Jio vs Airtel: জিও এয়ারটেলের নজরকাড়া প্রতিযোগিতা, ৫০০ টাকার কমে সেরা বেনিফিট দিচ্ছে কোন সংস্থা?

Jio vs Airtel: দেশের শীর্ষ ২ টেলিকম কোম্পানি জিও এবং এয়ারটেলের মধ্যে প্রতিযোগিতা বরাবরই নজরকাড়া। দুই সংস্থারই কোটি কোটি গ্রাহক রয়েছে এবং তারা ইউজারদের জন্য একাধিক আকর্ষণীয় প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যান অফার করে।

Jio vs Airtel: দেশের শীর্ষ ২ টেলিকম কোম্পানি জিও এবং এয়ারটেলের মধ্যে প্রতিযোগিতা বরাবরই নজরকাড়া। দুই সংস্থারই কোটি কোটি গ্রাহক রয়েছে এবং তারা ইউজারদের জন্য একাধিক আকর্ষণীয় প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যান অফার করে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Jio airtel mobile recharge price will increase

জিও এয়ারটেলের নজরকাড়া প্রতিযোগিতা, ৫০০ টাকার কমে সেরা বেনিফিট দিচ্ছে কোন সংস্থা?

Jio vs Airtel: দেশের শীর্ষ ২ টেলিকম কোম্পানি জিও এবং এয়ারটেলের মধ্যে প্রতিযোগিতা বরাবরই নজরকাড়া। দুই সংস্থারই কোটি কোটি গ্রাহক রয়েছে এবং তারা ইউজারদের জন্য একাধিক আকর্ষণীয় প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যান অফার করে। দীর্ঘ মেয়াদের ভ্যালিডিটি থেকে শুরু করে আনলিমিটেড কলিং ও ডেটার সুবিধা—সবই পাওয়া যায়। তবে, প্রায় একই দামের কারণে অনেক সময় গ্রাহকরা বিভ্রান্ত হয়ে পড়েন যে, কোন প্ল্যান থেকে কোন প্ল্যানে মিলবে  বেশি সুবিধা। চলুন দেখে নেওয়া যাক ৫০০ টাকার মধ্যে জিও ও এয়ারটেলের কিছু জনপ্রিয় প্রিপেইড প্ল্যান ও তাদের অফার।

Advertisment

Facebook monetization rules: ফেসবুকে মাত্র ১০০০ ফলোয়ার? জানেন কত ইনকাম প্রতি মাসে? অবাক করা পরিসংখ্যান প্রকাশ্যে

জিওর ৪৪৫ টাকার রিচার্জ প্ল্যান
এই প্ল্যানের ভ্যালিডিটি  ২৮ দিন। আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং প্রতিদিন ২ জিবি ডেটা (৫জি ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড ডেটা) পাওয়া যাবে। এছাড়াও রয়েছে জিও অ্যানিভার্সারি সেলিব্রেশন অফার, ৫০ জিবি JioAICloud স্টোরেজ এবং Sony LIV, ZEE5, Discovery+, Sun NXT ও FanCode-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন।

Advertisment

জিওর ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান
এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং প্রতিদিন ২.৫ জিবি ডেটা (৫জি ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড ডেটা) অন্তর্ভুক্ত। সঙ্গে রয়েছে Jio Anniversary Celebration Offer, ৫০ জিবি JioAICloud স্টোরেজ এবং বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন।

এয়ারটেলের ৪৪৯ টাকার প্ল্যান
এই প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং প্রতিদিন ৪ জিবি ডেটা দেওয়া হচ্ছে। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে JioHotstar সাবস্ক্রিপশন এবং ৩০ জিবি Google One স্টোরেজ।

Youtube VS Instagram: ইউটিউব নাকি ইনস্টাগ্রাম! কোন প্ল্যাটফর্মে দ্রুত আয় সম্ভব? ১০,০০০ ভিউয়ের জন্য কে বেশি টাকা দেয় জানেন?

এয়ারটেলের ৪২৯ টাকার প্ল্যান
এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। প্রতিদিন ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি ফ্রি এসএমএস পাওয়া যাবে।

কোন প্ল্যান বেশি লাভজনক?
যদি ডেটার দিক থেকে বিচার করা হয়, এয়ারটেলের ৪৪৯ প্ল্যান সেরা। কারণ, মাত্র ৪ টাকার বেশি খরচে প্রতিদিন ৪ জিবি ডেটা, JioHotstar সাবস্ক্রিপশন এবং Google One স্টোরেজ মিলছে। অন্যদিকে, জিওর ৪৪৫ প্ল্যানে ডেটা কম হলেও একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।

জিওর ৩৯৯ টাকা ও এয়ারটেলের ৪২৯ টাকা প্ল্যান প্রায় একই রকম সুবিধা দেয়। তবে, জিওর প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি হলেও ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন থাকায় এটি তুলনামূলকভাবে বেশি লাভজনক।

রিচার্জ করুন আপনি, সুবিধা পাবেন গোটা পরিবার, দুর্দান্ত অফারে বাজিমাত jio-এর

airtel vi jio