Bill Gates vs Tim cook: বিল গেটস না টিম কুক, কে বেশি ধনী? তুলনায় উঠে এল 'বিস্ময়কর' তথ্য

Bill Gates vs Tim cook: প্রযুক্তি দুনিয়ার দুই মহীরুহ, বিল গেটস এবং টিম কুক। একজন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, যিনি কম্পিউটার প্রযুক্তিতে বিশ্বব্যাপী বিপ্লব এনেছেন। অন্যজন, অ্যাপলের বর্তমান সিইও, যিনি স্টিভ জবসের উত্তরসূরি হয়ে কোম্পানিকে নেতৃত্ব দিয়ে পৌঁছে দিয়েছেন নতুন উচ্চতায়।

Bill Gates vs Tim cook: প্রযুক্তি দুনিয়ার দুই মহীরুহ, বিল গেটস এবং টিম কুক। একজন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, যিনি কম্পিউটার প্রযুক্তিতে বিশ্বব্যাপী বিপ্লব এনেছেন। অন্যজন, অ্যাপলের বর্তমান সিইও, যিনি স্টিভ জবসের উত্তরসূরি হয়ে কোম্পানিকে নেতৃত্ব দিয়ে পৌঁছে দিয়েছেন নতুন উচ্চতায়।

author-image
IE Bangla Tech Desk
New Update
bill-gates-vs-tim-cook-net-worth-2025

বিল গেটস না টিম কুক, কে বেশি ধনী?

Bill Gates vs Tim cook:  বিল গেটস না টিম কুক, কে বেশি ধনী? তুলনায় উঠে এল বিস্ময়কর তথ্য।

Advertisment

প্রযুক্তি দুনিয়ার দুই মহীরুহ, বিল গেটস এবং টিম কুক। একজন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, যিনি কম্পিউটার প্রযুক্তিতে বিশ্বব্যাপী বিপ্লব এনেছেন। অন্যজন, অ্যাপলের বর্তমান সিইও, যিনি স্টিভ জবসের উত্তরসূরি হয়ে কোম্পানিকে নেতৃত্ব দিয়ে পৌঁছে দিয়েছেন নতুন উচ্চতায়। দুজনেই প্রযুক্তি খাতে অনস্বীকার্য অবদান রেখেছেন, তবে সম্পত্তির দিক থেকে কে এগিয়ে—তা নিয়ে সাধারণের নিয়ে কৌতূহল সর্বদাই তুঙ্গে।

বর্ষায় কত তাপমাত্রায় ফ্রিজ চালালে খাবার থাকবে ফ্রেশ একেবারে টাটকা?

Advertisment

বিল গেটস: বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি
১৯৭৫ সালে পল অ্যালেনের সঙ্গে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন বিল গেটস। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাধ্যমে গেটস বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান এবং দীর্ঘদিন বিশ্বের ধনীতম ব্যক্তি ছিলেন। যদিও বর্তমানে তিনি কোম্পানির দৈনন্দিন কার্যক্রম থেকে সরে এসেছেন, সমাজসেবামূলক কাজের দিকে মনোযোগী হয়েছেন, তবুও তার সম্পদের পরিমাণ কমেনি। বর্তমানে বিল গেটসের আনুমানিক সম্পদ ১২৫ বিলিয়ন মার্কিন ডলার, যা তাঁকে এখনও বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে স্থান করে দিয়েছে।

Google এ কোন শব্দ সার্চ করলেই চরম বিপদ? জানেন তো?

টিম কুক: অ্যাপলের সফল কর্ণধার
স্টিভ জবসের মৃত্যুর পর অ্যাপলের সিইও হিসেবে দায়িত্ব নেন টিম কুক। তার নেতৃত্বেই অ্যাপল পৌঁছায় ট্রিলিয়ন ডলারের ক্লাবে। আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল ওয়াচের মতো পণ্য বিশ্ববাজারে বিপুল জনপ্রিয়তা পায়। তবে কুকের সম্পদের বড় অংশ আসে বেতন, বোনাস এবং শেয়ার থেকে। বর্তমানে টিম কুকের মোট সম্পদ প্রায় ১.৯ বিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করা হয়।

মিড-রেঞ্জ সেগমেন্টে ঝড়! Vivo Y400 Pro 5G বনাম Nothing Phone 3a, পারফর্মেন্সে এগিয়ে কে?

কে এগিয়ে?
পরিসংখ্যান বলছে, সম্পদের দিক থেকে বিল গেটস অনেকটাই এগিয়ে টিম কুকের চেয়ে। যেখানে গেটস রয়েছেন বিলিয়নেয়ারদের শীর্ষ সারিতে, সেখানে কুক প্রভাবশালী কর্পোরেট লিডার হলেও সম্পদের দিক থেকে এখনও অনেকটা পিছিয়ে।

বর্ষায় স্মার্ট টিভিতে বিপত্তি? মেকানিক না ডেকে কীভাবে পিকচার টিউব 'ফিট' থাকবে?

Bill Gates