Advertisment

নতুন ফিচার, টাকা পয়সার লেনদেন এখন ফেসবুক হোয়াটসঅ্যাপে

পেমেন্ট অপশন নিজের প্রোফাইলে রাখবেন কিনা সেটি ইউজারের ওপরই ছেড়ে রাখবে ফেসবুক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফেসবুকে নতুন ফিচার। পেমেন্ট পরিষেবা নিয়ে আসছে কোম্পানি। সেই একই পরিষেবা থাকবে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামেও। সম্প্রতি আপডেটের কারণে এই ফিচার এসেছে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপে। ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে পেমেন্ট ফিচার কবে আসবে সে বিষয়ে কোনো তথ্য় প্রকাশ করেনি এই মার্কিন জায়েন্ট সংস্থা।

Advertisment

এখন থেকে হোয়াটসঅ্যাপে বিটা ভার্সনে এই পেমেন্ট ফিচার পরীক্ষামূলক ভাবে দেখা হবে। এটি হবে 'UPI-based service'। সম্প্রতি গোপনত্ব বজায় রাখার বিষয়টি এই মুহূর্তে ক্ষতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: গ্রাহকদের সুবিধা দিতে রিচার্জ প্ল্যান আপডেট করল বিএসএনএল

পেমেন্ট অপশন নিজের প্রোফাইলে রাখবেন কিনা সেটি ইউজারের ওপরই ছেড়ে রাখবে ফেসবুক। ফেসবুক পে সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য সংযুক্ত করবেন তা আপনার ব্যক্তিগত। পরবর্তীকালে অনলাইন শপিং এর ক্ষেত্রে পেমেন্ট অপশন হিসেবে ফেসবুক পে বেছে নিতে পারবেন আপনি।

আরও পড়ুন: ভোডাফোনের রিচার্জ প্ল্যানে অফুরন্ত সুযোগ সুবিধা

পেমেন্ট সার্ভিসের জন্য ফেসবুক PayPal, Stripe, সহ আরও বেশ কিছু সংস্থার সঙ্গে গাঁটছড়া বেধেছে। লিবরা নেটওয়ার্কে মাধ্যমে লেনদেন প্রক্রিয়া চলবে। তবে এখনও ভারতে চালু হয়নি। মার্কিন রাজ্যে সদ্য চালু হয়েছে ফেসবুক পেমেন্ট।

Read the full story in English

Whatsapp Facebook
Advertisment