Smartphone Under 20,000: বাজেট ২০ হাজার? দেখে নিন 'পুজো স্পেশ্যাল অফারে' সেরা স্মার্টফোনের চোখধাঁধানো তালিকা

Smartphone Under 20,000: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ ২০২৫ ও অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে ২০ হাজার টাকার মধ্যে কোন স্মার্টফোন কিনবেন? সেরা অফার দেখে নিন।

Smartphone Under 20,000: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ ২০২৫ ও অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে ২০ হাজার টাকার মধ্যে কোন স্মার্টফোন কিনবেন? সেরা অফার দেখে নিন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Best smartphone

Best smartphone: সেরা স্মার্টফোন।

Smartphone Under 20,000: ভারতের সবচেয়ে বড় দুই ই-কমার্স সেল মানেই ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ (Big Billion Days) আর অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল (Great Indian Festival)। প্রতিবছরই এই সেলগুলিতে স্মার্টফোন কেনার হিড়িক পড়ে যায়। এ বছরও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ২০,০০০ টাকার মধ্যে প্রচুর মডেল পাওয়া যাচ্ছে দারুণ দামে। চলুন দেখে নেওয়া যাক ফ্লিপকার্ট ও অ্যামাজনের অফারগুলো।

Advertisment

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ ২০২৫-এ একাধিক ব্র্যান্ড তাদের ফোনের দাম কমিয়েছে। এখানে কিছু উল্লেখযোগ্য ডিল হল- Samsung Galaxy A35 – ১৭,৯৯৯ টাকা, Tecno Pova 7 Pro – ১৭,৪৯৯ টাকা, vivo T4R – ১৭,৯৯৯ টাকা, vivo T4 – ১৮,৯৯৯ টাকা, Infinix GT 30 – ১৫,৯৯৯ টাকা, Motorola G86 Power – ১৫,৯৯৯ টাকা। ফ্লিপকার্টে স্যামসাং, ভিভো এবং ইনফিনিক্সের ফোন বিশেষভাবে সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন- দুর্গাপুজোয় মহাষ্টমীর বিরাট গুরুত্ব, কবে দুর্গাষ্টমী? জানুন বিস্তারিত

Advertisment

অন্যদিকে অ্যামাজনও বেশ কিছু জনপ্রিয় ফোন দারুণ অফারে দিচ্ছে। যেমন iQOO Z10R 5G পাওয়া যাচ্ছে ১৭,৪৯৯ টাকায়। OnePlus Nord CE 4 Lite 5G পাওয়া যাচ্ছে ১৪,৯৯৯ টাকায়। Realme Narzo 80 Pro 5G পাওয়া যাচ্ছে ১৬,৪৯৯ টাকায়। OnePlus Nord CE 4 পাওয়া যাচ্ছে ১৮,৪৯৯ টাকায়। Samsung Galaxy M36 5G পাওয়া যাচ্ছে ১৩,৯৯৯ টাকায়। Redmi Note 14 5G – পাওয়া যাচ্ছে ১৫,৯৯৯ টাকায়। iQOO Z10 5G পাওয়া যাচ্ছে ১৮,৯৯৯ টাকায়। Redmi 15 5G পাওয়া যাচ্ছে ১৪,৯৯৯ টাকায়। অ্যামাজনে OnePlus ও iQOO সিরিজ বেশ বড় ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন- নবরাত্রির এই সব তিথিতে কেনাকাটা করলেই চমকাবে কপাল! জানুন দিনগুলো

১০,০০০ টাকার নীচেও মিলছে দুর্দান্ত ডিল। কম বাজেটের ক্রেতাদের জন্যও Flipkart ও Amazon দুটি প্ল্যাটফর্মেই অসাধারণ অফার আছে। ফ্লিপকার্ট Poco M7 পাওয়া যাচ্ছে ৬,৪৯৯ টাকায়। Poco C71 পাওয়া যাচ্ছে ৬,২৯৯ টাকায়। Realme C61 পাওয়া যাচ্ছে ৬,২৪৯ টাকা। Realme P3 Lite – পাওয়া যাচ্ছে ৭,৪৯৯ টাকায়। Poco C75 পাওয়া যাচ্ছে ৭,৩৯৯ টাকায়। Infinix Hot 60i পাওয়া যাচ্ছে ৭,৯৯৯ টাকায়। Samsung Galaxy F05 পাওয়া যাচ্ছে ৬,২৪৯ টাকায়। 

আরও পড়ুন- নবরাত্রিতে জন্ম নেওয়া শিশুর ভাগ্য কেমন? কী বলছে জ্যোতিষশাস্ত্র, জানুন বিস্তারিত!

অ্যামাজনে Samsung Galaxy M05 পাওয়া যাচ্ছে ৬,২৪৯ টাকায়। Samsung Galaxy F07 পাওয়া যাচ্ছে ৮,৪৯৯ টাকায়। AI+ Pulse পাওয়া যাচ্ছে ৪,৪৯৯ টাকায়। vivo T4 Lite পাওয়া যাচ্ছে ৮,৯৯৯ টাকায়। Alcatel V3 Classic 5G পাওয়া যাচ্ছে ৬,৪৯৯ টাকায়। যাঁরা লো-রেঞ্জ ফোন খুঁজছেন তাদের জন্য এগুলি ভীষণ লাভজনক ডিল।

আরও পড়ুন- তিনি ভারতে নবজাগরণের অগ্রদূত, ব্রিটিশ পার্লামেন্টেও বক্তব্য রেখেছিলেন রামমোহন

কোন প্ল্যাটফর্ম থেকে কিনবেন? বাজেট ফ্রেন্ডলি ফোন চাইলে Flipkart, OnePlus বা iQOO প্রিমিয়াম মিডরেঞ্জ মডেল চাইলে Amazon, Samsung এর বেস্ট অফার চাইলে, দুই প্ল্যাটফর্মেই দাম তুলনা করে নিন। মোট কথা, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ ২০২৫ এবং অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৫—দুটোই সেরা অফার দিচ্ছে। তবে কোন প্ল্যাটফর্ম থেকে কেনা উচিত তা নির্ভর করছে আপনার বাজেট ও পছন্দের ব্র্যান্ডের ওপর। ২০,০০০ টাকার মধ্যে Samsung, Redmi, OnePlus, iQOO, Realme সহ সব বড় ব্র্যান্ডের ফোন এখন দারুণ সেলে পাওয়া যাচ্ছে।

best smartphone