/indian-express-bangla/media/media_files/2025/09/24/durga-pujo-2025-2025-09-24-17-32-08.jpg)
Durga Pujo 2025: ইতিমধ্যেই বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন।
Durga Puja 2025: দুর্গাপূজা মানেই অন্যরকম আনন্দ, উচ্ছ্বাস আর উন্মাদনা। সারা বছর বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করে এই চার-পাঁচটা দিনের জন্য। তবে পুজোর ভিড় সামলানো, মণ্ডপ ঘোরা আর নিরাপত্তা নিশ্চিত করা এক বিরাট চ্যালেঞ্জ। তাই এবছর Durga Puja 2025-কে ঘিরে কলকাতা পুলিশের বিশেষ উদ্যোগ—'Pujo Bondhu' অ্যাপ।
কলকাতা পুলিশের উদ্যোগে তৈরি এই অ্যাপটি মূলত দুর্গাপূজার দিনগুলোতে মানুষের চলাফেরা সহজ করার জন্য। প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে। অ্যাপে থাকছে একশোরও বেশি বিখ্যাত পুজোর তথ্য। শুধু কলকাতার মধ্যেই নয়, শহরতলির বড় পুজোর তথ্যও এখানে মিলবে। এবার ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে না দাঁড়িয়ে বাড়িতেই দেখতে পাবেন প্রতিমার ছবি। প্রতিটি মণ্ডপের ছবি থাকবে অ্যাপে। ছবি দেখে সিদ্ধান্ত নিতে পারবেন আপনি সশরীরে যাবেন নাকি শুধু অনলাইন দর্শনেই সন্তুষ্ট থাকবেন।
আরও পড়ুন- সন্ধিপুজো না হলে কি দুর্গাপুজো সম্ভব? সত্যিটা কী, ভালো করে জেনে নিন
অ্যাপে লোকেশন অনুযায়ী দেখিয়ে দেবে— আপনার কাছের কোন মণ্ডপ কতটা দূরে। হেঁটে, বাসে বা গাড়িতে যেতে কতটা সময় লাগতে পারে। নিকটবর্তী এটিএম, বাসস্টপ, পার্কিং জায়গার খোঁজও মিলবে। পুজোর ভিড় মানেই অনেক সমস্যা। অনেক সময় হারিয়ে যায় মানুষ বা পড়ে যান বিপদে। এই অ্যাপে থাকবে জরুরি নম্বর। পথে সিভিক ভলান্টিয়াররা সাহায্যের জন্য থাকবেন। পুলিশের কিয়স্ক থেকেও পাবেন সহায়তা।
আরও পড়ুন- নবরাত্রিতে কোন রঙের পোশাক পরলে ভাগ্য হবে উজ্জ্বল?
কলকাতা পুলিশের কিয়স্কেও থাকবে সাইবার জালিয়াতি রোধে সচেতনতা প্রচার। অনেকেই পুজোর সময়ে অনলাইন প্রতারণার ফাঁদে পড়েন। এবার সেই বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করবে পুলিশ। খবর পাওয়া গেছে, শুধু অ্যাপ নয়, কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি ওয়েবসাইটও লঞ্চ করা হবে। সেখানে এক ক্লিকেই পাওয়া যাবে পুজো সংক্রান্ত যাবতীয় তথ্য।
আরও পড়ুন- এই দেবীকেই দুর্গা বলে বাঙালি! শারদোৎসবে এই দেবীর রূপেরই পুজো হয়, জানেন কি?
কেন এই অ্যাপ বিশেষ?
আরও পড়ুন- নবরাত্রির ৩য় দিনে দেবী চন্দ্রঘণ্টার পূজা, কী প্রাপ্তি হয় এই দেবীর আরাধনায়?
প্রতিবছর লক্ষাধিক মানুষ ভিড় জমায় কলকাতা ও আশেপাশের পুজোয়। সবার একটাই প্রশ্ন—'কোথায় যাবো, কীভাবে যাবো?' এই অ্যাপ সেই সমস্যার সমাধান করবে। সহজ ভাষায় বলা যায়, এই অ্যাপ হবে বাঙালির আসল পুজো-বন্ধু, পুজো গাইড।