দেশের প্রবীণ নাগরিকদের অনন্য সম্মান, সুবিধায় বিশেষ প্ল্যানের ঘোষণা BSNL-এর

বিএসএনএল প্রবীণ নাগরিকদের জন্য নিয়ে এল “সম্মান প্ল্যান”—মাত্র ১,৮১২ টাকায় এক বছরের সংযোগ, প্রতিদিন ২GB ডেটা, আনলিমিটেড কলিং ও ১০০টি SMS সুবিধা।

বিএসএনএল প্রবীণ নাগরিকদের জন্য নিয়ে এল “সম্মান প্ল্যান”—মাত্র ১,৮১২ টাকায় এক বছরের সংযোগ, প্রতিদিন ২GB ডেটা, আনলিমিটেড কলিং ও ১০০টি SMS সুবিধা।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL 999 Plan

দেশের প্রবীণ নাগরিকদের অনন্য সম্মান, সুবিধায় বিশেষ প্ল্যানের ঘোষণা BSNL-এর

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) প্রবীণ নাগরিকদের জন্য নিয়ে এসেছে বিশেষ দিওয়ালি উপহার।  কোম্পানি সম্প্রতি ৬০ বছর বা তার বেশি বয়সীদের জন্য চালু করেছে নতুন “সম্মান প্ল্যান (Samman Plan)”, যেখানে মাত্র ১,৮১২ টাকায় মিলবে এক বছরের বৈধতা। এই নতুন প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস-এর সুবিধা পাবেন।

Advertisment

সামনেই SIR, ঘরে বসেই আধার কার্ডে বদলে ফেলুন নাম, ঠিকানা, জন্মতারিখ! জানুন চটজলদি পদ্ধতি

বিএসএনএলের এই বিশেষ অফারে নতুন ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে একটি সিম কার্ড দেওয়া হবে। একইসঙ্গে, ৬০ বছরের বেশি বয়সী গ্রাহকরা পাবেন ছয় মাসের BiTV সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি সীমিত সময়ের অফার, যেটি ১৮ নভেম্বর, ২০২৫ পর্যন্ত পাওয়া যাবে।

Advertisment

ইউটিউবে ১০ লক্ষ ভিউ? জানেন কত আয়? পরিমাণ মাথা ঘুরিয়ে দেবে

দীপাবলির উপলক্ষে বিএসএনএল আরও একটি আকর্ষণীয় পরিকল্পনা ঘোষণা করেছে। নতুন গ্রাহকদের জন্য সংস্থা এনেছে মাত্র ১ টাকার 4G প্ল্যান, যেখানে প্রতিদিন ২ জিবি 4G ডেটা, ১০০টি এসএমএস এবং কেওয়াইসি (KYC) সম্পন্ন করার পর একটি বিনামূল্যে সিম কার্ড দেওয়া হবে। এই বিশেষ প্রচারমূলক অফারটি ৩০ দিনের জন্য বৈধ এবং ১৫ নভেম্বর, ২০২৫ পর্যন্ত উপলব্ধ থাকবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিএসএনএলের আপগ্রেড করা 4G নেটওয়ার্কের অভিজ্ঞতা নিতে পারবেন।

এক কাপ চায়ের দামে অফিস-বাড়ি! সেরা ৫ ইলেকট্রিক স্কুটারই হবে পারে আপনার বেস্ট ট্রাভেল পার্টনার

এছাড়াও, দীপাবলি উপলক্ষ্যে বিএসএনএল তাদের কিছু জনপ্রিয় প্রিপেইড প্ল্যানে ছাড়ের ঘোষণা করেছে। সংস্থার ৪৮৫ টাকা এবং ১,৯৯৯ টাকার প্ল্যান-এ বর্তমানে ৫% ছাড় দেওয়া হচ্ছে। 

bsnl