/indian-express-bangla/media/media_files/WYlgSU6gLmuiuWtxFKsj.jpg)
রাজ্যে রাজ্যপাল সংঘাত
- Kolkata News Highlights: অপরাজিতা বিল বিধানসভায় পাশ করানোর পর তা নিয়মমাফিক রাজভবনে পাঠানো হয় রাজ্য সরকারের তরফে। এবার সেই বিলটি ফেরত পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অপরাজিতা বিলটিতে সংবিধানগত কিছু ত্রুটি রয়েছে বলে মনে করেন রাজ্যপাল। এই বিলটি কেন্দ্র এবং রাষ্ট্রপতির কাছেও পাঠানো হয়েছিল। সেখান থেকেও বিলটি ফেরত পাঠানো হয়েছিল, কিছু উদ্বেগের কথা জানিয়ে। আর জি কর কাণ্ডের পর বিলটি বিধানসভায় পাশ করিয়েছিল রাজ্য সরকার।
- " ভোটার তালিকা সংশোধনেই বন্ধ হবে ভুয়ো ভোট, দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতেই হবে", গতকালের পর ফের আজ হুঙ্কার ছুঁড়লেন বিজেপি নেতা তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী।পাখির চোখ ২৬- এর বিধানসভা নির্বাচন। তার আগে চড়তে শুরু করেছে বঙ্গ রাজনীতির পারদ। এবার আরামবাগে গিয়ে বিজেপি কর্মীদের সামনে হুঙ্কার ছুঁড়লেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘‘বিহারে এসআইআর হচ্ছে, বাংলাতেও ভোটার তালিকা সংশোধন হবে। তখন চুরি বন্ধ হবে, ভুয়ো ভোট বন্ধ হবে। রাজ্যকে মানতেই হবে। কারা এসেছে, কোথা থেকে এসেছে, তা জানতেই হবে।’’তাঁর মন্তব্য, ‘‘বাংলায় কাউকে বাদ দেওয়া হলে আমরাও প্রতিবাদ করব। তবে যারা বেআইনি ভাবে এসেছে, তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে।’’ বিজেপি কর্মীদের উদ্দেশে মিঠুনের বার্তা, ‘‘মার খেয়ে বাড়ি আসবেন না, পারলে মারবেন। এই সরকার দুর্নীতিগ্রস্ত, রাজ্যে মহিলাদের কোনও সুরক্ষা নেই।’’রাজ্যের রাজনীতিতে এই মুহূর্তে ভোটার তালিকা সংশোধন এবং নারী নিরাপত্তা সংক্রান্ত একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে কোণঠাসা করছে বিজেপি। আজ মিঠুনের মন্তব্য নতুন করে রাজনৈতিক তরজাকেই উসকে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
- খাস কলকাতায় তুমুল চাঞ্চল্য। বাগুইআটি থেকে সল্টলেকের বন্ধুর বাড়ি যাওয়ার সময় ক্যাব চালকের হাতে চরম হেনস্থা এক যুবতী। অভিযোগ, গন্তব্যে পৌঁছানোর আগে চালক তাঁকে সল্টলেক করুণাময়ীর সামনে নামিয়ে দেন। এর থেকেই শুরু হয় বচসা।
আরও পড়ুন- মোদী আসায় ছুটে এলেন মুইজ্জু, উষ্ণ অভ্যর্থনায় মন জয়! ভারতের সাথে তিক্ততা অবসানের পথে মালদ্বীপ?
- যুবতীর অভিযোগ, ওই ক্যাবচালক তাঁর সঙ্গে অশালীন আচরণ শুরু করে। শেষমেশ যদিও চালক তাঁকে ঠিক গন্তব্যে নামিয়ে দেন, কিন্তু অনলাইনে পেমেন্ট করার পরও তিনি অতিরিক্ত টাকা দাবি করে যুবতীর হাত ধরে দুর্ব্যবহার ও শারীরিক নিগ্রহ করেন। এমনকি অভিযোগ, ওই চালক মহিলাকে লাথি মারেন বলেও অভিযোগ। ঘটনার পরে যুবতী বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তৎপরতার সঙ্গে অভিযুক্ত অ্যাপ-ক্যাব চালককে আটক করেছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় সল্টলেক এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অ্যাপ-ক্যাব নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন- লাগাতার বৃষ্টিতে দুর্ভোগের চেনা-ছবি কলকাতায়, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা
- ভারতে নিষিদ্ধ হল উল্লু, অল্ট বালাজির মতো OTT প্ল্যাটফর্ম, পর্নোগ্রাফিক কন্টেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল সরকার। 'সফট পর্ণ' কন্টেন্টের কারণে ভারত সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। Ullu, ALTT, Desiflix, Big Shots এবং অন্যান্য স্ট্রিমিং অ্যাপ নিষিদ্ধ করেছে। 'সফট পর্ণ' কন্টেন্টের বিরুদ্ধে তার নীতিকে ন্যায্যতা দিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (MeitY) এই অ্যাপগুলির বিরুদ্ধে অনেক নাগরিক এবং সংস্থার কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন- ভিনরাজ্যে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, নৃশংস হত্যার কারণ নিয়ে ধন্দ
- সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা। সরকারি স্কুল ভবন ভেঙে পড়ে মৃত্যু হল চার পড়ুয়ার। আটকে কমপক্ষে ৬০। রাজস্থানের ঝালাওয়ারে মর্মান্তিক এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
4 children killed, several feared trapped as school building collapses in Rajasthan’s Jhalawar pic.twitter.com/bDDLin9YK4
— The Indian Express (@IndianExpress) July 25, 2025
- SSC-এর নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিকে ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরেই এবার সেই নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। জানা গিয়েছে, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে আলাদা আলাদা দিনে। আগামী ৭ সেপ্টেম্বর নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। আগামী ১৪ সেপ্টেম্বর হবে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। SSC-এর তরফে জানানো হয়েছে, পরীক্ষা সম্পর্কিত বাকি সমস্ত নিয়ম পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে।
- এদিকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তার প্রভাব আরও বেড়েছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। শুক্রবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন- Rain forecast Kolkata:বঙ্গোপসাগরে শক্তি বেড়েছে নিম্নচাপের, আজও প্রবল বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়
- উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিমাঞ্চলের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এরই পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
-
Jul 25, 2025 14:38 IST
Kolkata News Live Updates:ভারতের সঙ্গে তিক্ততার অবসান মালদ্বীপের?
দু'দিনের কূটনৈতিক সফরে শুক্রবার মালদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'স্বাধীনতা দিবসের' প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে তিনি মালদ্বীপ সফরে গিয়েছেন। এদিন মালদ্বীপে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেদেশের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু নিজে বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। বিমান থেকে নামতেই মোদীকে আলিঙ্গন করে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি।
বিস্তারিত পড়ুন- PM Modi Maldives visit 2025: মোদী আসায় ছুটে এলেন মুইজ্জু, উষ্ণ অভ্যর্থনায় মন জয়! ভারতের সাথে তিক্ততা অবসানের পথে মালদ্বীপ?
-
Jul 25, 2025 14:36 IST
Kolkata News Live Updates:লাগাতার বৃষ্টিতে দুর্ভোগের চেনা-ছবি কলকাতায়
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার বিস্তীর্ণ প্রান্ত। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, জলের তলায় একাধিক রাস্তা। একটানা বৃষ্টিতে শহর কলকাতার জল ছবিটা ফের ফিরেছে। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়াতেই লাগাতার তুমুল বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। শুক্রবারেও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
বিস্তারিত পড়ুন- Kolkata heavy rain:লাগাতার বৃষ্টিতে দুর্ভোগের চেনা-ছবি কলকাতায়, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা
-
Jul 25, 2025 14:34 IST
Kolkata News Live Updates:কেন্দ্রকে আক্রমণ ঋতব্রতর
ফের একবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ তৃণমূলের রাজ্যসভার সংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও'ব্রায়েনের তোলা প্রশ্নের উত্তর ইস্যুকে ঢাল করে মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেখেছেন তৃণমূলের এই শ্রমিক নেতা।
বিস্তারিত পড়ুন- Ritabrata Banerjee:'রাজনৈতিকভাবে মমতা, অভিষেককে হারাতে না পেরে বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কেন্দ্রের', সোচ্চার ঋতব্রত
-
Jul 25, 2025 11:16 IST
Kolkata News Live Updates:পরিযায়ী শ্রমিক খুন
এবার ভিন রাজ্যে কাজে গিয়ে খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ উঠেছে মহারাষ্ট্রে। নৃশংস হত্যাকাণ্ডের পর টুকরো টুকরো করে কেটে দেহ বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
বিস্তারিত পড়ুন- migrant labour murder:ভিনরাজ্যে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, নৃশংস হত্যার কারণ নিয়ে ধন্দ
-
Jul 25, 2025 09:25 IST
Kolkata News Live Updates:প্রবল বৃষ্টির পূর্বাভাস
ভরা শ্রাবণে ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তারই জেরে তুমুল বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ব্যাপক বৃষ্টি শুরু হয়। শুক্রবার সকাল থেকেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি শুরু হয়েছে। আবহাোয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দিনভর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি চলবে দফায় দফায়। বৃষ্টি চলবে উত্তরেও।
বিস্তারিত পড়ুন- Rain forecast Kolkata:বঙ্গোপসাগরে শক্তি বেড়েছে নিম্নচাপের, আজও প্রবল বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়
-
Jul 25, 2025 09:24 IST
Kolkata News Live Updates:যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক
নাবালিকাকে বিয়ের প্রলোভন দেয়ে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক। ধৃতের নাম আসরাফ ফকির। তার বাড়ি কুলতলি থানা এলাকায়।
পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত বকুলতলা থানা এলাকার বাসিন্দা। তার সাথে ফোনে আলাপ হয় নির্যাতিতার। অভিযুক্ত যুবক বিবাহিত ও তার সন্তান আছে। নাবালিকাকে এরপরেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।