/indian-express-bangla/media/media_files/2025/08/16/cats-2025-08-16-15-22-16.jpg)
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আইফোনে এবার বড়সড় ছাড় নিয়ে হাজির ফ্লিপকার্ট
Apple iphone 16 pro: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আইফোনে এবার বড়সড় ছাড় নিয়ে হাজির ফ্লিপকার্ট। চলতি Flipkart Freedom Sale–এ অ্যাপলের সর্বশেষ ফ্ল্যাগশিপ সিরিজ iPhone 16 Pro ও iPhone 16 Pro Max-এর দামে পেয়ে যান বিরাট ডিসকাউন্ট।
এই ভুল করলেই বিকল হবে সাধের এসি মেশিন, লাইফ টাইম চাঙ্গা থাকবে কম্প্রেসার জানেন কী করবেন?
কতটা কমলো দাম?
iPhone 16 সিরিজ গত বছরই বাজারে এসেছিল। সাধারণ মডেলের থেকে বেশি ফিচার সমৃদ্ধ Pro ও Pro Max ভার্সন এবার ছাড়ে মিলছে।
iPhone 16 Pro (128GB): আগের দাম ছিল ১,১৯,৯০০ টাকা।
ফ্লিপকার্ট সেলে মিলছে মাত্র ১,০৪,৯০০ টাকা-তে। ছাড়ের পরিমাণ ১৫,০০০ টাকা।
iPhone 16 Pro Max (256GB): এই আইফোন মডেলের দাম ১,৪৪,৯০০ টাকা। সেল চলাকালীন দাম নেমে দাঁড়িয়েছে ১,২৪,৯০০-তে। ছাড়ের পরিমাণ ২০,০০০ টাকা।
ফিচারে কী থাকছে?
দুই মডেলেই থাকছে Apple A18 Pro চিপ, টাইটানিয়াম ফিনিশ, ProMotion ডিসপ্লে, এবং উন্নত ক্যামেরা। পার্থক্য মূলত আকার ও ব্যাটারিতে। iPhone 16 Pro Max-এ রয়েছে বড় ডিসপ্লে ও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ। অন্যদিকে, iPhone 16 Pro তুলনামূলকভাবে হালকা ও কমপ্যাক্ট।
কোনটা কিনবেন?
অ্যাপলপ্রেমীদের জন্য এটাই iPhone 16 সিরিজে লঞ্চের পর থেকে সবচেয়ে বড় অফিশিয়াল ছাড়।
যারা তুলনামূলক কম দামে প্রিমিয়াম অভিজ্ঞতা চান, তাদের জন্য iPhone 16 Pro (১,০৪,৯০০ টাকা) সেরা চয়েস।
বড় স্ক্রিন ও দীর্ঘ ব্যাটারি চান, তাদের জন্য iPhone 16 Pro Max (১,২৪,৯০০টাকা) উপযুক্ত।
সুতরাং, যদি বাজেট একটু কম হয় এবং হাতে হালকা ফোন চান, তবে iPhone 16 Pro মডেলটিও হতে পারে আপনার জন্য দুর্দান্ত। কিন্তু বড় স্ক্রিন ও পারফরম্যান্সে কোনও কম্প্রোমাইজ না চাইলে Pro Max-ই সেরা অপশন।