Electric Scooter: এক কাপ চায়ের দামে অফিস-বাড়ি! সেরা ৫ ইলেকট্রিক স্কুটারই হবে পারে আপনার বেস্ট ট্রাভেল পার্টনার

Top 5 electric Scooter Under 1 lakh: আপনিও কি এই উৎসবের মরসুমে মাত্র ১ লক্ষ টাকার মধ্যেই নিজের বা নিজের পরিবারের জন্য একটি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন?

Top 5 electric Scooter Under 1 lakh: আপনিও কি এই উৎসবের মরসুমে মাত্র ১ লক্ষ টাকার মধ্যেই নিজের বা নিজের পরিবারের জন্য একটি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন?

author-image
IE Bangla Tech Desk
New Update
TVS Electric scooter under 1 Lakh,electric scooter under 1 lakh on-road price,Electric scooter under 1 lakh in india,Ather Electric scooter under 1 Lakh,Ola Electric scooter under 1 lakh,HeroElectric scooter under 1 Lakh,Best electric scooter under 1 lakh in India,Best Electric scooter Under 1.5 Lakh"

স্টাইল যা আপনার আভিজাত্যকে তুলে ধরবে

Top 5 electric Scooter Under 1 lakh: দেশের বাজারে হুহু করে বিক্রি বাড়ছে ইলেকট্রিক স্কুটারের। ক্রেতারা এখন নিজেদের পছন্দের ইভি বাছাইয়ের জন্য পাচ্ছেন একাধিক অপশন। আপনিও কি এই উৎসবের মরসুমে মাত্র ১ লক্ষ টাকার মধ্যেই নিজের বা নিজের পরিবারের জন্য একটি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন? তাহলে আজকের এই প্রতিবেদনে রইল মাত্র ১ লক্ষ টাকা বাজেটে সেরা ৫ ইলেকট্রিক স্কুটারের তালিকা।  

Advertisment

আরও পড়ুন- একধাক্কায় ৪০০০-এর ইলেকট্রিক বিল নেমে আসবে ৪০০-তে, জানুন দুরন্ত এই সিক্রেট ফর্মূলা

Ola S1 X হল Ola Electric-এর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্কুটার। যার এক্স-শোরুম মূল্য 94,999 টাকা। এই মডেলে রয়েছে 2 kWh ব্যাটারি প্যাক। একবার চার্জে 108 কিমি পর্যন্ত রেঞ্জ প্রদান করতে পারে ইভিটি এবং এর  সর্বোচ্চ গতি 101 কিমি/ঘণ্টা। এতে 7 kW মিড-ড্রাইভ মোটর, 4.3-ইঞ্চি LCD কনসোল, তিনটি রাইড মোড (ইকো, নরমাল, স্পোর্ট) এবং ব্লুটুথ সংযোগ বৈশিষ্ট্য রয়েছে।

Advertisment

আরও পড়ুন-২৮ দিনের বদলে ৩০ দিনের মেয়াদের প্ল্যানের সন্ধান করছেন?Jio, Airtel, Vi, BSNL সস্তার তালিকায় শীর্ষে কে?

এরপর যে মডেলটি বাজারে সুপারহিট সেটি হল TVS iQube। এই লাইনআপের এন্ট্রি-লেভেল ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম 94,434 টাকা। এতে আপনি পেয়ে যাবেন  ২.২ kWh ব্যাটারি প্যাক, যেটি একবার চার্জে ৯৪ কিমি চলবে। পাশাপাশি এই ইভিতে আপনি পেয়ে যাবেন ৫ ইঞ্চি TFT কনসোল, স্মার্টফোন সংযোগ বৈশিষ্ট্য এবং দুটি রাইড মোড (ইকো ও পাওয়ার)।

Hero Vida V2 Plus মডেলের এক্স-শোরুম মূল্য 85,300 টাকা। এতে আপনি পাচ্ছেন  3.44 kWh ব্যাটারি প্যাক এবং একবার চার্জে 143 কিমির দুর্দান্ত রেঞ্জ। 6 kW বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত এই স্কুটারে তিনটি রাইড মোড (ইকো, রাইড, স্পোর্ট), পাশাপাশি পেয়ে যাবেন ক্রুজ কন্ট্রোলের সুবিধা।

আরও পড়ুন-উপহার হোক নান্দনিক,স্মার্ট! ভাইফোঁটায় বোনকে দিন সেরা চমক, রইলো চোখধাঁধানো উপহারের তালিকা

TVS Orbiter সম্প্রতি লঞ্চ হওয়া নতুন ইলেকট্রিক স্কুটার। যার এক্স-শোরুম মূল্য 1.05 টাকা লক্ষ হলেও পিএম ই-ড্রাইভ স্কিমের মাধ্যমে দাম ১ লক্ষের নিচেই আপনি এটি কিনতে পারবেন। এতে রয়েছে ৩.১ kWh ব্যাটারি প্যাক, যা একবার চার্জে ১৫৮ কিমি রেঞ্জের দাবি করে। ক্রুজ কন্ট্রোল, হিল-হোল্ড কন্ট্রোল, ৫.৫ ইঞ্চি LCD কনসোল, ইউএসবি চার্জিং এবং ওটিএ আপডেটের মতো উন্নত বৈশিষ্ট্য রয়েছে এই স্কুটারে।

আরও পড়ুন-পেট্রোল খরচ অতীত,মাইলেজের রাজা! নতুন মোড়কে তুফানি গতি, ঝড় তুলবে Hero Splendor ইলেকট্রিক

তালিকার সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্কুটার হল Ampere Magnus Neo, যার এক্স-শোরুম মূল্য 84,999 টাকা। এতে ২.৩ kWh এলএফপি ব্যাটারি প্যাক এবং ১.৫ kW BLDC হাব-মাউন্টেড মোটর রয়েছে। একবার চার্জে এর রেঞ্জ ৮৫–৯৫ কিমি এবং সর্বোচ্চ গতি ৬৫ কিমি/ঘণ্টা।

E Scooter