Google Pixel 10 Pro Fold: বিরাট বড় ধামাকা! লঞ্চ হল Google Pixel 10 Pro Fold, ফোল্ডেবেল স্মার্টফোনের দুনিয়ায় দুর্দান্ত চমক

Google Pixel 10 Pro Fold: গুগল অবশেষে লঞ্চ করল তাদের নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল Smart ফোন Google Pixel 10 Pro Fold। সঙ্গে লঞ্চ করা হয়েছে Google Pixel 10, Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL মডেলও।

Google Pixel 10 Pro Fold: গুগল অবশেষে লঞ্চ করল তাদের নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল Smart ফোন Google Pixel 10 Pro Fold। সঙ্গে লঞ্চ করা হয়েছে Google Pixel 10, Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL মডেলও।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

Google Pixel 10 Pro Fold একটি বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন

Google Pixel 10 Pro Fold: গুগল অবশেষে লঞ্চ করল তাদের নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল Smart ফোন Google Pixel 10 Pro Fold। সঙ্গে লঞ্চ করা হয়েছে Google Pixel 10, Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL মডেলও। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গুগলের মেগা ইভেন্ট-এ আত্মপ্রকাশ হয়েছে এই গ্যাজেটগুলি।

Advertisment

আরও পড়ুন- জানেন কি চুপসে যাচ্ছে বুধ গ্রহ? চমকপ্রদ বৈজ্ঞানিক তথ্যে তুলকালাম

Google Pixel 10 Pro Fold একটি বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন, যেখানে রয়েছে 6.4-ইঞ্চি  OLED কভার স্ক্রিন এবং 8-ইঞ্চি OLED মেইন ডিসপ্লে। প্রসেসিং পাওয়ারের জন্য এতে ব্যবহার করা হয়েছে 3nm বেসড Tensor G5 চিপসেট এবং নিরাপত্তার জন্য রয়েছে Google Titan M2 সিকিউরিটি চিপ। ফোনটিতে 5,015mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 30W ওয়্যার্ড চার্জিং এবং 15W Qi2 ওয়্যারলেস চার্জিং – দুই ধরনেরই সাপোর্ট করে।

Advertisment

দামের দিক থেকেও এই ফ্ল্যাগশিপ ফোন নজর কাড়ছে। আন্তর্জাতিক বাজারে এর বেস ভ্যারিয়েন্ট 256GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে $1,799 (ভারতীয় মুদ্রায় প্রায় ₹1,56,600)। 512GB মডেলের দাম $1,919 (প্রায় ₹1,67,000) এবং 1TB ভ্যারিয়েন্টের দাম $2,149 (প্রায় ₹1,87,000)। তবে ভারতে আপাতত শুধু 256GB ভ্যারিয়েন্টই এসেছে, যার দাম রাখা হয়েছে ₹1,72,999। ফোনটি পাওয়া যাবে দুটি রঙে— Moonstone এবং Jade।

স্পেসিফিকেশনের দিক থেকে ফোনটি একেবারেই প্রিমিয়াম। আউট-অফ-দ্য-বক্স এতে থাকবে Android 16। 6.4-ইঞ্চির কভার ডিসপ্লে এবং 8-ইঞ্চির মেইন ডিসপ্লে উভয়েই 120Hz রিফ্রেশ রেট, HDR সাপোর্ট এবং সর্বোচ্চ 3,000 নিটস ব্রাইটনেস অফার করে। এতে রয়েছে 16GB LPDDR5X RAM এবং তিনটি স্টোরেজ অপশন— 256GB, 512GB এবং 1TB। গুগল প্রতিশ্রুতি দিয়েছে এই ডিভাইসে 7 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট দেবে। এছাড়াও এতে দেওয়া হয়েছে একাধিক AI-সক্ষম ফিচার যেমন Gemini Live, Circle to Search, Call Assist এবং অন-ডিভাইস Gemini Nano মডেল।

ক্যামেরার ক্ষেত্রেও ফোনটি সমান শক্তিশালী। এতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ— 48MP প্রাইমারি সেন্সর, 10.5MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 10.8MP টেলিফটো লেন্স (10x অপটিক্যাল জুম সাপোর্ট)। সেলফির জন্য কভার স্ক্রিন এবং মেইন স্ক্রিন— উভয় জায়গায়ই দেওয়া হয়েছে 10MP ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির দিক থেকে ফোনটিতে রয়েছে 5G, Wi-Fi 7, Bluetooth 6, NFC, GPS এবং USB Type-C সাপোর্ট। ফোনটির ওজন 258 গ্রাম এবং রয়েছে IP68 রেটিং।  

আরও পড়ুন- এভাবে মাত্র এক মিনিটে লক করুন আপনার আধার কার্ড, হ্যাকাররাও কিছু করতে পারবে না

Google Pixel