কেন্দ্রীয় টেলিকম দফতর (ডিওটি) সোমবার একটি ওয়েব পোর্টাল চালু করেছে। যার মারফত ব্যবহারকারীরা চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন ট্র্যাক এবং ব্লক করতে পারবেন। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ জানিয়েছেন, এই বছরের সেপ্টেম্বরে প্রাথমিকভাবে মুম্বইয়েতে চালু করার পর, এই পরিষেবা চালু হতে চলেছে গোটা ভারতে।
Advertisment
টেলিকম সচিব আনশু প্রকাশ জানিয়েছেন, সেন্ট্রাল ইকিউপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারেক সহায়তায় এই পোর্টালটি ব্যবহারকারীদের মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন ব্লক করতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, “ব্যবহারকারীরা পোর্টালে গিয়ে তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারেন, এবং তাদের ফোনের আইডি নম্বর আপলোড করতে হবে। যার ভিত্তিতে হারিয়ে যাওয়া মোবাইলটি ব্লক করা হবে। এছাড়াও, যদি কেউ ফোনটি ব্যবহার করে, তাহলে টাওয়ার সিগন্যালের উপর ভিত্তি করে এটি সনাক্ত করবে পুলিশ"।
প্রতি বছর দিল্লিতে প্রায় ৪০,০০০ মোবাইল ফোন চুরি হয়ে যায়। একবার চুরি হয়ে গেলে বা হারিয়ে যাওয়া ফোনটির আইএমইআই নম্বরকে প্রোগ্রামিং করে বদলে ফেলে। যার ফলে একাধিক আইএমইআই নম্বর তৈরি হয়।
এর আগেই, যদি আইএমইআইকে ব্লক করা যায়, তবে ফোনটিতে পুনরায় ব্যবহার যোগ্য হবে না। নতুন সফ্টওয়্যারটির সাহায্যে কেবল যে ব্যক্তিগত ফোনটি চুরি করা হয়েছে তা কেবল ব্লক করা সম্ভব হবে এমনটা নয় এবং সনাক্ত করা যাবে। তবে এই পোর্টাল এখন দিল্লীতে চালু করা হল।