Advertisment

বাজার কাঁপাতে স্যামসাং লঞ্চ করতে চলেছে 'হাই বাজেটে'র ফোন, ঘোষিত হল দিনক্ষণ

সমালোচক মহলে উঠে এসেছে একাধিক নাম, Galaxy S20/S11 Lite, Galaxy S20 Plus/ Galaxy S11, and Galaxy S20 Ultra/ S11 Plus।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাজার গরম করা ফোন লঞ্চের দিন ঘোষণা করল স্যামসাং। ইতিমধ্যেই ফোনের বাজারে ফিচার ও স্পেসিফিকেশনে তাক লাগিয়ে দিয়েছে স্যামসাং এর আপকামিং ফোন। গ্যালাক্সি "S" সিরিজের ফোন নিয়ে আসছে কোম্পানি। ১১ ফেব্রুয়ারি লঞ্চ হবে ফোনটি। তবে ফোনটির নাম কী হবে তা নিয়ে এখনও অনিশ্চিয়তা রয়েছে। তবে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী "Galaxy S11/Galaxy S20 series, Galaxy Fold 2" লঞ্চ হতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Advertisment

আরও পড়ুন: ১০৮ এমপিতে ছবি তোলা যাবে স্যামসাং ফোনের ক্যামেরায়

আপনি যদি স্যামসাং এর আপকামিং ফোনের ফিচার স্পেসিফিকেশন ও দাম জানতে আগ্রহী হন তাহলে, ১১ ফেব্রুয়ারি অফিসিয়াল ওয়েবসলাইট http://www.samsung.com এ দেখতে পারবেন ফোন লঞ্চের লাইভ স্ট্রিমিং। প্রত্যেক বছরই স্যামসাং তার 'হাই বাজেটে'র ফোন লঞ্চ করে। বিশেষজ্ঞরা মনে করছেন, ফোন লঞ্চের বেশ কিছুদিন আগে থেকে যে হারে ওয়াকিবহাল ও ফোন প্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে তাতে ভারতের বাজারে যে তাক লাগাবে নয়া ফোন, তা নিঃসন্দেহ বলা যায়।

আরও পড়ুন: ৩১ ডিসেম্বর, হোয়াটসঅ্যাপে বিপুল মেসেজ আদানপ্রদান! সংখ্যা জানলে চমকে যাবেন

আরও পড়ুন: দুর্দান্ত খবর! একবার রিচার্জ করলে আনলিমিটেড তিন মাস ও কয়েক লক্ষ টাকার জীবন বিমা

S10 এর সফল ব্যবসার পর Galaxy S20 বা S11 নামে আসতে পারে পরবর্তী ফোন। তবে এ বিষয়ে কোনো টু শব্দও করেনি সংস্থা। তবে সমালোচক মহলে উঠে এসেছে একাধিক নাম, Galaxy S20/S11 Lite, Galaxy S20 Plus/ Galaxy S11, and Galaxy S20 Ultra/ S11 Plus।

Read the full story in English

smartphone samsung
Advertisment