Electric Scooter Under 50 Thousand: নেই লাইসেন্স, রেজিস্ট্রেশনের ঝামেলা! ডিজাইন থেকে ফিচার বাজারে সুনামি তুলল Zelio Little Gracy ইলেকট্রিক স্কুটার।
বাজেট কম? আর এই কম বাজেটের মধ্যেই দুর্দান্ত ফিচারের একটি ইলেকট্রিক স্কুটারের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য বেস্ট অপশন Zelio Little Gracy ইলেকট্রিক স্কুটার!
ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের রমরমা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে জালিও লিটল গ্রেসি তাদের নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে। এই স্কুটারটি বিশেষ করে তাদের জন্য ডিজাইন করা হয়েছে হয়েছে যারা কম খরচে একটি স্টাইলিশ ও কার্যকরী বৈদ্যুতিক স্কুটার খুঁজছেন। কম দামে আধুনিক প্রযুক্তি এবং আকর্ষণীয় ডিজাইন এই স্কুটারটিকে বিশেষ করে তুলেছে।
Zelio Little Gracy স্কুটারটি ওজনে যেমন হালকা তেমন সহজে চালানো যায়। এটি মূলত রোজের যাতায়াতের কথা মাথায় রেখে বাজারে আনা হয়েছে। এতে রয়েছে একটি ৪৮ভোল্ট/২৪Ah লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা ফুল চার্জে প্রায় ৬০-৭০ কিমি রেঞ্জ প্রদান করে। এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় প্রায় ৪-৫ ঘণ্টা।
স্কুটারটিতে একটি শক্তিশালী ২৫০ ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা, ফলে এটি রেজিস্ট্রেশন ছাড়াই অনায়াসেই রাস্তায় স্কুটারটি চালানো যাবে।
ফিচার এর মধ্যে রয়েছে:
- এলইডি হেডল্যাম্প এবং টেইলল্যাম্প
- ডিজিটাল স্পিডোমিটার
- অ্যান্টি-থেফট অ্যালার্ম সিস্টেম
- রিমোট লকিং সিস্টেম
- রিভার্স মোড সুবিধা
- পার্কিং সুইচ
- ইউএসবি চার্জিং পোর্ট
- Anti Theft Alarm সহ সেন্ট্রাল লক
- কী-লেস ড্রাইভিং সিস্টেম
স্কুটারটিতে সামনে এবং পিছনে রয়েছে হাইড্রোলিক সাসপেনশন। পাশাপাশি, সিকিউরিটির জন্য উভয় চাকাতেই ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে।
Zelio Little Gracy-র প্রারম্ভিক দাম রাখা হয়েছে প্রায় ৫৯,০০০ টাকা (এক্স-শোরুম)। যারা কম খরচে একটি নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার খুঁজছেন, তাদের জন্য Zelio Little Gracy নিঃসন্দেহে একটি আকর্ষণীয় চয়েজ।