Cheapest Bikes In india: পুজোয় নতুন বাইক কিনবেন? দুর্দান্ত ফিচারের সঙ্গে পান আকর্ষনীয় রেঞ্জ! তালিকায় শীর্ষে কোনটি?

Cheapest Bikes In india: ভারতের বাজেট সেগমেন্টের বাইকেও এখন মিলছে ক্রুজ কন্ট্রোল ফিচার। জনপ্রিয় মডেলের নাম জেনে নিন, দাম কত থেকে শুরু, জানুন বিস্তারিত।

Cheapest Bikes In india: ভারতের বাজেট সেগমেন্টের বাইকেও এখন মিলছে ক্রুজ কন্ট্রোল ফিচার। জনপ্রিয় মডেলের নাম জেনে নিন, দাম কত থেকে শুরু, জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Tech Desk
New Update
Cheapest Bikes In india

Cheapest Bikes In india: ভারতীয় বাজারে সস্তা বাইক।

Cheapest Bikes In india: আগে Cruise Control ফিচার শুধুমাত্র হাই-এন্ড ও প্রিমিয়াম বাইকেই পাওয়া যেত। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ভারতীয় বাজারে কিছু বাজেট-বান্ধব টু-হুইলারেও আসছে এই ফিচার। দীর্ঘ ভ্রমণে বাইক চালানো আরও আরামদায়ক ও সহজ করে তোলে Cruise Control। আসুন দেখে নেওয়া যাক, ভারতে সবচেয়ে সাশ্রয়ী দামে কোন কোন বাইকে এই ফিচার পাওয়া যাচ্ছে।

বাইকের বৈশিষ্ট্য

Advertisment

১. Hero Glamour X একটি 125cc কমিউটার বাইক। যার বৈশিষ্ট্য হল Ride-by-Wire থ্রটল, তিনটি রাইডিং মোড (Eco, Road, Power), ডিজিটাল কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন। এর দাম ৮৯,৯৯৯ টাকা। এটাই ভারতের সবচেয়ে সস্তা ক্রুজ কন্ট্রোল বাইক। 

আরও পড়ুন- বাংলার কর্পোরেট হিরোরা ডানা মেলছেন ভারতজুড়ে, বদলে দিচ্ছেন ব্যবসার মানচিত্র?

Advertisment

২. TVS Apache RTR 310 একটি Naked Sports Bike। এর ফিচার হল কর্নারিং ক্রুজ কন্ট্রোল, স্পোর্টি ডিজাইন এবং উন্নত সেফটি টেকনোলজি। এর দাম ২.৪০ লক্ষ টাকা। লং রাইডে নিরাপত্তা এবং কনফিডেন্স বাড়াবে এই বাইক। 

আরও পড়ুন- গুগল পিক্সেল ওয়াচ ৪! বদলে যাবে স্মার্টওয়াচ ব্যবহারের অভিজ্ঞতা! বাডস প্রো ২- তেও বড় চমক!

৩. TVS Apache RR 310 Fully-Faired Sports Bike। এতে রয়েছে চারটি রাইডিং মোড, TFT ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি। দাম ২.৭৫ লক্ষ টাকা। যাঁরা স্টাইল, পারফরম্যান্স এবং কমফোর্ট একসঙ্গে চান, তাঁদের জন্য এই বাইক পারফেক্ট।

আরও পড়ুন- মারকাটারি অফারে এক অপরকে টেক্কা! পুজোর আগে জিও জাদুতে ছেয়ে গেল বাজার

. KTM 390 Duke (2025 Model) একটি Naked Streetfighter। এতে রয়েছে নতুন চ্যাসিস, সামঞ্জস্যযোগ্য সাসপেনশন, ৫ ইঞ্চি TFT ডিসপ্লে, নতুন Ebony Black কালার। দাম ২.৯৫ লক্ষ টাকা। প্রযুক্তি ও পাওয়ারের মিশ্রণে এটিই ভারতের অন্যতম জনপ্রিয় বাইক।

আরও পড়ুন- সারা বছর নিশ্চিন্ত! টোল ট্যাক্সের ঝামেলা থেকে এবার মুক্তি এক রিচার্জেই

৫. KTM 390 Adventure X Plus Adventure Touring-এর জন্য খুব ভালো। এর বৈশিষ্ট্য ১৯ ইঞ্চি ফ্রন্ট হুইল, লং-ট্রাভেল সাসপেনশন, মাল্টিপল রাইডিং মোড। দাম ৩.০৩ লক্ষ টাকা। অ্যাডভেঞ্চার লাভারদের জন্য এই বাইক সেরা বাজেট-ফ্রেন্ডলি অপশন। 

দীর্ঘ ভ্রমণে ক্রুজ কন্ট্রোল বাইকটিকে ধীর গতিতে চালাতে সাহায্য করে। এতে থ্রটল বারবার ঘোরানোর ঝামেলা থাকে না। ফলে রাইডিং হয় আরামদায়ক, হাতের চাপ কমে যায়, লং ট্যুরিং আরও উপভোগ্য হয়। ভারতে এখন আর ক্রুজ কন্ট্রোল মানেই প্রিমিয়াম বাইক নয়। Hero Glamour X-এর মতো বাজেট বাইক থেকে শুরু করে KTM Adventure-এর মত ট্যুরিং মডেল— সবখানেই এখন এই ফিচার মিলছে। তাই আপনি যদি সাশ্রয়ী দামে হাই-টেক ফিচার সহ বাইক চান, এই লিস্ট আপনার জন্য পারফেক্ট।

Bikes Cheapest