Air Conditioner Monsoon Tips: খোলা স্থানে রয়েছে এসির কম্প্রেসার? বৃষ্টিতে হতে পারে ভয়ঙ্কর ক্ষতি, সতর্ক হোন এখনই

Air Conditioner Monsoon Tips: বর্ষায় এয়ার কন্ডিশনারের কম্প্রেসার যদি খোলা জায়গায় রাখা থাকে তাহলে সেটা থেকে ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা থেকেই যায়। সময়মতো সঠিক সুরক্ষা নিলে আপনি এড়াতে পারেন বড় বিপদ ও খরচ।

Air Conditioner Monsoon Tips: বর্ষায় এয়ার কন্ডিশনারের কম্প্রেসার যদি খোলা জায়গায় রাখা থাকে তাহলে সেটা থেকে ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা থেকেই যায়। সময়মতো সঠিক সুরক্ষা নিলে আপনি এড়াতে পারেন বড় বিপদ ও খরচ।

author-image
IE Bangla Tech Desk
New Update
AC compressor rain damage

AC compressor rain damage: এসি বিস্ফোরণের কারণ

Air Conditioner Monsoon Tips: বৃষ্টিতে খোলা জায়গায় এসির কম্প্রেসার? জানেন কী ভয়ঙ্কর বিপদ হতে পারে? এই সতর্কতাগুলি মানতেই হবে, না হলেই সর্বনাশ।  

Advertisment

গ্রীষ্মের দাবদাহ থেকে স্বস্তি দিয়েছে গত তিনদিনের টানা বৃষ্টি। বর্ষা এলেও আদ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় রয়েছে। মানুষজন এখনও কম বেশি এয়ার কন্ডিশনারের ব্যবহার করছেন। গরমে চরম চাপ নেওয়ার পর এখন বৃষ্টিতে এসি কম্প্রেসারে সামান্য ভুল ঘটাতে পারে বিরাট দুর্ঘটনা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্ষার জলে খোলা জায়গায় থাকা এসি কম্প্রেসার নষ্ট তো হবেই, এমনকি শর্ট সার্কিট ও বিস্ফোরণের সম্ভাবনাও তৈরি হতে পারে।

আরও পড়ুন- স্বপ্ন চোখে নিয়ে আকাশপানে চেয়ে ১৪০ কোটি ভারতীয়, শুভাংশু শুক্লার স্পেস মিশন নিয়ে রইল বিরাট আপডেট

Advertisment

 এসি কম্প্রেসার খোলা জায়গায় রাখলে কী কী সমস্যা হতে পারে?

 শর্ট সার্কিট ও আগুন লাগার আশঙ্কা
বৃষ্টির জল যদি ইলেকট্রনিক সার্কিটে প্রবেশ করে, তাহলে শর্ট সার্কিট হয়ে আগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়। শুধু এসি নয়, ঘরেও বিপদ ঘটতে পারে।

কম্প্রেসারে মরিচা ধরার ভয়
জল ও আর্দ্রতার সংস্পর্শে এলে কম্প্রেসারের ধাতব অংশে জং ধরে যেতে পারে, যার ফলে তার কার্যক্ষমতা কমে যায় এবং দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

বৈদ্যুতিক শকের সম্ভাবনা
জলে ভিজে ইনসুলেশন নষ্ট হলে লিকেজ কারেন্ট তৈরি হতে পারে, যা থেকে বৈদ্যুতিক শকের ঝুঁকি বাড়ে।

কুলিং পারফরম্যান্স কমে যেতে পারে
ধুলো, ময়লা ও জল কয়েলে জমে গেলে এসি সঠিকভাবে ঠান্ডা করতে পারে না, ফলে বিদ্যুৎ খরচ বাড়ে ও কুলিং কমে যায়।

বর্ষায় এসি কম্প্রেসার রক্ষা করার কার্যকরী উপায়

ছায়া বা শেড ব্যবহার করুন
কম্প্রেসারকে খোলা রোদ বা বৃষ্টি থেকে বাঁচাতে শেড বা কভার ব্যবহার করুন। তবে পুরোপুরি প্যাক করবেন না, না হলে ওভারহিটিং ও বিস্ফোরণের ঝুঁকি বাড়ে।

 উচ্চতায় ইনস্টল করুন
কম্প্রেসার মাটি থেকে কিছুটা উঁচুতে বসান, যাতে নিচে জল জমে থাকলেও সেটি ডিভাইসে না পৌঁছায়।

নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ
সময়ের সঙ্গে সঙ্গে মরিচা, ক্ষতি বা ছিদ্র হচ্ছে কি না তা দেখে নিন এবং যেকোনো সমস্যার ক্ষেত্রে দ্রুত টেকনিশিয়ানকে দেখান।

প্লাগ ও সংযোগ জল জলপ্রোরতিধী রাখুন
এসির প্লাগ ও সংযোগ যেন জলপ্রবেশে নিরাপদ থাকে, সে ব্যবস্থা করুন। ওয়াটারপ্রুফিং আবশ্যক।

বর্ষায় এয়ার কন্ডিশনারের কম্প্রেসার যদি খোলা জায়গায় রাখা থাকে তাহলে সেটা থেকে ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা থেকেই যায়। সময়মতো সঠিক সুরক্ষা নিলে আপনি এড়াতে পারেন বড় বিপদ ও খরচ। সঠিক ইনস্টলেশন, কভার ও নিয়মিত রক্ষণাবেক্ষণই রক্ষা করতে পারে আপনার এসি ও বাড়ির নিরাপত্তা।

আরও পড়ুন- স্বপ্ন চোখে নিয়ে আকাশপানে চেয়ে ১৪০ কোটি ভারতীয়, শুভাংশু শুক্লার স্পেস মিশন নিয়ে রইল বিরাট আপডেট

air conditioner machine air condition machine maintenance