/indian-express-bangla/media/media_files/2025/09/21/cats-2025-09-21-13-27-38.jpg)
জিএসটি কমার পর আরও সাশ্রয়ী হল জনপ্রিয় সেরা বাইক, এক লাখের কমে এত অপশন?
Bikes Under 1 Lakh: জিএসটি কমার পর আরও সাশ্রয়ী হয়ে গেল দেশের কয়েকটি জনপ্রিয় বাইক। এখন ১ লক্ষ টাকার মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে হিরো, টিভিএস এবং হোন্ডার বেশ কিছু জনপ্রিয় মডেল। দৈনন্দিন যাতায়াত হোক বা স্টাইল ও আধুনিক ফিচারস—প্রত্যেক রাইডারের প্রয়োজন মেটাতে রয়েছে একাধিক বিকল্প। চলুন দেখে নেওয়া যাক কোন বাইক আপনার বাজেট ও চাহিদার সঙ্গে সবচেয়ে মানানসই।
রিচার্জ করুন আপনি, সুবিধা পাবেন গোটা পরিবার, দুর্দান্ত অফারে বাজিমাত jio-এর
Hero Splendor Plus
ভারতের সবচেয়ে বেশি বিক্রিত বাইকগুলির মধ্যে অন্যতম হিরো স্প্লেন্ডার প্লাস। তিন দশকেরও বেশি সময় ধরে এটি গ্রাহকদের কাছে ভরসার প্রতীক। ৯৭.২ সিসি ইঞ্জিন, সহজ রক্ষণাবেক্ষণ এবং আরামদায়ক সিটিংয়ের কারণে এটি দৈনন্দিন যাতায়াতের জন্য সেরা বিকল্প। দিল্লিতে এর দাম শুরু হচ্ছে ৮০,১৬৬ টাকা থেকে।
TVS Raider
১২৫ সিসি সেগমেন্টে টিভিএস রেইডার স্পোর্টি লুক ও আধুনিক ফিচারের জন্য জনপ্রিয়। এতে রয়েছে ডিজিটাল কনসোল এবং আন্ডার-সিট স্টোরেজ। যারা পারফরম্যান্সের সঙ্গে স্টাইল চান, তাদের জন্য এটি উপযুক্ত। দিল্লিতে এর দাম শুরু ৮৭,৬২৫ টাকা থেকে।
Hero HF Deluxe
যদি কম খরচে বেশি মাইলেজ চান, তবে হিরো এইচএফ ডিলাক্স আপনার জন্য সঠিক বিকল্প। ১০০ সিসি ইঞ্জিন, কম রক্ষণাবেক্ষণ খরচ এবং সাধারণ ডিজাইনের কারণে এটি গ্রাহকদের কাছে সবসময় পছন্দের। দিল্লিতে এর প্রারম্ভিক দাম ৬০,৭৩৮ টাকা। যা একে এন্ট্রি-লেভেল সেগমেন্টে সবচেয়ে জনপ্রিয় করে তুলেছে।
Honda Shine 125
১২৫ সিসি সেগমেন্টে হোন্ডা শাইন অন্যতম সেরা বিক্রিত বাইক। সহজ কিন্তু প্র্যাক্টিক্যাল ডিজাইন এবং স্মুথ ইঞ্জিনের কারণে এটি দীর্ঘ সময় ব্যবহারযোগ্য। যারা ভরসাযোগ্য পারফরম্যান্স চান, তাদের জন্য হোন্ডা শাইন আদর্শ। দিল্লিতে এর দাম শুরু ৮৫,৫৯০ টাকা থেকে।
Honda SP 125
হোন্ডার সবচেয়ে স্পোর্টি ১২৫ সিসি বাইক হল এসপি ১২৫। এই মডেলে পাবেন একাধিক আধুনিক ফিচার। রয়েছে টিএফটি ডিসপ্লে যা এটিকে প্রিমিয়াম লুক দেয়। যারা স্টাইলিশ ও ফিচার-সমৃদ্ধ বাইক চান, তাদের জন্য এটি সেরা অপশন। দিল্লিতে এর দাম শুরু ৯৩,২৪৭ টাকা থেকে।
কোন বাইক হবে সেরা পছন্দ?
যদি বাজেট সীমিত হয় এবং বেশি মাইলেজ চান, তবে হিরো এইচএফ ডিলাক্স বা স্প্লেন্ডার প্লাস হবে সেরা বিকল্প। অন্যদিকে স্টাইল ও অ্যাডভান্স ফিচারের খোঁজে থাকলে টিভিএস রেইডার বা হোন্ডা এসপি ১২৫ বিবেচনা করতে পারেন। আর ভরসাযোগ্য ১২৫ সিসি কমিউটার চাইলে হোন্ডা শাইন হবে আপনার উপযুক্ত সঙ্গী।
Jio vs Airtel: জিও এয়ারটেলের নজরকাড়া প্রতিযোগিতা, ৫০০ টাকার কমে সেরা বেনিফিট দিচ্ছে কোন সংস্থা?