Advertisment

BSNL Satellite Connectivity Service: 5G-এর আগেই স্যাটালাইট পরিষেবা চালু BSNL-এর, সিম কার্ড ছাড়াই হবে ভিডিও কল!

BSNL Satellite Connectivity Service: একের পর এক চমক দিয়ে চলেছে BSNL! সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) বুধবার ডাইরেক্ট-টু-ডিভাইস স্যাটেলাইট সংযোগ পরিষেবা চালু করেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL D2D

একের পর এক চমক দিয়ে চলেছে BSNL

BSNL Satellite Connectivity Service: একের পর এক চমক দিয়ে চলেছে BSNL! সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) বুধবার ডাইরেক্ট-টু-ডিভাইস স্যাটেলাইট সংযোগ পরিষেবা চালু করেছে। এতে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আসবে বলেই দাবি সংস্থার।  গত মাসে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (IMC) এই পরিষেবা চালুর কথা ঘোষণা করে BSNL 

Advertisment

সম্প্রতি কিছু স্মার্টফোন কোম্পানি তাদের ডিভাইসে স্যাটেলাইট কানেক্টিভিটির ফিচারও দিয়েছে। টেলিকম বিভাগ (DoT) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টে BSNL-এর সরাসরি-টু-ডিভাইস স্যাটেলাইট সংযোগ পরিষেবা চালু করার ঘোষণা করেছে। এই পরিষেবা মাধ্যমে স্মার্টফোন স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করা যাবে। এর জন্য মোবাইল নেটওয়ার্কের প্রয়োজন নেই। BSNL Viasat-এর সাথে অংশীদারিত্বে D2D পরিষেবা সফলভাবে ট্রায়াল করেছে।

স্মার্টফোনের বাজারে ভিভোর বড় 'বিস্ফোরণ'! রেডমি, Realme-এর রক্তচাপ বাড়িয়ে লঞ্চ হল vivo y18t

এর মাধ্যমে ব্যবহারকারীরা সিম কার্ড ছাড়াই ডিভাইসের মধ্যে অডিও এবং ভিডিও কল করতে পারবেন। ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিওর মতো বড় টেলিকম সংস্থাগুলিও স্যাটেলাইট সংযোগ সম্পর্কিত পরিষেবাগুলি লঞ্চ করেছে । IMC চলাকালীন, Viasat তার এল-ব্যান্ড জিওস্টেশনারি স্যাটেলাইটে 36,000 কিলোমিটার দূরে বার্তা প্রেরণ এবং গ্রহণ করার ক্ষমতা প্রদর্শন করেছে। যদিও এই পরিষেবা সম্পর্কে বিএসএনএলের তরফে খুব বেশি তথ্য দেওয়া হয়নি।

গিজার চালানোর সময় ছোট এই বিষয় মাথায় রাখুন, হুহু করে কমবে বিদ্যুৎ বিল

কম দামের মোবাইল সেগমেন্টে প্রবেশের প্রস্তুতিও নিয়েছে কোম্পানি। এরজন্য কার্বন মোবাইলের সঙ্গে পার্টনারশিপ করেছে সংস্থা। হ্যান্ডসেটগুলি Jio Bharat 4G ফিচার ফোনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে। পাশাপাশি BSNL 5G নেটওয়ার্কের পরীক্ষাও শুরু করেছে। কোম্পানির লক্ষ্য চলতি অর্থ বর্ষের শেষ নাগাদ এক লাখ 4G নেটওয়ার্ক ইনস্টল করার। Bharti Airtel এবং Reliance Jio-এর 5G নেটওয়ার্ক দেশের বড় অংশে রয়েছে। কেন্দ্রীয় সরকার শীঘ্রই বিএসএনএল-র 5G নেটওয়ার্ক আনার পরিকল্পনা করছে। সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিকমিউনিকেশনস (C-DoT) এর সহযোগিতায় BSNL-এর 5G নেটওয়ার্ক পরীক্ষা করা হচ্ছে। 

bsnl
Advertisment