/indian-express-bangla/media/media_files/2025/06/20/shubhanshu-shukla-2025-06-20-10-40-39.jpg)
স্বপ্ন চোখে নিয়ে আকাশপানে চেয়ে ১৪০ কোটি ভারতীয়
Shubhanshu Shukla’s Space Mission:আবারও পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশযাত্রা, কবে হবে উৎক্ষেপণ? নজর ১৪০ কোটি ভারতীয়র।
ভারতের হাতে বিশ্বের সবচেয়ে 'মারাত্মক ড্রোন'! বদলে দিতে পারে শত্রু দেশের মানচিত্র
ভারতের গর্বের মুহূর্তে ফের অনিশ্চয়তার ছায়া। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার মহাকাশযাত্রা আবারও পিছিয়ে গেছে। অ্যাক্সিওম মিশন ৪-এর অধীনে তাঁর ২২ জুন মহাকাশে যাওয়ার কথা ছিল, তবে কারিগরি সমস্যার কারণে সেই পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে।
সপ্তমবারের মতো পিছল উৎক্ষেপণ
এটাই প্রথম নয়। এই মিশনের উৎক্ষেপণের তারিখ সপ্তমবারের মতো পিছিয়ে গেল। আগেই ২৯ মে, ৮ জুন, ১০ জুন, ১১ জুন, ১৯ জুন ও ২২ জুনের তারিখ ধার্য করা হয়েছিল। কিন্তু প্রতিবারই কোনও না কোনও প্রযুক্তিগত সমস্যার কারণে মহাকাশযাত্রা সম্ভব হয়নি।
নতুন তারিখ এখনো ঘোষণা হয়নি
নাসা, স্পেসএক্স এবং অ্যাক্সিওম স্পেস যৌথভাবে উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত নতুন তারিখ ঘোষণা করা হয়নি। আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
ফ্লোরিডায় কোয়ারেন্টাইনে আছেন শুভাংশু
এই মুহূর্তে মিশনের সমস্ত ক্রু সদস্য, শুভাংশু শুক্লা সহ, ফ্লোরিডায় কোয়ারেন্টাইনে রয়েছেন। ১৪ মে থেকে তাঁদের আলাদা করে রাখা হয়েছে। ৩০ জুন পর্যন্ত উৎক্ষেপণের সুযোগ রয়েছে। তবে যদি এই সময়সীমার মধ্যেও উৎক্ষেপণ সম্ভব না হয়, তাহলে জুলাই মাসে হবে উৎক্ষেপণ।
দ্বিতীয় ভারতীয় মহাকাশে যাওয়ার পথে
শুভাংশু শুক্লা যদি সফলভাবে এই মিশনে যান, তাহলে তিনি হবেন ভারতের দ্বিতীয় ব্যক্তি যিনি মহাকাশে পা রাখবেন। তাঁর আগে, ১৯৮৪ সালে উইং কমান্ডার রাকেশ শর্মা ছিলেন প্রথম ভারতীয় যিনি সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে মহাকাশে যান।
শুভাংশুর মহাকাশ যাত্রা শুধু তাঁর একার নয়, সমগ্র ভারতের গর্ব। ৪০ বছর বয়সী এই ভারতীয় পাইলট এর আগে মিগ-২১ ও জাগুয়ার ফাইটার জেটে ২,০০০ ঘণ্টারও বেশি সময় উড়েছেন। ২০১৯ সালে ইসরোর গগনযান মিশনের জন্য বাছাইয়ের পর প্রশিক্ষণ নিতে রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে যান তিনি।
এই প্রথম কোনও ভারতীয় নাগরিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৪ দিন কাটাবেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। পরীক্ষাগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—মেথি ও মুগ বীজের উপর মহাকাশের মাইক্রোগ্র্যাভিটির প্রভাব এবং মানবদেহে সেই প্রভাব বিশ্লেষণ। এছাড়াও নাসার সঙ্গে যৌথভাবে ৫টি গুরুত্বপূর্ণ গবেষণাতে অংশ নেবেন তিনি।
.@NASA, @Axiom_Space, and @SpaceX continue reviewing launch opportunities for Axiom Mission 4. NASA is standing down from a launch on Sunday, June 22, and will target a new launch date in the coming days. https://t.co/GKAvaAd4UH
— International Space Station (@Space_Station) June 19, 2025
এই মিশনে ভারতের খরচ
এই মিশনে ভারতের খরচ প্রায় ৫৪৮ কোটি টাকা। খাওয়াদাওয়ার দিক থেকেও থাকছে দেশীয় ছোঁয়া—ইসরো ও ডিআরডিও শুভাংশুর জন্য মুগ ডালের হালুয়া ও আমের জুস মহাকাশে তার সঙ্গে পাঠাবে।
১৯৮৪ সালে রাকেশ শর্মা সোভিয়েত ইউনিয়নের সয়ুজ T-11 মহাকাশযানে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। সেই ঐতিহাসিক ঘটনার চার দশক পর, ফের মহাকাশে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন শুভাংশু শুক্লা। তাঁর এই যাত্রা শুধু এক মহাকাশ অভিযানের অংশ নয়, এটি ভারত-নাসা সহযোগিতার নতুন দিগন্ত এবং গগনযান মিশনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপও।