Split AC discount: খুচরো পয়সায় এবার কিনুন প্রিমিয়াম এসি! বছরের সবচেয়ে বড় অফার

Split AC discount: ফ্লিপকার্ট অ্যাপ্লায়েন্স সেলে চলছে দারুণ ছাড়! ৩-স্টার স্প্লিট এসি, কনভার্টিবল AC-র দামে ৫০% ছাড়ের পাশাপাশি পুরোনো এসি বদলালে মিলছে ৫১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস।

Split AC discount: ফ্লিপকার্ট অ্যাপ্লায়েন্স সেলে চলছে দারুণ ছাড়! ৩-স্টার স্প্লিট এসি, কনভার্টিবল AC-র দামে ৫০% ছাড়ের পাশাপাশি পুরোনো এসি বদলালে মিলছে ৫১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস।

author-image
IE Bangla Tech Desk
New Update
Split AC discount

Split AC discount: ফ্লিপকার্ট এসি সেল ২০২৫।

Split AC discount: খুচরো পয়সায় এবার কিনুন প্রিমিয়াম এসি! বছরের সবচেয়ে বড় অফার, ডিসকাউন্টে মিলছে এসি। এই সুযোগে বড় বড় কোম্পানির স্প্লিট এসি কিনুন খুচরো পয়সায়। এই সুযোগ পাবেন অনলাইন স্টক ক্লিয়ারেন্স থাকা অবধি। এসির পাশাপাশি ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ফ্যান, ওয়াটার পিউরিফায়ারের মত জিনিসও সেলে সস্তায় পাওয়া যাবে। এই ডিলের আওতায় খুব কম দামে এসি পাবেন। চলুন দেখে নিই, কোন এসি কত কম দামে পাবেন।

Advertisment

সেল চলছে

আরও পড়ুন- এই প্রাণীর সারা শরীরে শত শত চোখ! চেনেন এই প্রাণীকে?

Advertisment

বর্তমানে ফ্লিপকার্ট অ্যাপ্লায়েন্সেসের বোনানজা সেল চলছে। এই সেলে গ্রাহকরা টিভি এবং অন্যান্য জিনিসপত্র পাবেন ৭৫% ছাড়ে। আর, যদি কেনাকাটা এইচডিএফসি (HDFC)-র কার্ডে করেন, তাহলে তৎক্ষণাৎ ১০% ছাড় পাবেন। এই সেলে ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ফ্যান, ওয়াটার পিউরিফায়ারের মত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তবে, ক্রেতাদের বেশি আগ্রহ রয়েছে এসি-তে। চলুন, দেখে নেওয়া যাক- কোন এসি কত দামে পাবেন।

আরও পড়ুন- দিনে কতগুলি ডিম খাওয়া নিরাপদ? জেনে নিন, ঠিক কী বলছেন বিশেষজ্ঞ

৩ স্টার স্প্লিট ইনভার্টার ৫ ইন ১ কনভার্টিবল উইথ টার্বো কুল টেকনোলজি এসি ৫১% ছাড়ে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। অফারে এই এসি ৪৮,৯৯৯ টাকার বদলে ২৩,৯৯০ টাকায় পাবেন। এই এসির ওপর অনেক ধরনের ব্যাংক অফারও দেওয়া হচ্ছে। পাশাপাশি, আপনার কাছে ভালো অবস্থায় পুরোনো এসি থাকলে, তা এক্সচেঞ্জ করে ৫,১০০ টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন। 

আরও পড়ুন- রাসায়নিক ছাড়াই মাত্র ৫ মিনিটে পাকা করুন কালো, পান ঝলমলে চুল!

ফ্লিপকার্ট (Flipkart) সেলে Godrej 2025 মডেল 5-ইন-1-কনভার্টেবল কুলিং 1.4 টন 3 স্টার স্প্লিট ইনভার্টার এসি পাওয়া যাচ্ছে ৩১% পর্যন্ত ছাড়ে। এই এসিটি ৪৩,৯০০ টাকার বদলে এবার কেনা যাবে ২৯,৯৯০ টাকায়। এক্সচেঞ্জ অফারে, নতুন এসি ৫,১০০ টাকা ছাড়ে কেনা যাবে। সঙ্গে, বিভিন্ন ধরনের ব্যাংক অফারও মিলবে।

আরও পড়ুন- গ্রীষ্ম বা বর্ষাকালে দই খাওয়ার সেরা সময় কোনটা? কীভাবে মিলবে উপকার?

মোটোরোলা (MOTOROLA) 2025 2 টন 3 স্টার স্প্লিট ইনভার্টার এক্সপ্যান্ডেবল 7-ইন-1 কনভার্টেবল উইথ র‍্যাপিড কুল টেকনোলজি এসি ফ্লিপকার্ট থেকে এখন কেনা যাবে ৪৭% ছাড়ে। এই এসিটির প্রকৃত দাম ৭৩,৯৯৯ টাকা। তবে অফারের আওতায় সেটাই এখন কেনা যাবে ৩৮,৯৯০ টাকায়। পাশাপাশি বিভিন্ন অ্যাক্সিস ব্যাংক কার্ডেও ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া, যদি আপনি পুরোনো এসি বদলাতে চান, তাহলে ৫,১০০ টাকার অতিরিক্ত ছাড় পাবেন।

Ac Split discount