/indian-express-bangla/media/media_files/2024/12/01/fgYiIF3geNfRtRbHk8bn.jpg)
লম্বা রেসের ঘোড়া! BSNL-এর 5G পরিষেবার সূচনা, সুপারফাস্ট ইন্টারনেট ব্যবহারে নতুন দিগন্ত
BSNL 5G news Bengali: দীর্ঘ প্রতীক্ষার অবসান! BSNL-এর 5G পরিষেবার সূচনা, সুপারফাস্ট ইন্টারনেট ব্যবহারে নতুন দিগন্ত
বহু প্রতীক্ষার অবসান। অবশেষে সরকারি টেলিকম সংস্থা BSNL তাদের Quantum 5G FWA পরিষেবা হায়দ্রাবাদে সফট লঞ্চ করল। দেশের ৫জি সম্প্রসারণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। কোম্পানির তরফে জানানো হয়েছে, আপাতত এটি বাণিজ্যিকভাবে নয়, সীমিত আকারে চালু করা হয়েছে। শীঘ্রই নির্বাচিত শহরগুলিতে BSNL-এর 5G পরিষেবা সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
FWA (Fixed Wireless Access) প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা হাই স্পিড ইন্টারনেট সুবিধা পাবেন, বিশেষ করে সেসব এলাকায় যেখানে ফাইবার কানেকশন পৌঁছায়নি।
প্রথম রাজ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে তেলেঙ্গানাকে
BSNL-এর CMD A Robert J Ravi হায়দ্রাবাদে এই 5G পরিষেবার উদ্বোধন করেন। অফিসিয়াল টুইটার হ্যান্ডলে জানানো হয়েছে, Quantum 5G পরিষেবা ইউজারদের জন্য শক্তিশালী এবং দ্রুত ইন্টারনেট সংযোগ নিশ্চিত করবে।
৭০,০০০-রও বেশি টাওয়ার ইতিমধ্যেই সক্রিয়
BSNL জানিয়েছে, তারা দেশের বিভিন্ন স্থানে ১ লক্ষ 4G ও 5G টাওয়ার স্থাপন করবে। এর মধ্যে ৭০ হাজারের বেশি টাওয়ার ইতিমধ্যেই চালু হয়েছে। বাকি অংশও দ্রুত কার্যকর করা হবে।
Hyderabad Witnesses the Future – BSNL Q-5G FWA (Quantum 5G) Soft-Launched
— BSNL India (@BSNLCorporate) June 19, 2025
Shri A. Robert J. Ravi, @CMDBSNL soft-launched the revolutionary BSNL Quantum 5G FWA (Fixed Wireless Access) service in Hyderabad.
Now live in select cities. Experience lightning-fast internet with BSNL… pic.twitter.com/AwreC4xZq1
১০ বছরে ১৩,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা
BSNL জানিয়েছে, আগামী দশ বছরে তারা মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণে ১৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
5G রেসে অবশেষে সরকারি সংস্থা BSNL-এর প্রবেশ
প্রাইভেট সংস্থা Jio, Airtel ও Vi-এর পরে এবার সরকারি স্তরেও 5G পরিষেবার যাত্রা শুরু হল। যদিও এটি এখনই সাধারণের জন্য উন্মুক্ত নয়, তবে খুব শীঘ্রই বাণিজ্যিকভাবে পরিষেবা চালু হতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে।