Advertisment

লোগো বদলে ফেলল ফেসবুক, আপনি দেখেছেন?

সম্প্রতি বদলে গেল কোম্পানির লোগো। আগামী সপ্তাহ  থেকে সেই লোগো দেখতে পারবেন ইউজাররা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সোমবার নতুন লোগো নিয়ে এল ফেসবুক। আগামী সপ্তাহ  থেকে সেই লোগো দেখতে পারবেন ইউজাররা।

Advertisment

উল্লেখ্য, মোবাইলে বা ওয়েবসাইটে ফেসবুক অ্যাপের যে লোগো ইউজাররা দেখে থাকেন সেই একই লোগোই থাকছে। তাহলে বদল কোথায়? ফেসবুক সোশাল মিডিয়ার পাশাপাশি বর্তমানে একটা প্রকান্ড ব্যবসায়িক কোম্পানি হয়ে উঠেছে। সম্প্রতি বদলে গেল কোম্পানির লোগো। বলা যেতে পারে, লোগো মারফত ফেসবুক সোশাল মিডিয়া থেকে ফেসবুক সংস্থাকে আলাদা করে চেনা যাবে।

আরও পড়ুন: কোড সহ রিচার্জ করুন, জিওতে মিলবে ৫০ টাকার ছাড়, দিতে হবে না ছয় পয়সা

publive-image ফেসবুকের নতুন লোগো

আরও পড়ুন: দিন দুয়েক পর লঞ্চ হবে ১০৮ মেগাপিক্সেলের ‘এম আই নোট টেন’

নতুন লোগো দেখতে পারবেন ফেসবুকের বিজনেস ওয়েবসাইটে। জুন মাস থেকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে যুক্ত হয়েছে ''from Facebook'' ‌অ্যাপলিকেশন। হোয়াটস‌অ্যাপে স্টোরিতে যা শেয়ার করবেন তা সরাসরি ফেসবুকেও শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার সর্বপ্রথম ইনস্টাগ্রামে নিয়ে আসে ফেসবুক।

Read the full story in English

Whatsapp instagram Facebook
Advertisment