Advertisment

ফোন জলে পড়ে গেলে, ফোনকে ফিরে পেতে যে কাজগুলি করবেন না

এরকম পরিস্থিতিতেও জলে পড়ে যাওয়া ফোনটিকে বাঁচিয়ে তুলতে পারেন। তার জন্য যে কাজ গুলি করবেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফোন নিয়ে সটান বাথরুমে চলে যাওয়ার বদ অভ্যাস কমবেশি সকলেরই প্রায় আছে। যার ফলে ঘটে দুর্ঘটনা। জলের বালতি বা প্যানে ফোন পড়ে যাওয়ার অভিজ্ঞতা নতুন প্রজন্মের কমবেশি সকলেরই আছে। আর জলে পড়ে যাওয়া মানেই সাধের অ্যান্ড্রয়েড ফোনের অন্তিম সংস্কার। এদিকে এখন আবার বর্ষাকাল, জল জমে যাওয়া রাস্তা দিয়ে হাঁটার সময় একবার যদি হাত স্লিপ করে ফোনটি পড়ে যায়, তাহলে তো কথাই নেই...কিন্তু এরকম পরিস্থিতিতেও জলে পড়ে যাওয়া ফোনটিকে বাঁচিয়ে তুলতে পারেন। তার জন্য যে কাজ গুলি করবেন না।

Advertisment

তৎক্ষনাৎ শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।

ফোন চোখ বুজে ফেলেছে দেখে সঙ্গে সঙ্গে চার্জ দিতে যাবেন না।

হেডফোন লাগাবেন না।

আরও পড়ুন: এক টাকা খরচে কলার টিউন, সঙ্গে ২ জিবি ডেটা দিচ্ছে বিএসএনএল

ট্রে সমেত সিম কার্ড খোলার চেষ্টা একেবারেই করবেন না।

ফোনের পাওয়ার বাটম বেশ কিছুক্ষণ চেপে ধরে সুইচ অফ করার চেষ্টা করবেন না। কারণ স্ক্রিন অন চোখে না পরলেও অনেক সময় ফোন অন থাকে। সক্ষেত্রে একবার সুইচ অফ করলে ফোন ভবিষ্যতে আর অন না হওয়ার সম্ভাবনা থাকে।

জল বার করার জন্য ফোন অকারণে ঝাঁকাবেন না।

আরও পড়ুন: এয়ারটেলের নয়া ১৪৮ টাকার প্ল্যানে মিলবে আকর্ষণীয় অফার

জল বের করে আনার জন্য কোনো ব্লোএয়ার দেবেন না, এতে ময়েশ্চার থেকে যেতে পারে ফোনের ভিতর।

সার্ভিস সেন্টারে নিয়ে যান ফোনটি এবং কতটা গভীর জলে ফোনটি পড়েছে এবং কতক্ষণ জলে ছিল তার বিস্তারিত তাকে জানান।

smartphone monsoon
Advertisment