Airtel prepaid plans under Rs 500:৫০০ টাকার নিচে সেরা এয়ারটেল প্রিপেইড প্ল্যান, ধামাকা অফারে জিও-কে টেক্কা

Airtel prepaid plans under Rs 500: এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। ৫০০ টাকার মধ্যে একাধিক ওটিটি (OTT) সুবিধাসহ প্রিপেইড রিচার্জ প্ল্যান এনেছে সংস্থা। মাত্র ১৮১ টাকা থেকে শুরু হওয়া এই প্ল্যানগুলিতে মিলছে ডেটা, কলিং এবং ভরপুর বিনোদনের বিরাট ধামাকা।

Airtel prepaid plans under Rs 500: এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। ৫০০ টাকার মধ্যে একাধিক ওটিটি (OTT) সুবিধাসহ প্রিপেইড রিচার্জ প্ল্যান এনেছে সংস্থা। মাত্র ১৮১ টাকা থেকে শুরু হওয়া এই প্ল্যানগুলিতে মিলছে ডেটা, কলিং এবং ভরপুর বিনোদনের বিরাট ধামাকা।

author-image
IE Bangla Tech Desk
New Update
airtel-cheapest-annual-recharge-plan-2025

এয়ারটেলের সস্তার প্ল্যান

Airtel prepaid plans under Rs 500: এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। ৫০০ টাকার মধ্যে একাধিক ওটিটি (OTT) সুবিধাসহ প্রিপেইড রিচার্জ প্ল্যান এনেছে সংস্থা। মাত্র ১৮১ টাকা থেকে শুরু হওয়া এই প্ল্যানগুলিতে মিলছে ডেটা, কলিং এবং ভরপুর বিনোদনের বিরাট ধামাকা। এর মাধ্যমে গ্রাহকরা নেটফ্লিক্স বেসিক, জিওহটস্টা র সুপার, জি৫, সনিলিভ সহ ২৫টিরও বেশি স্ট্রিমিং প্ল্যাটফর্মে অ্যাক্সেস পাবেন, পাশাপাশি থাকছে এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়ামের সাবস্ক্রিপশন। এছাড়াও ৪৪৯ টাকার একটি জনপ্রিয় প্ল্যানে মিলছে আনলিমিটেড কলিং ও দৈনিক ডেটা সুবিধাসহ একাধিক ওটিটি পরিষেবা।

Advertisment

চার্জে বসিয়ে ল্যাপটপ ব্যবহার করছেন? জানেন কী ভয়ংকর কাণ্ড ঘটতে পারে! বুক কেঁপে উঠবে

১৮১ টাকার প্ল্যান – এই কন্টেন্ট-অনলি রিচার্জে মিলবে এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়ামের মাধ্যমে ২২টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস এবং ১৫ জিবি ডেটা, যার মেয়াদ ৩০ দিন। তবে এই প্ল্যানে কোনও কলিং বা এসএমএস সুবিধা নেই।

Advertisment

১৯৫ টাকার প্ল্যান – তুলনামূলক সাশ্রয়ী এই প্ল্যানে গ্রাহকরা পাবেন জিওহটস্টার সাবস্ক্রিপশন এবং ১৫ জিবি ডেটা, যা ব্যবহার করা যাবে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে।

২৭৯ টাকার প্ল্যান – কন্টেন্ট-অনলি এই প্যাকে মিলবে ১ জিবি ডেটা ও ১ মাসের মেয়াদে নেটফ্লিক্স বেসিক, জিওহটস্টার সুপার, জি৫ ও সনিলিভ সহ বড় প্ল্যাটফর্মগুলির সাবস্ক্রিপশন, যা অ্যাক্সেস করা যাবে এয়ারটেল এক্সস্ট্রিম প্লে অ্যাপের মাধ্যমে।

OTT প্রেমীদের জন্য দারুণ সুখবর, খরচ ছাড়াই এখন নেটফ্লিক্সে ভরপুর বিনোদন, জিও-র বড় ধামাকা

৩৯৮ টাকার প্ল্যান – এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কল, প্রতিদিন ২ জিবি ডেটা এবং জিওহটস্টার সাবস্ক্রিপশন, যার মেয়াদ ৩০ দিন। মাত্র ১ টাকা বেশি দিয়ে (৩৯৯ টাকায়) প্রতিদিন ২.৫ জিবি ডেটাও পাওয়া যাবে।

৪৪৯ টাকার প্ল্যান – যারা বেশি ডেটা চান, তারা এই প্ল্যান নিতে পারেন। এতে মিলবে আনলিমিটেড কলিং, প্রতিদিন ৩ জিবি ডেটা এবং ২২টিরও বেশি ওটিটি পরিষেবার অ্যাক্সেস, মেয়াদ ২৮ দিন।

হোয়াটসঅ্যাপে কল শিডিউল এখন আরও সহজ, জানেন এই অত্যাধুনিক ফিচার সম্পর্কে?

পাশাপাশি এয়ারটেল তার গ্রাহকদের নিয়ে এসেছে নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান, যেখানে ৫৬ দিনের জন্য মিলবে প্রতিদিন প্রচুর ডেটা, আনলিমিটেড কলিং এবং এসএমএস-এর সুবিধা। মাত্র ৬৬৬ টাকার এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি 5G স্পিডের ডেটা পাবেন, যার মোট পরিমাণ হবে প্রায় ৮৪ জিবি। এর পাশাপাশি থাকছে প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা এবং যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ।

 

Bharati Airtel airtel vi jio Jio airtel vi Airtel broadband plans