/indian-express-bangla/media/media_files/2025/04/10/K29ctTmcjUNVkCeT3tBX.jpg)
Elon Musk: ইলন মাস্ক।
Elon Musk, Wikipedia: এলন মাস্ক আবারও প্রযুক্তি জগতে নতুন আলোচনার জন্ম দিলেন। এবার তাঁর কোম্পানি xAI আনল Grokipedia, এক নতুন ধরনের AI-powered online encyclopedia, যা সরাসরি টক্কর দিচ্ছে Wikipedia-কে। মাস্কের দাবি, এটি হবে 'a massive improvement over Wikipedia।' মাস্কের দাবি, এখানে পক্ষপাত বা মানবজনিত ভুল থাকবে না।
Grokipedia কীভাবে কাজ করে?
Grokipedia দেখতে অনেকটা উইকিপিডিয়ার মত হলেও মূল ব্যবস্থাটা আলাদা। এখানে ব্যবহারকারীরা সরাসরি কোনও লেখা সম্পাদনা করতে পারবেন না। পরিবর্তে তাঁরা ভুল তথ্য flag করতে পারেন বা suggest edits দিতে পারেন। সব আর্টিকেলই AI দ্বারা তৈরি বা যাচাই করা এবং প্রতিটির সঙ্গে 'Fact-checked by Grok' লেবেল থাকে। সঙ্গে থাকে সর্বশেষ আপডেটের সময়ও।
আরও পড়ুন- বাজাজ পালসার এনএস ১২৫ বনাম হিরো এক্সট্রিম ১২৫আর, মাইলেজ, দামের দিক থেকে কোনটি সেরা?
Elon Musk-এর লক্ষ্য কী?
মাস্ক জানিয়েছেন, 'AI-generated encyclopedia is super important for civilisation।' তাঁর মতে, মানুষ-নির্ভর প্ল্যাটফর্মে মতাদর্শের প্রভাব থাকে। কিন্তু, Grokipedia-এর কনটেন্ট সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ও যাচাই করা, ফলে এতে রাজনৈতিক বা মতাদর্শগত পক্ষপাত থাকবে না। Grokipedia আসলে xAI-এর বড় লক্ষ্য। যার টার্গেট, 'helping humanity better understand the universe'— এর অংশ। অর্থাৎ, মানুষের জ্ঞান ও অনুসন্ধানকে সহজতর করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
আরও পড়ুন- হিরো স্প্লেন্ডার বনাম হোন্ডা শাইন: কোন বাইকটি বেশি সাশ্রয়ী? মাইলেজ পারফরমেন্সে এগিয়ে কে?
Wikipedia থেকে অনুপ্রেরণা, তবে আলাদা ধাঁচ
বর্তমানে Grokipedia-এর অনেক কনটেন্ট Wikipedia থেকে নেওয়া, যেখানে নীচে ছোট ডিসক্লেমার দেওয়া থাকে— 'Adapted from Wikipedia, licensed under Creative Commons Attribution-ShareAlike 4.0 License।' তবে মাস্ক জানিয়েছেন, ২০২৫ সালের শেষ নাগাদ Grokipedia সম্পূর্ণ নিজস্ব কনটেন্ট তৈরি করবে এবং তা আর Wikipedia-র ওপর নির্ভর করবে না।
আরও পড়ুন- জল কিনে পান করছেন? আদৌ নিরাপদ তো? কীভাবে পরীক্ষা করবেন বিশুদ্ধতা?
কত বড় এই প্রকল্প?
প্রথম দিনেই Grokipedia-তে রয়েছে প্রায় ৮,৮৫,০০০ প্লাস আর্টিকেল। xAI জানিয়েছে, এই সংখ্যা দ্রুত বাড়বে কারণ Grok AI ক্রমাগত নতুন বিষয় বিশ্লেষণ করছে। এখন পর্যন্ত Grokipedia কেবল ওয়েব ব্রাউজারে ব্যবহার করা যাচ্ছে, যদিও ভবিষ্যতে Android ও iOS অ্যাপ চালুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।
আরও পড়ুন- এক বছরের জন্য আর রিচার্জ করতে হবে না, বিরাট ঘোষণায় তোলপাড় ফেলল Jio
ভবিষ্যতে কী আসছে?
Elon Musk বলেছেন, Grokipedia হবে একটি 'dynamic knowledge system' — অর্থাৎ AI নিজেই জ্ঞান তৈরি, যাচাই ও আপডেট করবে। এটি ভবিষ্যতে Grok চ্যাটবট ও X (Twitter)-এর সঙ্গে যুক্ত হতে পারে, ফলে ব্যবহারকারীরা সরাসরি কথোপকথনের মাধ্যমে তথ্য খুঁজে পাবেন। Grokipedia ও Grok — দুটোই open-source AI প্রজেক্ট। এর মানে, ভবিষ্যতে অন্য ডেভেলপাররাও এই প্ল্যাটফর্মের সুবিধা নিতে পারবেন বিনামূল্যে।
Grokipedia নিঃসন্দেহে Wikipedia-র সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে AI-নির্ভর তথ্যভাণ্ডার কতটা নির্ভুল ও পক্ষপাতমুক্ত, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবুও Elon Musk-এর এই নতুন পদক্ষেপ প্রযুক্তির জগতে নতুন দিগন্ত খুলে দেবে বলেই মনে করা হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us