/indian-express-bangla/media/media_files/2025/09/13/durga-puja-2025-2025-09-13-18-01-56.jpg)
Durga Pujo 2025: আগরপাড়ার তারাপুকুর মিলন সংঘের পুজো প্রস্তুতি।
Durga Pujo 2025: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। প্রতিবছরই পুজোর দিনক্ষণ নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে পুজোর উদ্যোক্তাদের মধ্যে প্রশ্ন ওঠে—কবে সপ্তমী, কবে অষ্টমী, আর কবে বিসর্জন? বিশেষ করে যখন নবমী ও দশমীর তিথি একইদিনে মিলে যায়, তখন বিভ্রান্তি আরও বাড়ে। এ বছরও তেমনই ছবি ধরা পড়েছে। কারণ, ২০২৫ সালের দুর্গাপুজোয় নবমীর সন্ধ্যাতেই শুরু হবে দশমীর তিথি।
পঞ্জিকার হিসেবে পার্থক্য থাকলেও, বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস—দুই পঞ্জিকাই একই তথ্য দিচ্ছে, তবে সময়ের সূক্ষ্ম ভিন্নতা রয়েছে।
মহালয়া ২০২৫
বাংলা তারিখ: ৩ আশ্বিন, শনিবার, ইংরেজি তারিখ: ২০ সেপ্টেম্বর, শনিবার, শুরুর সময়: রাত ১২টা ১৮ মিনিট (বিশুদ্ধ সিদ্ধান্ত) / রাত ১১টা ৫৩ মিনিট (গুপ্তপ্রেস)। মহালয়ার দিন থেকেই শুরু হয় পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা।
আরও পড়ুন- বিদেশে যাবেন, মাত্র ৩০ সেকেন্ডে চেকিংয়ের ঝামেলা শেষ, জেনে নিন কায়দা
দুর্গাপঞ্চমী
বাংলা তারিখ: ৯ আশ্বিন, শুক্রবার, ইংরেজি তারিখ: ২৬ সেপ্টেম্বর, শুক্রবার, শুরুর সময়: সকাল ৯টা ৩৫ মিনিট (বিশুদ্ধ সিদ্ধান্ত) / সকাল ৬টা ৪২ মিনিট (গুপ্তপ্রেস), এই দিন থেকেই শুরু হবে পুজো আরম্ভের শেষ পর্যায়।
আরও পড়ুন- চাউমিন তো অনেক খেয়েছেন, কখনও এভাবে ট্রাই করেছেন? মুখে লেগে থাকবে!
ষষ্ঠী
বাংলা তারিখ: ১০ আশ্বিন, শনিবার, ইংরেজি তারিখ: ২৭ সেপ্টেম্বর, শনিবার, শুরুর সময়: দুপুর ১২টা ৫ মিনিট (বিশুদ্ধ সিদ্ধান্ত) / সকাল ৮টা ৪৭ মিনিট (গুপ্তপ্রেস), ষষ্ঠীর দিন দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন- এই ভারতীয় খাবারগুলো স্বাস্থ্যকর! আপনিও খেতে পারেন, দেখুন সেগুলো কী কী
সপ্তমী
বাংলা তারিখ: ১১ আশ্বিন, রবিবার, ইংরেজি তারিখ: ২৮ সেপ্টেম্বর, রবিবার, শুরুর সময়: দুপুর ২টা ২৯ মিনিট (বিশুদ্ধ সিদ্ধান্ত) / সকাল ১০টা ৪১ মিনিট (গুপ্তপ্রেস), সপ্তমীর সকালে নবপত্রিকা প্রবেশ ও দেবীর সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন- বর্তমানে বিশ্বের সেরা ধনী কে? দেখুন, ভারতীয় শিল্পপতিরা তালিকায় কত নম্বরে
অষ্টমী
বাংলা তারিখ: ১২ আশ্বিন, সোমবার, ইংরেজি তারিখ: ২৯ সেপ্টেম্বর, সোমবার, সময়: বিকেল ৪টা ৩৩ মিনিট (বিশুদ্ধ সিদ্ধান্ত) / দুপুর ১২টা ২৬ মিনিট (গুপ্তপ্রেস), অষ্টমীর দিন মহাষ্টমীর পূজা, অঞ্জলি ও সন্ধিপুজো অনুষ্ঠিত হবে।
নবমী
বাংলা তারিখ: ১৩ আশ্বিন, মঙ্গলবার, ইংরেজি তারিখ: ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার, শুরুর সময়: সন্ধ্যা ৬টা ৮ মিনিট (বিশুদ্ধ সিদ্ধান্ত) / দুপুর ১টা ৪৪ মিনিট (গুপ্তপ্রেস), নবমীর পূজা হলেও সন্ধ্যাতেই দশমীর তিথি শুরু হবে।
দশমী ও বিসর্জন
বাংলা তারিখ: ১৪ আশ্বিন, বুধবার, ইংরেজি তারিখ: ১ অক্টোবর, বুধবার, সময়: সন্ধ্যা ৭টা ৩ মিনিট (বিশুদ্ধ সিদ্ধান্ত) / দুপুর ২টা ৩৫ মিনিট (গুপ্তপ্রেস), এ বছর নবমী সন্ধ্যা থেকেই দশমীর সূচনা হওয়ায় অনেক জায়গায় বিসর্জনের প্রস্তুতি শুরু হবে নবমীর রাত থেকেই। তবে মূল বিসর্জন হবে দশমীর দিনে।
কোজাগরী লক্ষ্মীপুজো
বাংলা তারিখ: ১৯ আশ্বিন, সোমবার, ইংরেজি তারিখ: ৬ অক্টোবর, সোমবার, শুরুর সময়: দুপুর ১২টা ২৫ মিনিট (বিশুদ্ধ সিদ্ধান্ত) / সকাল ১১টা ১২ মিনিট (গুপ্তপ্রেস)।
২০২৫ সালে দুর্গাপুজোর বিশেষ দিক হল—নবমী ও দশমীর তিথি একসঙ্গে মিলে যাওয়া। অর্থাৎ, নবমীর সন্ধ্যাতেই দশমী শুরু হবে। ফলে অনেক মণ্ডপে নবমী ও দশমীর পূজা একত্রে পালন হবে। তবে পঞ্জিকার নিয়ম মেনে প্রতিটি রীতি পালিত হবে যথাসময়ে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us