DRDO missile test: ভারত এখন আরও ভয়ঙ্কর, আক্রমণাত্মক!ULPGM-V3 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা বুক কাঁপালও পাকিস্তানের

DRDO missile test: ভারতের প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার পথে আরও এক ঐতিহাসিক সাফল্য। ডিআরডিও (DRDO) ড্রোন থেকে ছোড়া ULPGM-V3 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

DRDO missile test: ভারতের প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার পথে আরও এক ঐতিহাসিক সাফল্য। ডিআরডিও (DRDO) ড্রোন থেকে ছোড়া ULPGM-V3 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
DRDO missile test, UAV launched missile India, ULPGM V3 trial success, Rajnath Singh missile test tweet, Kurnool missile test range, India self-reliant defence, DRDO UAV weapon, Indian missile technology 2025, ULPGM extended range test

ভারত এখন আরও ভয়ঙ্কর, আক্রমণাত্মক!

DRDO missile test: ভারতের প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার পথে আরও এক ঐতিহাসিক সাফল্য। ডিআরডিও (DRDO) ড্রোন থেকে ছোড়া ULPGM-V3  ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি শুক্রবার অন্ধ্রপ্রদেশের কুর্নুলের ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জ (NOAR) থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

Advertisment

খাস কলকাতায় তুমুল চাঞ্চল্য, ক্যাব চালকের হাতে চূড়ান্ত হেনস্থা বঙ্গতনয়া, হুলস্থূল!

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই পরীক্ষার সাফল্য সম্পর্কে নিজের X হ্যান্ডলে লিখেছেন, "ভারতের প্রতিরক্ষা শক্তির এক অসামান্য নিদর্শন । DRDO অন্ধ্রপ্রদেশে UAV-লঞ্চড প্রিসিশন গাইডেড মিসাইল (ULPGM)-V3 সফলভাবে পরীক্ষা করেছে।"তিনি আরও জানান, ডিআরডিও, প্রতিরক্ষা শিল্প সংস্থা, MSME ও স্টার্ট-আপদের এই প্রযুক্তি উন্নয়নের জন্য অভিনন্দন জানানো হচ্ছে।

Advertisment

কী এই ULPGM-V3 মিসাইল?
ULPGM-V3 হচ্ছে একটি UAV (ড্রোন) থেকে নিক্ষেপযোগ্য দীর্ঘ-পাল্লার গাইডেড মিসাইল, যা মূলত শত্রু অবস্থানে নিখুঁত হামলা চালাতে সক্ষম। এটি আকাশ থেকে ভূমিতে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন এবং এর উন্নত রেঞ্জ ভারতে তৈরি প্রতিরক্ষা প্রযুক্তির এক নতুন অধ্যায় সূচনা করল।

মোদী আসায় ছুটে এলেন মুইজ্জু, উষ্ণ অভ্যর্থনায় মন জয়! ভারতের সাথে তিক্ততা অবসানের পথে মালদ্বীপ?

DRDO জানিয়েছে, UAV থেকে মোতায়েন একটি Extended Range (ULM-ER) অস্ত্রব্যবস্থা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। এর একটি মডেল এয়ারো ইন্ডিয়া ২০২৫-এ প্রদর্শিত হয়েছিল। এই সাফল্য ভারতীয় প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করে তুলবে এবং ভারতীয় সেনার আধুনিকীকরণ প্রক্রিয়ায় গতি আনবে বলে মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

rajnath singh DRDO