৩০ হাজারের কমে iphone? এবারের পুজোয় এটাও সম্ভব? তোলপাড় ফেলা অফার

ControlZ iPhone Offer: ControlZ-এর দ্য গ্রেট ভ্যালু ডেজে iPhone 14 মাত্র ২৯,৯৯৯ টাকা এবং iPhone 13 মাত্র ২৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এই ফোনে পান একেবারে নতুনের মত অভিজ্ঞতা।

ControlZ iPhone Offer: ControlZ-এর দ্য গ্রেট ভ্যালু ডেজে iPhone 14 মাত্র ২৯,৯৯৯ টাকা এবং iPhone 13 মাত্র ২৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এই ফোনে পান একেবারে নতুনের মত অভিজ্ঞতা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Mobile Phone

Mobile Phone: মোবাইল ফোন।

ControlZ iPhone Offer: ControlZ প্রতিবছর তাদের দ্য গ্রেট ভ্যালু ডেজ ফেস্টিভ্যালের মাধ্যমে প্রযুক্তিপ্রেমীদের জন্য দারুণ অফার নিয়ে আসে। ২০২৫ সালের এই অফারে iPhone প্রেমীরা পাচ্ছেন সীমিত সময়ের জন্য iPhone 14 মাত্র ২৯,৯৯৯ টাকায় এবং iPhone 13 মাত্র ২৪,৯৯৯ টাকায়। অফারটি ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। 

Advertisment

দ্য গ্রেট ভ্যালু ডেজে পাওয়া সবকিছু iPhone RenewHub-এ রিনিউ করা হয়েছে। এটি ভারতের সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড স্মার্টফোন রিনিউয়াল সেন্টার। এখানে প্রতিটি ফোনকে ৩০০+ ফেজের AI-ভিত্তিক রিনিউ প্রোটোকল দিয়ে যাচাই করা হয়। ফলে ফোনে থাকে ১০০% ব্যাটারি হেলথ এবং ১৮ মাসের ওয়ারেন্টি। এতে প্রায় নতুনের মত অভিজ্ঞতা পাওয়া যায়, যা ব্যবহারকারীদের সন্তুষ্টি, টেকনোলজির লাইফসাইকেল বাড়ায়।

আরও পড়ুন- পুজোয় বিরাট ঘোষণা জিওর, ৯০ দিন আর রিচার্জ নয়, জানাল সংস্থা

এখানে পাওয়া যাচ্ছে সহজ EMI এবং ডিসকাউন্ট সুবিধা

এর মধ্যে iPhone 14-এর বিশেষত্ব হল- ৬.১ ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, A15 Bionic হেক্সা-কোর প্রসেসর, iOS 18, 12MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 12MP ফ্রন্ট ক্যামেরা। iPhone 13-এর বিশেষত্ব হল- ৬.১ ইঞ্চি ডিসপ্লে, Apple A15 Bionic প্রসেসর, 12MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 12MP ফ্রন্ট ক্যামেরা। মিলবে ফাইন্যান্সের সুবিধাও। OneCard বা HDFC EMI ট্রানজেকশনে ৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (২,৫০০ টাকায় পর্যন্ত)। বাজাজ কার্ডের মাধ্যমে অতিরিক্ত EMI অপশন পাওয়া যাবে।

Advertisment

আরও পড়ুন- মহাকাশে ভারতের ৯ বিশ্বরেকর্ড, এবার চাঁদে মানুষ পাঠানোর নতুন লক্ষ্যে ইসরো

রিনিউড ফোন কেনার মাধ্যমে ক্রেতারা কেবল অর্থ সাশ্রয় করেন না, বরং কার্বন ফুটপ্রিন্টও কমায়। পুরোনো ফোন নতুনের মত ব্যবহারের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয়ও কম হয়। কেন ControlZ-এর অফার গ্রহণ করবেন? কারণ, এতে রয়েছে সীমিত সময়ের বিশেষ মূল্য অফার। ১৮ মাসের ওয়ারেন্টি এবং ১০০% ব্যাটারি হেলথ।

আরও পড়ুন- দেশজুড়ে 4G চালুর পরই রিচার্জে 'বিস্ফোরণ', সস্তার প্ল্যানে আলোড়ণ ফেলল BSNL

নতুনের মত অভিজ্ঞতা, যা AI রিনিউ প্রোটোকলের মাধ্যমে পাওয়া যাবে। এছাড়া মিলবে সহজ EMI এবং ব্যাংক ডিসকাউন্টের সুবিধা। সঙ্গে পরিবেশবান্ধব এবং টেকসই প্রযুক্তি ব্যবহারের সুবিধাও পাওয়া যাবে।

আরও পড়ুন- বাজারে আইফোন ১৭ সিরিজ, টেক্কা দিতে পারে এই ৫ সস্তার অ্যান্ড্রয়েড স্মার্টফোন!

এই অফার iPhone প্রেমীদের জন্য একেবারে সোনার সুযোগ, কারণ নতুন মডেল এবং রিনিউড iPhone উভয়ই পাওয়া যাচ্ছে কম দামে।

Offer iphone