/indian-express-bangla/media/media_files/2025/07/24/steve-jobs-daughter-wedding-2025-07-24-18-55-46.jpg)
বিয়ের আসরে বসতে চলেছেন প্রয়াত অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভ জবস
Steve Jobs daughter wedding: বিয়ের আসরে বসতে চলেছেন প্রয়াত অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভ জবস।পাত্র ব্রিটিশ অলিম্পিয়ান ও খ্যাতনামা ইকুয়েস্ট্রিয়ান হ্যারি চার্লস। রাজকীয় বিয়েতে খরচ হতে চলেছে ৬.৭ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৫৬ কোটি টাকা। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে তাঁদের প্রেম শুরু এবং সেখান থেকেই শুরু হয় এক রূপকথার গল্প।
এসি সার্ভিসিংয়ের নামে ভয়ঙ্কর প্রতারণা! কীভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে?
কে ইভ জবস?
১৯৯৮ সালের ৯ জুলাই ক্যালিফোর্নিয়ার পালো অল্টোতে জন্ম ইভের। স্টিভ জবসের চার সন্তানের মধ্যে তিনি সবচেয়ে ছোট। ইভ নিজেও একজন প্রশিক্ষিত ইকুয়েস্ট্রিয়ান এবং ২০২১ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। একইসঙ্গে তিনি পেশাদার মডেল হিসেবেও নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন।
ইভ জবসের ক্যারিয়ার ও সম্পত্তি
ইভ জবসের বর্তমান আনুমানিক সম্পত্তির পরিমাণ $৫ লাখ থেকে $১০ লাখ ডলারের মধ্যে, যা মূলত মডেলিং ও ইকুয়েস্ট্রিয়ান পেশা থেকে আয় করেছেন। তাঁর বাবা স্টিভ জবসের মৃত্যুকালে সম্পদ ছিল $১০.২ বিলিয়ন। এছাড়া সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ড পার্টনারশিপ, স্পনসর্ড কনটেন্ট এবং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও প্রায় ৭০,০০০ থেকে ৯৫,০০০ ডলার পর্যন্ত আয় করেন।তার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ৪ লাখ ৮ হাজারের বেশি।
কে হ্যারি চার্লস?
হ্যারি চার্লস (জন্ম ১৯৯৯) একজন ব্রিটিশ অলিম্পিয়ান শো জাম্পার, যিনি টোকিও ২০২০ অলিম্পিকসহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তাঁর বাবা পিটার চার্লস ২০১২ অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন। অর্থাৎ হ্যারিও এক ইকুয়েস্ট্রিয়ান পরিবার থেকেই উঠে এসেছেন।
সোশ্যাল মিডিয়া ও প্রেমের গল্প
ইভ জবসের ইনস্টাগ্রাম প্রোফাইল তাঁর জীবনধারা, ফ্যাশন এবং ইকুয়েস্ট্রিয়ান প্রতিযোগিতার মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। সম্প্রতি হ্যারি চার্লসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবিগুলো ভাইরাল হয়েছে, যা ভক্তদের মধ্যে বিয়ে নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।