lock Aadhaar card: এভাবে মাত্র এক মিনিটে লক করুন আপনার আধার কার্ড, হ্যাকাররাও কিছু করতে পারবে না

lock Aadhaar card: আপনার নিরাপত্তার জন্য আধার কার্ড লক করা খুবই জরুরি। আপনি যদি এখনও নিজের আধার কার্ড লক না করে থাকেন তাহলে এখুনি জানুন আধার কার্ড লক করার এই পদ্ধতিটি।

lock Aadhaar card: আপনার নিরাপত্তার জন্য আধার কার্ড লক করা খুবই জরুরি। আপনি যদি এখনও নিজের আধার কার্ড লক না করে থাকেন তাহলে এখুনি জানুন আধার কার্ড লক করার এই পদ্ধতিটি।

author-image
IE Bangla Tech Desk
New Update
How to lock Aadhaar biometric

এভাবে মাত্র এক মিনিটে লক করুন আপনার আধার কার্ড, হ্যাকাররাও কিছু করতে পারবে না

Lock Aadhaar card: এভাবে মাত্র এক মিনিটে লক করুন আপনার আধার কার্ড। হ্যাকাররাও কিছু করতে পারবে না। 

Advertisment

আপনার নিরাপত্তার জন্য আধার কার্ড লক করা খুবই জরুরি। আপনি যদি এখনও নিজের আধার কার্ড লক না করে থাকেন তাহলে এখুনি জানুন আধার কার্ড লক করার এই পদ্ধতিটি।

আরও পড়ুন-শব্দের চেয়ে ২৪ গুণ বেশি গতি...! প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা ভারতের

Advertisment

সরকারি হোক বা বেসরকারি পরিষেবা আজকাল প্রায় সব ক্ষেত্রেই আধার কার্ডের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। এমনকি হোটেলে রুম বুক করার সময়ও আইডি প্রুফ হিসেবে আধার জমা দিতে হয়। তবে অনেক সময় আধারের তথ্য অপব্যবহারের কারণে অনেক ক্ষেত্রে বিপদে পড়তে হয় ফলে সাধারণ মানুষ প্রতারণার শিকার হন। মনে রাখতে হবে, সব জায়গায় আধার কার্ড দেওয়া বাধ্যতামূলক নয়। চাইলে ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ডের মতো অন্য নথিও ব্যবহার করা যায়। যদি আধার দিতেই হয়, তবে মাস্কড আধার ব্যবহার করা উচিত। আধার কার্ডে থাকা বায়োমেট্রিক ডিটেল যেমন ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান ও ফেস ডাটা অত্যন্ত সংবেদনশীল। তাই এই তথ্য সুরক্ষিত রাখতে UIDAI-এর সুবিধা ব্যবহার করে বায়োমেট্রিক লক করা যায়। 

যখন আধারের বায়োমেট্রিক ডিটেল লক করা হয়, তখন আপনার অনুমতি ছাড়া কেউ আইডি ভেরিফিকেশন, আর্থিক লেনদেন বা সিম কার্ড নিতে পারবেন না। ফলে প্রতারণার আশঙ্কা অনেকটাই কমে যায়।

ওয়েবসাইট থেকে লক করার প্রক্রিয়া 

UIDAI myAadhaar পোর্টালে গিয়ে (https://resident.uidai.gov.in/bio-lock
) লগ ইন করুন।

'লক/আনলক আধার' অপশনে ক্লিক করুন।

প্রথমে 'Click Here to Generate VID' থেকে একটি ভার্চুয়াল আইডি জেনারেট করুন।

VID জেনারেট হয়ে গেলে পুনরায় একই পেজে গিয়ে 'Lock Aadhaar' অপশন সিলেক্ট করুন।

প্রয়োজনীয় তথ্য দিয়ে 'Send OTP' তে ক্লিক করে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।

সফলভাবে ভেরিফিকেশন শেষ হলে আপনার বায়োমেট্রিক ডিটেল লক হয়ে যাবে।

 mAadhaar অ্যাপ থেকে লক করার উপায়

Google Play Store বা Apple App Store থেকে mAadhaar অ্যাপ ডাউনলোড করুন।

রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন।

'my Aadhaar' সেকশনে গিয়ে আধার নম্বর ও ক্যাপচা কোড দিন।

OTP ভেরিফাই করে 'Biometric Lock' অপশনে ক্লিক করুন।

এতেই আপনার আধার বায়োমেট্রিক লক হয়ে যাবে।

SMS এর মাধ্যমে লক করার নিয়ম

রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 1947-এ একটি SMS পাঠান: GETOTP (স্পেস) আধারের শেষ ৪ সংখ্যা।

যদি একই নম্বর একাধিক আধারের সঙ্গে যুক্ত থাকে, তবে শেষ ৮ সংখ্যা ব্যবহার করতে হবে।

SMS-এর মাধ্যমে OTP ভেরিফাই করলে বায়োমেট্রিক লক সক্রিয় হয়ে যাবে।

আরও পড়ুন- জানেন কি চুপসে যাচ্ছে বুধ গ্রহ? চমকপ্রদ বৈজ্ঞানিক তথ্যে তুলকালাম

Aadhaar Card Aadhar Card