Mercury shrinking: জানেন কি চুপসে যাচ্ছে বুধ গ্রহ? চমকপ্রদ বৈজ্ঞানিক তথ্যে তুলকালাম

Mercury shrinking: বিজ্ঞানীরা জানিয়েছেন, বুধ ক্রমশ সংকুচিত হচ্ছে। এর ব্যাসার্ধ ইতিমধ্যেই ২.৭ থেকে ৫.৬ কিমি কমেছে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা জাগাচ্ছে বিস্ময়।

Mercury shrinking: বিজ্ঞানীরা জানিয়েছেন, বুধ ক্রমশ সংকুচিত হচ্ছে। এর ব্যাসার্ধ ইতিমধ্যেই ২.৭ থেকে ৫.৬ কিমি কমেছে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা জাগাচ্ছে বিস্ময়।

author-image
IE Bangla Tech Desk
New Update
Mercury shrinking

Mercury Shrinking: বুধ গ্রহ ক্রমশ সংকুচিত হচ্ছে।

Mercury Planet shrinking: সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ (Mercury)। এই গ্রহ সবসময়ই জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এক আশ্চর্য রহস্য। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হওয়ায় এর ভৌত গঠন ও প্রকৃতি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীদের আগ্রহ দীর্ঘদিনের। সম্প্রতি বিজ্ঞানীরা বুধ গ্রহ সম্পর্কে এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। তা হল, গ্রহটি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে।

সংকুচিত হচ্ছে বুধ গ্রহ

Advertisment

নতুন গবেষণায় জানা গিয়েছে, বুধ গ্রহের ব্যাসার্ধ এখন পর্যন্ত প্রায় ২.৭ থেকে ৫.৬ কিলোমিটার কমেছে। আগে মনে করা হচ্ছিল যে, সংকোচনের পরিমাণ ১ থেকে ৭ কিলোমিটারের মধ্যে হতে পারে। তবে এবার আরও উন্নত মাপের কৌশল ব্যবহার করায় তথ্য অনেক বেশি সঠিক হয়েছে। বুধের ভেতরের মূল অংশ বা কেন্দ্র মূলত লোহা দিয়ে তৈরি। কোটি কোটি বছর ধরে এই লোহাযুক্ত কেন্দ্র ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। যখন কেন্দ্র ঠান্ডা হয়ে সঙ্কুচিত হয়, তখন বাইরের স্তরে চাপ সৃষ্টি হয়। ফলে গ্রহের ভূত্বক ফেটে যায় এবং পৃষ্ঠে বড় বড় রেখা বা ফাটল তৈরি হয়।

আরও পড়ুন- শব্দের চেয়ে ২৪ গুণ বেশি গতি...! প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা ভারতের

Advertisment

এই পরিবর্তনের ফলে বুধের পৃষ্ঠে অনেক জায়গায় খাড়া পাথরের প্রাচীরের মতো গঠন দেখা যাচ্ছে, যাকে স্কার্প (Scarp) বলা হয়। এই স্কার্পগুলোই প্রমাণ করছে যে বুধ গ্রহ ভেতর থেকে সঙ্কুচিত হচ্ছে। পৃথিবীর ভূত্বকের মতো টেকটোনিক প্লেট না থাকলেও বুধের গঠন ক্রমশ পরিবর্তিত হচ্ছে।

আরও পড়ুন- আপনি কি ঘন ঘন রেফ্রিজারেটর বন্ধ করেন? বিদ্যুৎ বাঁচানোর নামে কী ভয়ঙ্কর ক্ষতি করছেন জানেন?

বুধ হচ্ছে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ। এর ব্যাস প্রায় ৪,৮৮০ কিলোমিটার। এত ছোট হওয়া সত্ত্বেও এ গ্রহের ভেতরের ধাতব কেন্দ্র ও ভূত্বক দীর্ঘকাল ধরে পরিবর্তিত হচ্ছে। সূর্যের কাছে থাকার কারণে দিনে এখানে প্রচণ্ড তাপমাত্রা এবং রাতে প্রবল শীত থাকে। এই চরম পরিবেশও বুধকে রহস্যময় করে তুলেছে।

আরও পড়ুন- জিওর পর এবার বড় ধাক্কা এয়ারটেলের! বন্ধ হয়ে গেল সস্তার রিচার্জ প্ল্যান

বুধের এই সংকোচন বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ কারণ এটি দেখায় কীভাবে একটি গ্রহ কোটি কোটি বছরে পরিবর্তিত হতে পারে। পৃথিবীর মতো গ্রহগুলির ভেতরেও কোর বা কেন্দ্র ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। তাই বুধকে গবেষণা করলে পৃথিবীর ভবিষ্যৎ ভূতাত্ত্বিক পরিবর্তনেরও কিছুটা ধারণা পাওয়া যাবে। বিজ্ঞানীরা মনে করছেন, আগামী কয়েকশো কোটি বছর ধরে বুধ আরও সংকুচিত হতে থাকবে। এর ফলে গ্রহটির পৃষ্ঠে নতুন ফাটল তৈরি হবে এবং পুরোনো ফাটল আরও বড় হবে। এই প্রক্রিয়াটি ধীর হলেও এটি সৌরজগতের গ্রহ বিবর্তনের এক বিরল প্রমাণ।

আরও পড়ুন- মাথায় হাত লক্ষ লক্ষ গ্রাহকের! উধাও এয়ারটেল জিওর এই সস্তার প্ল্যানের মারকাটারি সুবিধা

বুধ গ্রহের এই সংকুচিত হওয়ার ঘটনা আমাদের সৌরজগতের গঠন ও বিবর্তন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছে। একদিকে এটি জ্যোতির্বিজ্ঞানের জন্য এক বিরাট আবিষ্কার, অন্যদিকে পৃথিবীর ভবিষ্যৎ পরিবর্তনেরও এক ঝলক। সূর্যের সবচেয়ে কাছের ছোট্ট এই গ্রহ বিজ্ঞানীদের কাছে রহস্য উন্মোচনের এক অসাধারণ চাবিকাঠি হয়ে উঠছে ক্রমশ।

Planet Mercury