ফিফা ফ্র্যাঞ্চাইজির FIFA 20 ভিডিও গেমটিতে ভারতের মানচিত্রে বড়সড় ভুল যা মেনে নিতে পারছেন না ভারতীয় নেটিজেনরা। বেজায় চটে গেছেন তাঁরা। ভারতের মানচিত্র থেকে বাদ দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীর। ইচ্ছাকৃত নাকি অজান্তে তা নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনদের একাংশ।
ভূস্বর্গ ছাড়াই ভারতের মানচিত্র প্রকাশ করেছে গেমের সংস্থা। এই ভুল নাকি তারা বছর বছর করে আসছে আজও তার সংশোধন করেনি। শুধু পাক অধিকৃত নয়, গোটা জম্মু ও কাশ্মীরই নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। যা নিয়ে রীতিমত শোরগোল বেঁধে গেছে নেটপাড়ায়।
আরও পড়ুন: পুজোর আগে বিএসএনএল’র উপহার, বাড়ল ডেটা
গত সপ্তাহের শুক্রবার, ঋষি আলওয়ানি নামের এক ইউজার তার প্রোফাইলে FIFA20 গেমের অন্তর্ভুক্ত ভারতের মানচিত্র শেয়ার করেছেন।
আরও পড়ুন: পুজোর আগে কম দামের ধামাকাদার রেডমি ফোন
সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ছড়িয়েছে FIFA20 গেমের অংশ কিনা তার সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। উল্লেখ্য, ভারতের মানচিত্র বিকৃত করা বেআইনি।