/indian-express-bangla/media/media_files/2025/01/15/SflbnVlYmsnkKH6TVC5g.jpg)
মার্ক জুকারবার্গের নিরাপত্তায় বিপূল বরাদ্দ!
Mark Zuckerberg: বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলি তাদের সিইওদের নিরাপত্তার পেছনে বিপুল অঙ্কের অর্থ খরচ করে থাকে। এর মধ্যে সর্বাধিক ব্যয় মেটার। শুধুমাত্র ২০২৪ সালেই সংস্থার সিইও মার্ক জুকারবার্গের নিরাপত্তার জন্য প্রায় ২৭০ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে রয়েছে তার ব্যক্তিগত, পারিবারিক ও আবাসনের নিরাপত্তা খরচ।
আরও পড়ুন- পুজোয় নতুন বাইক কিনবেন? দুর্দান্ত ফিচারের সঙ্গে পান আকর্ষনীয় রেঞ্জ! তালিকায় শীর্ষে কোনটি?
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০টি প্রযুক্তি কোম্পানি গত বছর তাদের সিইওদের নিরাপত্তার জন্য মোট ৪৫ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩.৯ লক্ষ কোটি টাকা) ব্যয় করেছে। প্রতি বছরই অ্যালফাবেট, এনভিডিয়া এবং মেটার মতো সংস্থাগুলি এই খাতে অন্তত ১০ শতাংশ করে বাজেট বাড়িয়ে থাকে। উদাহরণস্বরূপ, জুকারবার্গের নিরাপত্তা ব্যয় ২০২৩ সালে যেখানে ছিল ২৪ মিলিয়ন ডলার (প্রায় ২১০ কোটি টাকা), ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৭ মিলিয়ন ডলারে (প্রায় ২৭০ কোটি টাকা)।
অন্যদিকে, অন্যান্য বড় টেক কোম্পানিগুলিও তাদের সিইওদের নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করছে। এনভিডিয়া-র প্রধান জেনসেন হুয়াংয়ের নিরাপত্তায় ২০২৪ সালে খরচ হয়েছে প্রায় ৩০.৬ কোটি টাকা। অ্যামাজন সিইও অ্যান্ডি জ্যাসির নিরাপত্তায় ব্যয় করেছে ৯.৬ কোটি টাকা, আর সংস্থার প্রাক্তন প্রধান জেফ বেজোসের জন্য বার্ষিক বাজেট নির্ধারিত হয়েছে ১৪ কোটি টাকা।
অ্যাপল সিইও টিম কুকের নিরাপত্তার জন্য খরচ হয়েছে প্রায় ১২.২ কোটি টাকা, আর গুগল সিইও সুন্দর পিচাইয়ের নিরাপত্তা ব্যয় প্রায় ৬০ কোটি টাকা। অন্যদিকে, টেসলা জানিয়েছে তাদের সিইও ইলন মাস্কের নিরাপত্তার জন্য ব্যয় করা হয়েছে মাত্র ৪.৩ কোটি টাকা। তবে বিশেষজ্ঞদের দাবি, আসল নিরাপত্তা খরচ এর চেয়ে অনেক বেশি হতে পারে, যা সংস্থা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না।
আরও পড়ুন-৩০ দিনের মধ্যে ১৫ দিনই ব্যাঙ্ক বন্ধ! ভোগান্তি এড়াতে সব ছেড়ে আগে পড়ুন এই প্রতিবেদন
সব মিলিয়ে দেখা যাচ্ছে, টেক দুনিয়ার সিইওদের নিরাপত্তা নিশ্চিত করতে কোম্পানিগুলির বার্ষিক ব্যয় সাধারণ মানুষের কল্পনারও বাইরে।