Advertisment

মায়ের সঙ্গে কথা সুনিতার, মহাকাশ থেকে কী বার্তা দিলেন?

Sunita Williams: জুন থেকে মহাকাশে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। এবার সামনে এসেছে বিরাট আপডেট। মায়ের সঙ্গে যোগাযোগ করেছেন নাসার এই মহাকাশচারী।

author-image
IE Bangla Tech Desk
New Update
Astronaut Sunita Williams :

মহাকাশে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস।

Sunita Williams: জুন থেকে মহাকাশে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। এবার সামনে এসেছে বিরাট আপডেট। মায়ের সঙ্গে যোগাযোগ করেছেন নাসার এই মহাকাশচারী। সুনিতা তাঁর মাকে জানিয়েছেন মহাকাশযানের প্রযুক্তিগত ত্রুটির কথাও। 

Advertisment

মাকে সুনিতার বিরাট বার্তা

মেয়ের সঙ্গে কথা বলে খানিক আশ্বস্ত হয়েছেন মা বনি পান্ড্য। সুনিতা তার মাকে জানিয়েছেন,'মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির কারণে তার পৃথিবীতে ফিরতে দেরি হচ্ছে। পাশাপাশি সুনিতা তার মাকে পৃথিবীতে নিরাপদে ফিরে আসার বিষয়ে আত্মবিশ্বাস ব্যক্ত করেন । উইলিয়ামস তার মাকে মহাকাশে আটকে থাকার জন্য উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তিনি মাকে আশ্বাস দিয়েছেন তিনি নিরাপদে পৃথিবীতে ফিরে আসবেন।  

পুজোর আনন্দ এবার জমে ক্ষীর! বাজার মাতাতে আসছে 'সেরার সেরা' স্মার্টফোন



 একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনিতার মা বনি পান্ড্য বলেন, 'সুনিতা আমাকে বলেছে তাকে নিয়ে চিন্তা না করতে, সব ঠিক হয়ে যাবে। পাশাপাশি তিনি বলেন, নাসা নিশ্চিত করেছে তারা সুনিতাকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনবে। নিরাপদ অবতরণের কারণে তাকে আরও কিছুদিন মহাকাশে রাখার সিদ্ধান্ত নিয়েছে ।

ক্লাসে সেরা, কমফোর্টেও দুর্দান্ত! জানুন দেশের সেরা CNG গাড়ি কোনটি



সুনিতা উইলিয়ামস এবং নাসার মহাকাশচারী বুচ উইলমোরকে চলতি বছরের জুন মাসে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয়। এই মিশনটি এক সপ্তাহ ধরে চলার কথা ছিল, কিন্তু হিলিয়াম লিক এবং অন্যান্য প্রযুক্তিগত ত্রুটির কারণে তাদের পৃথিবীতে ফিরে আসা আটকে যায়। নাসাও এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই পরিস্থিতির কথা জানিয়েছে। এখন নাসা জানিয়েছে, উইলমোর এবং সুনিতা উইলিয়ামস ২০২৫ সালের ফেব্রুয়ারি নাগাদ পৃথিবীতে ফিরে আসবেন।  

৩০০ দিন রিচার্জের ঝামেলা থেকে মুক্তি! পুজোর আগে বেস্ট প্ল্যান



মহাকাশচারী কল্পনা চাওলা এবং অন্য ছয়জন ২০০৩ সালের  ফেব্রুয়ারিতে  প্রাণ হারিয়েছিলেন। মহাকাশ যানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে এই দুর্ঘটনা ঘটে। এটি নাসার  জন্য একটি বড় ধাক্কা ছিল, তাই নাসা এক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

চোখ তুলে তাকাবে না চিন-পাকিস্তান, MQ-9B ড্রোন আসছে ভারতের হাতে

NASA sunita-williams
Advertisment