/indian-express-bangla/media/media_files/2025/04/16/vD3qcvduRP64nPPhPy4Z.jpg)
দাম বাড়ার আগে শেষ সুযোগ, টাটার এসি এখন পান ৫০% ছাড়ে, বিরাট সুযোগ মিস করবেন না!
Top 5 Air Conditioner Under 40000: বাড়তে থাকা গরম নিয়ে কি চিন্তিত? আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রইল বছরের সেরা ৫ এসির তালিকা। যেগুলি আপনি পাবেন মাত্র ৪০ হাজার টাকার বাজেটে। এই এয়ার কন্ডিশনারগুলি আপনাকে প্রবল গরমে দেবে একেবারে হিমশীতল অনুভূতি।
সস্তার প্ল্যানে সুনামি আনল BSNL! ১০০ টাকার কমে বছরভর রিচার্জের ঝামেলা থেকে মুক্তি
সূর্য যেন মাথায় আগুন ঢালছে। প্রবল গরমে সকলের প্রাণ ওষ্ঠাগত। ইলেকট্রনিক শো'রুম গুলিতে ক্রেতাদের ভিড় উপচে পড়ছে। এসি, কুলারের চাহিদা আকাশছোঁয়া। আপনিও যদি গ্রীষ্মে এসি লাগানোর কথা ভেবে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য বিশেষ কার্যকর। জেনে নি সেরা ৫ বাজেট ফ্রেন্ডলি এসির তালিকা যেগুলি আপনাকে প্রবল গরমে দেবে হাড় কাঁপানো ঠাণ্ডা। বাম্পার ডিসকাউন্টের সুবিধা সহ অনলাইনেও সবচেয়ে সস্তায় এসি কেনার এই সেরা সুযোগ কোন ভাবেই মিস করবেন না।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর শীর্ষ ১০টি দেশ, প্রথম ৫-এ ভারত
গরমে প্রত্যাকেই একটু স্বস্তি পেতে এসি লাগানোর কথা চিন্তা-ভাবনা করেন। কিন্তু অনেকেই এসির দামের কথা ভেবে আর কেনার সাহস পান না। তাদের জন্য আজকের এই প্রতিবেদনে নিয়ে আসা হয়েছে সবচেয়ে সস্তায় বাম্পার কুলিং টেকনোলজি সহ সেরা ৫ এসি। আপনি চাইলে ঘরে বসেই অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon এবং Flipkart থেকে এই এসিগুলি অর্ডার করতে পারেন। নতুন এসি ক্রয়ে আপনি পাবেন এক্সচেঞ্জ অফার, ব্যাংক অফার এবং ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধাও।
৪০ হাজারেরও কম দামে সেরা ৫এসি-
হিটাচি ১.৫ টন এসি: এই ইনভার্টার স্প্লিট এসিটি আপনি এখন অফারের অধীনে ৪২ শতাংশ ছাড়ে কিনতে পারেন। নো কস্ট ইএমআই-য়ের মাধ্যমে আপনি মাত্র ১,৭৯৩ টাকার ইএমআই-তে হিটাচির এই এসিটি কিনতে পারবেন।
ব্লু স্টার এসি: এই ১.৫ টনের এসিটি আপনি এখন ৪২ শতাংশ ছাড়ে মাত্র ৩৭,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে। সবচেয়ে ভালো দিক হলো এই এসিতে রয়েছে ভয়েস অ্যাসিস্ট ফিচার সাপোর্ট।
লয়েড ১.৫ টন: এই ৩ স্টার এয়ার কন্ডিশনারের দাম ৫৮,৯৯৯ টাকা। কিন্তু বর্তমানে Amazon-Flipkart-এ আপনি মাত্র ৩৪ থেকে ৩৭ হাজার টাকার মধ্যে ছাড়সহ এই এসিটি কিনতে পারবেন। আপনি পাচ্ছেন নো কস্ট ইএমআই-এর অপশনও।
বাজারে ফের সুনামি তুলল মুকেশ আম্বানির জিও! এখন ৫০০ জিবি ডেটা, পুরো ফ্রি!
ভোল্টাস ১.৫ টন এসি: ৪ ইন ১ অ্যাডজাস্টেবল মোড সহ এই এসিটি আপনি এখন মাত্র ৩৩,৯৯০ টাকায় ছাড়সহ কিনতে পারবেন। নির্বাচিত ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইনে পেমেন্ট করলে আপনি ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
Whirlpool 1.5 Ton 3 Star: মাত্র ৩০,৪৯০ টাকায় আপনি এই এসিটি কিনতে পারেন ৫১ শতাংশ ছাড়ে। এই এসিতে আপনি অনেক পাবেন একাধিক স্মার্ট ফিচার্স।