/indian-express-bangla/media/media_files/2025/08/25/google-pixel-9-pro-2025-08-25-13-36-38.jpg)
গুগলের এই প্রিমিয়াম ফোনটি পান ২০ হাজার টাকা সস্তায়! ১৬ জিবি র্যাম এবং ৪২ এমপি ফ্রন্ট ক্যামেরা, বড় চমক!
Google Pixel 9 Pro Price Cut: গুগল সম্প্রতি বিশ্বব্যাপী তাদের নতুন পিক্সেল ১০ সিরিজ লঞ্চ করেছে। এর ফলে, কোম্পানি তার পুরোনো মডেলের দাম কমিয়েছে।
আরও পড়ুন-ফোন ধরেই কেন 'হ্যালো' বলি? এর পেছনের গল্পটি কিন্তু বেশ আকর্ষণীয়, জানেন না ৯৫ শতাংশ মানুষই!
গুগল তাদের নতুন Pixel 10 সিরিজ বাজারে আনার পর পুরোনো মডেলগুলির দামে বড়সড় কাটছাঁট করেছে। এর ফলে, সংস্থার জনপ্রিয় প্রিমিয়াম স্মার্টফোন Google Pixel 9 Pro এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে। ২০২৪ সালে প্রায় ১,০৯,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ হওয়া এই ফোনটির দাম বর্তমানে ফ্লিপকার্টে ৮৯,৯৯৯ টাকা। অর্থাৎ সরাসরি ২০,০০০ টাকার ছাড় মিলছে Google Pixel 9 Pro মডেলে। শুধু তাই নয়, ব্যাংক অফারের মাধ্যমে আরও ৩,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্টের ছাড়ের সুবিধা রয়েছে। অর্থাৎ এখন Google Pixel 9 Pro পাবেন ৮৬,৯৯৯ টাকার আকর্ষণীয় দামে। এক্সচেঞ্জ অফারের সুবিধা নিলে প্রিমিয়াম হ্যান্ডসেটটির কার্যকর মূল্য নেমে দাঁড়াবে ৫৫,৮৫০ টাকায়। এর সঙ্গে রয়েছে নো-কস্ট ইএমআই-এর সুবিধাও।
আরও পড়ুন- রোজই তো যাতায়াত করেন, জানেন একটি রেলের চাকা থেকে শুরু করে কোচ, একটা ট্রেন বানাতে কত টাকা খরচ হয়?
প্রযুক্তিগত দিক থেকে এখনও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ এই হ্যান্ডসেটটিতে রয়েছে ৬.৩-ইঞ্চির সুপার অ্যাকুয়া LTPO OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1280×2856 পিক্সেল এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৩০০০ নিট। স্ক্রিন প্রটেকশনের জন্য দেওয়া হয়েছে Corning Gorilla Glass Victus 2। পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে রয়েছে গুগলের নিজস্ব Tensor G4 প্রসেসর, যার সঙ্গে রয়েছে ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। স্মার্টফোনটি চলে সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে এবং এতে রয়েছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, ফোনটিতে রয়েছে IP68 রেটিং।
ক্যামেরা সেটআপও নজরকাড়া। এতে রয়েছে ৫০ এমপি প্রাইমারি সেন্সর, ৪৮ এমপি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৪৮ এমপি টেলিফটো লেন্স। সেলফি প্রেমীদের জন্য রয়েছে শক্তিশালী ৪২ এমপি ফ্রন্ট ক্যামেরা, যা দুর্দান্ত ও ডিটেলড শট তুলতে সক্ষম।
আরও পড়ুন-সবচেয়ে ভয়ঙ্কর! এই ছোবলেই ছবি! চিনুন এই 'নীরব ঘাতক'কে
এদিকে, শুধুমাত্র গুগল নয়, ফ্লিপকার্টে অন্যান্য প্রিমিয়াম ফোনেও মিলছে চমকপ্রদ ছাড়। যেমন, Apple iPhone 16 (128GB) মডেলটির দাম কমে হয়েছে ৭৪,৯০০ টাকা (আসল দাম ৭৯,৯০০ টাকা)। আবার SBI ক্রেডিট কার্ড ব্যবহার করলে পাওয়া যাবে অতিরিক্ত ৪,০০০ টাকার ছাড়, অর্থাৎ কার্যকর দাম দাঁড়াচ্ছে ৭০,৯০০ টাকা। একইভাবে, Samsung Galaxy S24 FE (8GB+128GB) ভেরিয়েন্টটির দাম নেমে এসেছে ৩৯,৯৯৯ টাকা, যেখানে আসল দাম ছিল ৫৯,৯৯৯ টাকা। এর উপর ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করলে মিলবে আরও ২,০০০ টাকার ছাড়।