এভাবেও ফেসবুক থেকে টাকা উপার্জন সম্ভব? সিক্রেট এই পদ্ধতি ৯৯%মানুষেরই অজানা

আজকাল ফেসবুক কেবলমাত্র বন্ধুদের সঙ্গে যোগাযোগ, ছবি বা ভিডিও শেয়ারের মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং এটি হয়ে উঠেছে আয়ের এক বড় সুযোগ।

আজকাল ফেসবুক কেবলমাত্র বন্ধুদের সঙ্গে যোগাযোগ, ছবি বা ভিডিও শেয়ারের মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং এটি হয়ে উঠেছে আয়ের এক বড় সুযোগ।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

সিক্রেট এই পদ্ধতি ৯৯%মানুষেরই অজানা

আজকাল ফেসবুক কেবলমাত্র বন্ধুদের সঙ্গে যোগাযোগ, ছবি বা ভিডিও শেয়ারের মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং এটি হয়ে উঠেছে আয়ের এক বড় সুযোগ। বিশেষজ্ঞদের মতে, সঠিক কৌশল ও নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে ঘরে বসেই ফেসবুক থেকে বিরাট পরিমাণে অর্থ উপার্জন করা সম্ভব। শুধু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর  বা সেলিব্রিটিরাই নয়, সাধারণ ব্যবহারকারীরাও তাদের প্রতিভা ও আগ্রহের মাধ্যমে এই প্ল্যাটফর্ম থেকে আয় করতে পারেন।

Advertisment

আরও পড়ুন- জলের দরে পাচ্ছেন দুর্দান্ত স্মার্টফোন, কোনটি কিনবেন? বেছে নিন এখানে

ফেসবুক এখন একটি ডিজিটাল মার্কেটপ্লেস এবং কন্টেন্ট তৈরির মূল প্ল্যাটফর্মে পরিণতি হয়েছে । ভিডিও তৈরি, অনুপ্রেরণামূলক বক্তব্য, প্রযুক্তিগত পর্যালোচনা, রান্না, ভ্রমণ কিংবা বিনোদনমূলক কন্টেন্ট—যে কোনও প্রতিভাই ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করা যায়। নিয়মিত ভালো কন্টেন্ট আপলোড এবং সেই সঙ্গে ফলোয়ার বাড়লে করলে ব্যবহারকারীরা ফেসবুক পার্টনার প্রোগ্রামের অংশ হতে পারেন, যেখানে ভিডিওতে প্রদর্শিত বিজ্ঞাপনের মাধ্যমেই আয় করা সম্ভব।

Advertisment

বর্তমানে ফেসবুক বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে রিল কন্টেন্টে। ছোট ও আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে লাখো মানুষের কাছে পৌঁছানো সম্ভব। রিল মনিটাইজেশন প্রোগ্রামের আওতায় ভিডিওর ভিউ এবং বিজ্ঞাপনের ভিত্তিতে নির্মাতারা অর্থ পান। সৃজনশীল ও অনন্য কন্টেন্ট থাকলে এখান থেকে উল্লেখযোগ্য আয় সম্ভব।

আরও পড়ুন-সাবধান! এই ৫টি জিনিস ভুলেও মাইক্রোওয়েভে রাখবেন না, মুহূর্তে ঘটতে পারে বিস্ফোরণ

এছাড়া ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমেও আয়ের সুযোগ রয়েছে। কোনও ই-কমার্স সাইট বা কোম্পানির পণ্যের লিঙ্ক শেয়ার করলে এবং সেই লিঙ্ক থেকে ক্রয় সম্পন্ন হলে ব্যবহারকারী কমিশন পান। মার্কেটিং ও প্রচারে দক্ষদের জন্য এটি কার্যকর উপায়। একইসঙ্গে, হাতে তৈরি জিনিসপত্র, পোশাক বা উপহার সামগ্রী বিক্রির জন্য ফেসবুক মার্কেটপ্লেস একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম, যেখানে সরাসরি গ্রাহকের কাছে পৌঁছানো যায়।

ফলোয়ার বাড়ার সঙ্গে সঙ্গে ব্র্যান্ডগুলিও যোগাযোগ শুরু করে এবং পণ্য বা পরিষেবা প্রচারের বিনিময়ে কন্টেন্ট নির্মাতারা ভালো অঙ্কের অর্থ পান। ফলে বলা যায়, কন্টেন্ট নির্মাতা, মার্কেটিং বিশেষজ্ঞ বা ছোট ব্যবসায়ী—সবাই ফেসবুকের মাধ্যমে উপার্জনের সুযোগ পেতে পারেন। এর জন্য প্রয়োজন কেবল ধারাবাহিকতা, সৃজনশীলতা এবং নিয়মিত যুক্ত থাকা।

Facebook