/indian-express-bangla/media/media_files/2025/09/17/facebook-monetization-rules-2025-09-17-13-48-22.jpg)
Facebook monetization rules: ফেসবুক থেকে অর্থ রোজগারের কায়দা জানুন।
Facebook monetization rules: আজকের দিনে ফেসবুক কেবল বিনোদনের জায়গা নয়, বরং উপার্জনের বড় একটি মাধ্যম। তবে অনেকেরই প্রশ্ন – ১০০০ ফলোয়ার্স হলেই কি টাকা আসতে শুরু করে? এর উত্তর হল, না। শুধুমাত্র ফলোয়ার সংখ্যাই যথেষ্ট নয়, বরং নির্দিষ্ট নিয়ম ও শর্ত পূরণ করতে হয়।
ফেসবুক বা মেটা তাদের Meta for Creators প্রোগ্রামের মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দেয়। এর মধ্যে রয়েছে- ভিডিওর মধ্যে বিজ্ঞাপন চালিয়ে আয়। বিশ্বস্ত দর্শকরা মাসিক সাবস্ক্রিপশন দিয়ে এক্সক্লুসিভ কনটেন্ট দেখতে পারেন। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করে ভিডিও বা পোস্টে প্রোমোশন করে আয়। নির্বাচিত ক্রিয়েটরদের তাঁদের রিলস পারফরম্যান্স অনুযায়ী মাসিক বোনাস দেওয়া হয়।
আরও পড়ুন- ঘুরতে, ব্লগিং করতে ভালোবাসেন? সেরা এই ৫ স্মার্ট ক্যামেরাই আপনার কাছের সঙ্গী
ইন-স্ট্রিম বিজ্ঞাপন থেকে আয়
মনে রাখতে হবে, ইন-স্ট্রিম বিজ্ঞাপন থেকে আয় করতে চাইলে আপনাকে কমপক্ষে ১০,০০০ ফলোয়ার্স রাখতে হবে। শেষ ৬০ দিনে ভিডিও দেখার সময় ৬০,০০০ মিনিট হতে হবে। কনটেন্ট অবশ্যই ফেসবুক কমিউনিটি গাইডলাইনস এবং মোনেটাইজেশন পলিসি (Facebook Community Guidelines ও Monetization Policy) অনুযায়ী হতে হবে। তবে একথা মাথায় রাখবেন যে, মাত্র ১০০০ ফলোয়ার্স থাকলেই ফেসবুক আপনাকে টাকা দেবে না। তবে এর মানে এই নয় যে উপার্জন সম্ভব নয়। যদি আপনার কনটেন্ট ভাইরাল হয় বা রিচ বেশি থাকে, তাহলে আপনি ব্র্যান্ড স্পনসরশিপ থেকে আয় করতে পারেন। কিন্তু অফিশিয়াল বিজ্ঞাপন বা বোনাস প্রোগ্রাম অ্যাক্টিভ হবে না।
আরও পড়ুন- Apple লঞ্চ করল ম্যাকবুক এয়ার 4, এত স্মুথ কল্পনাও করতে পারবেন না, আর দাম?
বর্তমানে ফেসবুক রিলস বোনাস প্রোগ্রাম (Reels Bonus Program) চালু করেছে। এখানে মেটা নিজে থেকে কিছু ক্রিয়েটরকে আমন্ত্রণ জানায়। আমন্ত্রিত ক্রিয়েটররা তাঁদের রিলের ভিউ এবং এনগেজমেন্ট অনুযায়ী বোনাস পান। যদিও সবাই এতে অন্তর্ভুক্ত নন, তবে ভবিষ্যতে আরও বেশি ক্রিয়েটর এই সুযোগ পেতে পারেন। এছাড়া আপনার যদি একজন বিশ্বস্ত দর্শকগোষ্ঠী থাকে, তাহলে তাঁদের জন্য আলাদা কনটেন্ট তৈরি করে সাবস্ক্রিপশন চালু করতে পারেন। দর্শকরা মাসিক ফি দিয়ে আপনার এক্সক্লুসিভ পোস্ট দেখতে পাবেন।
আরও পড়ুন- পুজোর মুখেই বাম্পার অফার! অবিশ্বাস্য কমে কিনুন স্মার্ট টিভি, বাড়িতেই পান সিনেমা হলের অনুভূতি
মোদ্দা কথা, ফেসবুকে আয় করতে শুধু ১০০০ ফলোয়ার্সই যথেষ্ট নয়। আপনার প্রয়োজন ধারাবাহিক কনটেন্ট, বেশি এনগেজমেন্ট, এবং ফেসবুকের নিয়ম মেনে চলা। যাঁরা ধৈর্য ধরে মানসম্মত কনটেন্ট তৈরি করছেন, তাঁদের জন্য ফেসবুক একটি দুর্দান্ত আয়ের মাধ্যম হয়ে উঠতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us