বাজার গরম করা ফোন লঞ্চের দিন ঘোষণা করল স্যামসাং। ইতিমধ্যেই ফোনের বাজারে ফিচার ও স্পেসিফিকেশনে তাক লাগিয়ে দিয়েছে স্যামসাং এর আপকামিং ফোন। গ্যালাক্সি "S" সিরিজের ফোন নিয়ে আসছে কোম্পানি। ১১ ফেব্রুয়ারি লঞ্চ হবে ফোনটি। তবে ফোনটির নাম কী হবে তা নিয়ে এখনও অনিশ্চিয়তা রয়েছে। তবে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী "Galaxy S11/Galaxy S20 series, Galaxy Fold 2" লঞ্চ হতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
আপনি যদি স্যামসাং এর আপকামিং ফোনের ফিচার স্পেসিফিকেশন ও দাম জানতে আগ্রহী হন তাহলে, ১১ ফেব্রুয়ারি অফিসিয়াল ওয়েবসলাইট http://www.samsung.com এ দেখতে পারবেন ফোন লঞ্চের লাইভ স্ট্রিমিং। প্রত্যেক বছরই স্যামসাং তার 'হাই বাজেটে'র ফোন লঞ্চ করে। বিশেষজ্ঞরা মনে করছেন, ফোন লঞ্চের বেশ কিছুদিন আগে থেকে যে হারে ওয়াকিবহাল ও ফোন প্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে তাতে ভারতের বাজারে যে তাক লাগাবে নয়া ফোন, তা নিঃসন্দেহ বলা যায়।
S10 এর সফল ব্যবসার পর Galaxy S20 বা S11 নামে আসতে পারে পরবর্তী ফোন। তবে এ বিষয়ে কোনো টু শব্দও করেনি সংস্থা। তবে সমালোচক মহলে উঠে এসেছে একাধিক নাম, Galaxy S20/S11 Lite, Galaxy S20 Plus/ Galaxy S11, and Galaxy S20 Ultra/ S11 Plus।