/indian-express-bangla/media/media_files/2024/11/03/cqEyYB0mxHBql5SBs8rQ.jpg)
Aadhaar Card Update 2025: আধার আপডেট করুন সহজেই।
Aadhaar Card Update 2025: যদি আপনি সম্প্রতি নতুন শহরে চলে এসে থাকেন বা ঠিকানা বদল করে থাকেন, তাহলে আপনার আধার কার্ডে সেই নতুন ঠিকানা আপডেট করা এখন আরও সহজ হয়ে গেল। UIDAI (Unique Identification Authority of India) ঘোষণা করেছে যে নভেম্বর ২০২৫ থেকে আধারের নাম, ঠিকানা, জন্মতারিখ ও মোবাইল নম্বর আপডেটের পুরো প্রক্রিয়া অনলাইনে করা যাবে। কোনও এনরোলমেন্ট সেন্টারে না গিয়েই। এই নতুন ব্যবস্থায় আধার আপডেট করা হবে আরও দ্রুত, নিরাপদ ও কাগজ ছাড়াই। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এবং কেন এই পরিবর্তনটি এত গুরুত্বপূর্ণ।
আধার আপডেটের নতুন নিয়ম কী?
আগে আধারে তথ্য পরিবর্তন করতে হলে নাগরিকদের নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হত এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হত। কিন্তু নতুন ডিজিটাল সিস্টেম চালু হলে ব্যবহারকারীরা তাঁদের মাই আধার (myAadhaar) পোর্টাল বা মোবাইল অ্যাপ থেকেই অনলাইনে সবকিছু আপডেট করতে পারবেন। UIDAI-এর নতুন ব্যবস্থায় আপনার দেওয়া তথ্য সরকারি ডাটাবেসের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যাচাই হবে — যেমন PAN, পাসপোর্ট, রেশন কার্ড বা ভোটার আইডি। ফলে আগের মত একাধিক নথি আপলোড করার ঝামেলা থাকবে না।
আরও পড়ুন- ভাইফোঁটার ডিনার! সু্স্বাদু এই প্রন হাক্কা নুডলসে রাতটা করুন সেরা স্মৃতি
কোন তথ্য অনলাইনে বদলানো যাবে
UIDAI জানিয়েছে, নভেম্বর ২০২৫ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে বদলানো যাবে। সেগুলো হল- নাম (Name), ঠিকানা (Address), জন্মতারিখ (Date of Birth), মোবাইল নম্বর (Mobile Number)। এর পাশাপাশি ইমেল আইডি, লিঙ্গ বা বায়োমেট্রিক তথ্য আপডেট করার প্রক্রিয়াও ভবিষ্যতে একইভাবে অনলাইনে আনা হবে।
আরও পড়ুন- ভাইফোঁটায় এই নিয়মগুলো মানছেন তো? মানলেই হতে পারেন লাভবান!
এই আপডেট প্রক্রিয়ায় আগের তুলনায় কাগজপত্র অনেক কম লাগবে। UIDAI জানিয়েছে, এখন থেকে ইলেকট্রিসিটি বিল বা অন্য যে কোনও ইউটিলিটি বিলকেও ঠিকানার প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে। অর্থাৎ, যাঁদের নামে ভাড়ার চুক্তি বা সরকারি নথি নেই, তাঁরাও বৈধভাবে ঠিকানা আপডেট করতে পারবেন। যাঁদের PAN, পাসপোর্ট বা রেশন কার্ড আছে, তাঁদের ক্ষেত্রে UIDAI স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই করে নেবে।
আরও পড়ুন- কেন ভাইকে ফোঁটাই দেওয়া হয়, বোন না থাকলে নেওয়া যায় কার থেকে?
যদি আপনি কেবলমাত্র আপনার ঠিকানা বদল করতে চান, তাহলে UIDAI-এর myAadhaar পোর্টাল থেকে এই পরিষেবাটি ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এর পরে হয়তো নামমাত্র ফি ধার্য করা হতে পারে। তাই যত দ্রুত সম্ভব নিজের আধার তথ্য যাচাই করে আপডেট করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। পুরো প্রক্রিয়াটি হবে OTP (One-Time Password) ভিত্তিক। অর্থাৎ, আপনার আধারে লিংক থাকা মোবাইল নম্বরেই OTP যাবে, যা দিয়ে আপনি তথ্য যাচাই ও সাবমিট করতে পারবেন।
আরও পড়ুন- কেন বাঁ হাতের কড়ে আঙুলেই দেওয়া হয় ফোঁটা, কোথা থেকে এল এই উৎসব?
যাঁদের আধারে মোবাইল নম্বর এখনও লিংক করা নেই, তাঁদের প্রথমে নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে মোবাইল নম্বর আপডেট করতে হবে। কারণ, অনলাইন সার্ভিসের সব সুবিধা পেতে OTP যাচাই অপরিহার্য। UIDAI আরও জানিয়েছে যে, খুব শিগগিরই একটি নতুন myAadhaar মোবাইল অ্যাপ আসছে যেখানে ব্যবহারকারীরা ডিজিটাল আধার কার্ড (QR কোডসহ) রাখতে পারবেন। এই ডিজিটাল আধারই ভবিষ্যতে অফিস, ব্যাংক বা সরকারি কাজে ব্যবহার করা যাবে। ফলে আর ফটোকপি বা কাগজের আধার বহন করার দরকার হবে না। এই উদ্যোগের ফলে আধার জালিয়াতি, তথ্য চুরি বা ভুয়ো কার্ডের প্রচার অনেকটাই কমে যাবে।
UIDAI-এর মূল লক্ষ্য হল নাগরিকদের জন্য একটি সম্পূর্ণ ডিজিটাল ও সহজ পরিষেবা ব্যবস্থা তৈরি করা, যেখানে তথ্য আপডেটের জন্য বারবার দৌড়ঝাঁপ করতে হবে না। নতুন ব্যবস্থায় নাগরিকরা বাড়িতে বসেই আধার তথ্য পরিবর্তন করতে পারবেন, আর তা যাচাই হবে সরকারের বর্তমান ডাটাবেসের মাধ্যমে। ফলে ভুলের সম্ভাবনা অনেক কমবে। অনেক সময় ব্যাংক, প্যান কার্ড বা পাসপোর্টের কাজে আধারের ঠিকানা ও জন্মতারিখ মিল না থাকলে সমস্যা হয়। নতুন শহরে বাসস্থান বদলালে বা ফোন নম্বর পরিবর্তন হলে আধার আপডেট করা অত্যন্ত জরুরি। নতুন ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আপনি ঘরে বসেই কয়েক মিনিটে এই কাজটা করে নিতে পারবেন। লাগবে শুধু মোবাইল নম্বর আর ইন্টারনেট সংযোগ।
আরও পড়ুন-ইউটিউবে ১০ লক্ষ ভিউ? জানেন কত আয়? পরিমাণ মাথা ঘুরিয়ে দেবে
আধার আপডেট ২০২৫ (Aadhaar Update 2025) দেশের কোটি কোটি নাগরিকের কাছে এক বড় স্বস্তি। নাম, ঠিকানা, জন্মতারিখ ও মোবাইল নম্বর এখন সহজেই অনলাইনে আপডেট করা যাবে। এতে কাগজপত্র কম লাগবে, সময় বাঁচবে বেশি, নিরাপত্তাও আরও দৃঢ় হবে। UIDAI-এর এই পদক্ষেপ ডিজিটাল ইন্ডিয়ার পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে চলেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us