Advertisment

মারকাটারি প্ল্যান! এবার পান ৬০০ জিবি ডেটা, শোরগোল ফেলল BSNL

BSNL Recharge 600GB data : Jio, Airtel এবং Voda-Idea (Vi)-এর তুলনায় BSNL-এর প্রিপেড রিচার্জগুলি বেশ 'সস্তা'৷ এখন BSNL 4G পরিষেবাও চালু করতে চলেছে। এখনও পর্যন্ত মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে দীপাবলিতেই চালু হতে পারে BSNL-র 4G সার্ভিস।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL Recharge 600GB data :

BSNL Recharge 600GB data : বেসরকারি মোবাইল কোম্পানিগুলি যখন থেকে তাদের রিচার্জকে ব্যয়বহুল করেছে, তখন থেকে বিপুল সংখ্যক মানুষ তাদের নম্বর BSNL-এ পোর্ট করছে। এর কারণ BSNLর কিছু দুর্দান্ত রিচার্জ প্ল্যান। 

Advertisment

Jio, Airtel এবং Voda-Idea (Vi)-এর তুলনায় BSNL-এর প্রিপেড রিচার্জগুলি বেশ 'সস্তা'৷ এখন BSNL 4G পরিষেবাও চালু করতে চলেছে। এখনও পর্যন্ত মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে দীপাবলিতেই চালু হতে পারে BSNL-র 4G সার্ভিস। আজকের এই প্রতিবেদনে এমন একটি প্রিপেড রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি যাতে গ্রাহকরা মোট 600GB ডেটা পাবেন।

ডেবিট কার্ড ছাড়াই UPI মোডে ATM থেকে নগদ তুলবেন কীভাবে?

BSNL 600GB ডেটা প্ল্যান
BSNL-এর 600 GB ডেটা প্ল্যানের দাম 1999 টাকা। এই প্রিপেইড রিচার্জের মেয়াদ 365 দিন অর্থাৎ এক বছর। ব্যবহারকারীদের এক বছরের জন্য আনলিমিটেড কলিং দেওয়া হচ্ছে। প্রতিদিন 100টি SMS করার সুবিধা রয়েছে। এই প্ল্যানে BSNL টিউন 30 দিনের জন্য সেট করতে পারবেন ইউজাররা। এই প্ল্যানে মোট 600 GB 4G ডেটা পাবেন ইউজাররা , যা পুরো বছরের জন্য বৈধ। অর্থাৎ আপনাকে প্রতিদিন 1.64GB ডেটা এবং প্রতি মাসে 50GB ডেটার সুবিধা পাবেন।  

মাত্র ২০ হাজারেই দেশের সেরা 5G স্মার্টফোন! কোনটি বেস্ট?

jio-Airtel-র তুলনায় অনেকটাই সস্তা এই প্ল্যান

অপরদিকে Jio-র এক বছরের রিচার্জ প্ল্যানের দাম 3599 টাকা। এতে, আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন 2.5 জিবি 5G ইন্টারনেট ডেটার সুবধা পান ইউজাররা। দামের পার্থক্য সম্পর্কে কথা বললে, BSNL-এর 365 দিনের রিচার্জ প্ল্যান Jio-এর তুলনায় 1600 টাকা কম।

মাইলেজ নিয়ে নো টেনশন! নতুন বাইকে জমে উঠুক এবারের পুজো

Jio-এর মতো, Airtelও তার বার্ষিক রিচার্জে্র দাম 3599 টাকা।  উভয় সংস্থাই বর্তমানে 5G নেটওয়ার্কের ক্ষেত্রে BSNL থেকে এগিয়ে রয়েছে। এই দীপাবলিতে যদি BSNL-এর 4G নেটওয়ার্ক চালু হয়, তাহলে এটি শীঘ্রই বিএসএনএল তার 5G-পরিষেবা চালু করতে চলেছে।

দুর্দান্ত মাইলেজ, লেটেস্ট ফিচার! পুজোয় হোক প্রথম গাড়ির স্বপ্ন পূরণ

BSNL 5G
Advertisment