Electric cycle in India: বর্তমান যুগে পরিবেশবান্ধব ও স্মার্ট যাতায়াতের প্রয়োজনে ইলেকট্রিক সাইকেল এক নতুন সমাধান হয়ে উঠেছে। আর সেই দিশাতেই এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ভারতীয় ই-সাইকেল নির্মাতা EMotorad। তারা সম্প্রতি লঞ্চ করেছে এক অভিনব মটো-স্টাইল ই-সাইকেল— Ranger, যা দেখতে একেবারে মোটরসাইকেলের মত, কিন্তু ফুয়েল বা লাইসেন্সের কোনও ঝামেলা নেই।
ডিজাইন এবং গঠন
Ranger-এর সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর বাইক-এর মত চেহারা। এটি তৈরি হয়েছে শক্তপোক্ত high-tensile steel frame দিয়ে এবং এতে রয়েছে মোটা ২০ ইঞ্চির ফ্যাট টায়ার, যা শহরের রাস্তা হোক বা অফ-রোড ট্রেইল— সব রকম পরিবেশেই চলতে পারে।
তাছাড়া এতে আছে double-crown suspension system, যা ১২০ মিলিমিটার পর্যন্ত প্রসারিত হতে পারে, ফলে ঝাঁকুনিহীন রাইডের নিশ্চয়তা মেলে।
আরও পড়ুন- বর্ষায় গাড়িতে দুর্গন্ধ? ঘরোয়া উপায়ে চটজলদি মেটান সমস্যা
পারফরম্যান্স এবং ব্যাটারি
Ranger চলবে একটি ৪৮V ১২.৭৫Ah রিমুভেবল ব্যাটারি দিয়ে। প্যাডেল অ্যাসিস্ট মোডে এটি ৭৫ কিমি পর্যন্ত এবং শুধু থ্রটলেতে ৬০ কিমি পর্যন্ত চলতে পারে। মানে একবার চার্জেই দীর্ঘ দূরত্বে যাওয়া সম্ভব।
আরও পড়ুন- খুচরো পয়সায় এবার কিনুন প্রিমিয়াম এসি! বছরের সবচেয়ে বড় অফার
টেক ফিচার ও কনফোর্ট
-
এতে আছে Cluster C6+ ডিসপ্লে যা আপনাকে স্পিড, চার্জ, রেঞ্জ-সহ সব জরুরি তথ্য দেবে।
-
Shimano ৭-স্পিড গিয়ার থাকায় আপনি নিজের মত করে এর গতিও বদলাতে পারবেন।
-
এই যান সর্বোচ্চ ১১০ কেজি ওজনের রাইডার বইতে পারে এবং ৫.৪ ফুট বা তার বেশি উচ্চতার যে কেউ এই যান ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন- সুনামি গতিতে ছড়াচ্ছে 'মামোনা'ভাইরাস! এখুনি সাবধান হোন
লাইসেন্স এবং রেজিস্ট্রেশন ছাড়াই চালান
সবচেয়ে বড় সুবিধা হল— এটি চালাতে কোনও লাইসেন্স বা রেজিস্ট্রেশনের দরকার নেই। ফলে স্কুল-কলেজ পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী — যে কেউ ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন- Samsung -এর প্রিমিয়াম স্মার্টফোনে ৪৭ হাজারে ছাড়, বাজার কাঁপানো ধুঁয়াধার অফারে তুমুল শোরগোল
দাম কত এবং কোথা থেকে কিনবেন?
Ranger-এর মূল্য রাখা হয়েছে ৫৫,৯৯৯ টাকা। যা এর ইউনিক ফিচার অনুযায়ী বেশ কম। এটি পাওয়া যাচ্ছে EMotorad-এর অফিশিয়াল ডিলারশিপ, Amazon ও Flipkart-এ।
আরও পড়ুন- বিল গেটস না টিম কুক, কে বেশি ধনী? তুলনায় উঠে এল 'বিস্ময়কর' তথ্য
কোম্পানি যা জানাচ্ছে:
EMotorad-এর CEO কুনাল গুপ্তা বলেছেন, 'Ranger দিয়ে আমরা ই-সাইকেল প্রযুক্তির পরিধি আরও বাড়িয়ে দিচ্ছি। এটি এমন একটি পণ্য যা আরামদায়ক এবং বেশ কাজের। Ranger বাইকের মত দেখতে হলেও এটি একটি বৈদ্যুতিক যান।'
পরিবেশবান্ধব এবং স্টাইলিশ
গাড়ি বা বাইকের তুলনায় এটি অনেকটাই পরিবেশবান্ধব। তেল খরচ নেই, কার্বন নিঃসরণ নেই — তাই গ্রিন ফিউচারের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই প্রোডাক্ট। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
যাঁরা স্টাইল, পাওয়ার এবং পরিবেশের যত্ন — এই তিনটি বিষয়কেই সমান গুরুত্ব দেন, তাঁদের জন্য EMotorad Ranger হতে পারে পারফেক্ট সঙ্গী। সাইকেলের সাদামাটা ধারণাকে ছাপিয়ে এটি আপনাকে দেবে এক অনন্য ই-রাইডিং অভিজ্ঞতা।