুন। আবেদন শেষে রিসিপ্ট ডাউনলোড করে প্রিন্ট নিন। SMS-এও কনফার্মেশন পাবেন। 

আরও পড়ুন- রাহুর অশুভ প্রভাব কাটাতে দুর্গার এই রূপের জুড়িমেলা ভার! কীভাবে করবেন আরাধনা?

কোন কোন নথি লাগবে? পুরোনো পাসপোর্ট (অরিজিনাল + ফটোকপি), নতুন ঠিকানার প্রমাণ (ভোটার আইডি, আধার, বিদ্যুৎ বিল, রেশন কার্ড ইত্যাদি), অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন রিসিপ্ট, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি (যদি প্রয়োজন হয়)। পাসপোর্ট সেবা কেন্দ্রে করণীয় হল- অ্যাপয়েন্টমেন্টের দিনে নিকটস্থ PSK/RPO-তে যেতে হবে। কাউন্টারে গিয়ে বায়োমেট্রিক বা ভেরিফিকেশন হবে। জমা দেওয়া নথি যাচাইয়ের পর ঠিকানা পরিবর্তনের আবেদন প্রসেস করা হবে। 

আরও পড়ুন- দেবী দুর্গার কলাবউ! এর প্রতিটি পাতার আড়ালে লুকিয়ে আছে মহাশক্তির রহস্য?

পাসপোর্টে ঠিকানা পরিবর্তন এখন আর ঝামেলার কাজ নয়। Passport Address Change Online Process ব্যবহার করে ঘরে বসেই সহজে আবেদন করা যায়। কেবলমাত্র শেষ ধাপেই পাসপোর্ট সেবা কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক ও ভেরিফিকেশন করতে হয়। এভাবে খুব সহজেই আপনি পাসপোর্টে আপনার বর্তমান ঠিকানা আপডেট করতে পারবেন।

address Passport