Laptops Charging: আজকের দিনে অফিস হোক বা বাড়ি—ল্যাপটপ ছাড়া চলাই মুশকিল। অনেকেই দিনের বেশিরভাগ সময় ল্যাপটপে কাজ করেন এবং সেটি চার্জে বসিয়ে ব্যবহার করেন। কিন্তু, এই অভ্যাস কি নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন—হ্যাঁ, তবে কিছু সতর্কতা মেনে চলা জরুরি।
মোবাইল ফোন চার্জে থাকা অবস্থায় বেশি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়, কারণ এতে ফোন দ্রুত গরম হয় এবং কখনও কখনও দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু, ল্যাপটপে বিষয়টি কিছুটা আলাদা। ল্যাপটপের পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম মোবাইলের তুলনায় উন্নত। তাই চার্জে রেখে কাজ করা সাধারণত বিপজ্জনক নয় বলেই মনে করা হয়।
আরও পড়ুন- OTT প্রেমীদের জন্য দারুণ সুখবর, খরচ ছাড়াই এখন নেটফ্লিক্সে ভরপুর বিনোদন, জিও-র বড় ধামাকা
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ল্যাপটপ চার্জে রেখে ব্যবহার করলে ব্যাটারি ও প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। বিশেষ করে গেমিং, ভিডিও এডিটিং বা হাই-লোড কাজ করার সময় এটা হতে পারে। বেশি চাপের কারণে ডিভাইস গরম হয়ে যায়। দীর্ঘ সময় ধরে গরম অবস্থা বজায় থাকলে ব্যাটারির স্বাস্থ্য নষ্ট হতে পারে। বারবার ব্যাটারিকে ০% থেকে ১০০% পর্যন্ত চার্জ দিলে এর আয়ু দ্রুত শেষ হয়ে যায়।
আরও পড়ুন- এই সেই ৫টি সেরা বিশ্ববিদ্যালয়, যেখানে পড়লেই চাকরি নিশ্চিত
ল্যাপটপ প্রস্তুতকারক সংস্থা Asus জানাচ্ছে, দীর্ঘ সময় ধরে ল্যাপটপ চার্জে রাখলে ধীরে ধীরে ব্যাটারির ক্যাপাসিটি কমতে পারে। তবে আধুনিক ল্যাপটপে স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, যা ওভারচার্জ বা অতিরিক্ত গরম হওয়া থেকে ব্যাটারিকে সুরক্ষিত রাখে। প্রতিবার ব্যাটারি ০% থেকে ১০০% চার্জ হলে সেটিকে একটি সাইকেল বলা হয়। যত কম সাইকেল ব্যবহার হবে, ব্যাটারি তত বেশি দিন ভালো থাকবে। তাই ব্যাটারি পুরো শেষ হওয়ার আগেই চার্জ দেওয়াই ঠিক।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে কল শিডিউল এখন আরও সহজ, জানেন এই অত্যাধুনিক ফিচার সম্পর্কে?
নিরাপদে ল্যাপটপ ব্যবহারের টিপস
ওয়েব ব্রাউজিং, ডকুমেন্ট লেখা ইত্যাদির সময় চার্জে ব্যবহার করলে সমস্যা নেই। গেমিং বা ভিডিও এডিটিং করলে তাপমাত্রা বেড়ে গেলে কিছুক্ষণ বিরতি নিন। ল্যাপটপ সর্বদা এমন জায়গায় ব্যবহার করুন যেখানে বাতাস চলাচল ভালো। অনেক ল্যাপটপে চার্জিং লিমিট সেট করার অপশন থাকে। সেক্ষেত্রে ৮০% চার্জেই থেমে যাবে চার্জিং। মাঝে মাঝে চার্জ খুলে ব্যাটারিকে ২০-৩০% পর্যন্ত নামিয়ে আবার চার্জ দেওয়া উচিত। ল্যাপটপ বন্ধ করে ঠান্ডা হতে দেওয়া উচিত। ফ্যান বা কুলিং প্যাড ব্যবহার করা দরকার। নিয়মিত ফ্যান ও ভেন্ট পরিষ্কার করা উচিত, যাতে ধুলো জমে গরম না হয়।
আরও পড়ুন- প্রতিযোগিতার বাজারে জোর টক্কর! ২০০ টাকারও কমে গোটা বছরের বৈধতা, কীভাবে?
মোদ্দা কথাটা হল, ল্যাপটপ চার্জে বসিয়ে ব্যবহার করা এমনিতে নিরাপদ, তবে সবসময় নজর রাখতে হবে তাপমাত্রা আর ব্যাটারির স্বাস্থ্য ঠিক আছে কি না। হালকা কাজে কোনও সমস্যা নেই। কিন্তু ভারী কাজের সময় সতর্ক থাকা উচিত। কারণ, সঠিক চার্জিং অভ্যাসে ব্যাটারির আয়ু বাড়ানো সম্ভব।