/indian-express-bangla/media/media_files/2025/09/14/save-electricity-bill-2025-09-14-14-52-20.jpg)
Save Electricity Bill: এই কায়দায় বাঁচান বিদ্যুৎ খরচ।
Save Electricity Bill: আজকাল প্রায় প্রত্যেকেরই অভিযোগ— বিদ্যুৎ বিল যেন দিনকে দিন বেড়েই যাচ্ছে। ফ্যান, টিভি, ফ্রিজ বা এসি— আমরা প্রতিদিন ব্যবহার করি। এগুলো ছাড়া আমাদের জীবন কল্পনাও করা যায় না। অনেকেই খরচ বাঁচাতে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার কমাতে শুরু করেন। কিন্তু জানেন কি, আসলে ছোট্ট একটি বদলেই আপনার বিদ্যুৎ বিল অর্ধেক হয়ে যেতে পারে?
এই বদলটা লুকিয়ে রয়েছে আপনার ঘরের সুইচবোর্ডে থাকা ইন্ডিকেটর লাইটে। সাধারণত ঘরের প্রতিটি সুইচবোর্ডে একটি করে ইন্ডিকেটর লাইট থাকে। এর কাজ হল বিদ্যুৎ আসা-যাওয়ার সংকেত দেওয়া। হয়তো ভাবছেন, এই ছোট্ট আলোতে কতই বা বিদ্যুৎ খরচ হবে?
আরও পড়ুন- স্মার্টফোনের চার্জার কেন সবসময় সাদা রঙের হয়? ৯৯% মানুষ এর রহস্য জানেন না
কিন্তু আসল কথা হল, এই ইন্ডিকেটরটি প্রায় ২৪ ঘণ্টাই জ্বলতে থাকে। ফলে মাসে মাসে অজান্তেই বিলের অঙ্ক বাড়িয়ে দেয়। একটি সাধারণ ইন্ডিকেটর লাইট যদি দিনে ১ ওয়াট বিদ্যুৎ খরচ করে, তবে বছরে সেই খরচ দাঁড়ায় প্রায় ৯ ইউনিট। বাড়িতে যদি একাধিক ইন্ডিকেটর থাকে তবে হিসেব মিলিয়ে দেখবেন, অকারণেই আপনি বাড়তি টাকা গুনছেন।
আরও পড়ুন- এবার দেবী দুর্গার কীসে আগমন, কীসেই বা গমন, জানুন বাহনের শুভাশুভ তাৎপর্য
কীভাবে কমাবেন এই অপচয়?
সাধারণ ইন্ডিকেটরের বদলে এলইডি ইন্ডিকেটর লাইট (LED Indicator Light) ব্যবহার করলে খরচ অর্ধেকেরও বেশি কমে যাবে। এলইডি (LED) কম বিদ্যুৎ খরচ করে এবং দীর্ঘস্থায়ী হয়। অনেক ক্ষেত্রেই ইন্ডিকেটর রাখা জরুরি নয়। চাইলে ইলেকট্রিশিয়ান ডেকে এই লাইটগুলি পুরোপুরি বাদ দিতে পারেন। অনেক সময় দেখা যায়, ইনভার্টার যুক্ত বোর্ডেও ইন্ডিকেটর ২৪ ঘণ্টা জ্বলছে। ফলে বাড়তি চাপ পড়ে ব্যাটারির ওপরও। সেক্ষেত্রে এই ইন্ডিকেটর আলাদা করে বন্ধ রাখুন।
আরও পড়ুন- মহালয়া থেকে লক্ষ্মীপুজো, জানুন এবার কোন তিথি কখন শুরু আর শেষ!
একটি এলইডি (LED) ইন্ডিকেটর বছরে প্রায় ৭০-৮০% বিদ্যুৎ খরচ কমাতে পারে। ধরা যাক আপনার বাড়িতে ৪টি সাধারণ ইন্ডিকেটর আছে, যেগুলি ২৪ ঘণ্টা জ্বলে। সেগুলি এলইডি-তে বদলালে বা ইন্ডিকেটর বাদ দিলে বছরে সহজেই কয়েকশো টাকা বাঁচাতে পারবেন। বড় শহরে বিদ্যুতের ইউনিট রেট যেহেতু বেশি, সেক্ষেত্রে সাশ্রয় আরও বড় অঙ্কে পৌঁছবে।
আরও পড়ুন- পাশ করা হোমিওপ্যাথি চিকিৎসক, বেশি পরিচিতি পেলেন 'অনুকূল ঠাকুর' নামে
মনে রাখবেন, চার্জার প্লাগে রাখলে বিদ্যুৎ অপচয় হয়, তাই ব্যবহার না করলে চার্জার খুলে ফেলুন। দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করার চেষ্টা করুন। পুরনো সিএফএল (CFL) বাল্বের বদলে এলইডি (LED) ব্যবহার করুন। নিয়মিত এসি সার্ভিসিং করলে বিদ্যুৎ খরচ অনেকটা কমে যায়। তাই বিদ্যুৎ সাশ্রয় মানে শুধু খরচ বাঁচানো নয়, বরং পরিবেশ রক্ষাতেও এক বড় পদক্ষেপ। ছোট্ট একটি ইন্ডিকেটর লাইট বদলেই যদি আপনার মাসিক বিল অর্ধেক কমে যায়, তবে দেরি কেন? এখনই পরিবর্তন করুন আর নিজের খরচ যেমন কমান, তেমনই বিদ্যুতের অপচয় থেকে পৃথিবীকে রক্ষা করুন।