Advertisment

কবে লঞ্চ নয়া Activa EV? ফাঁস হল দিনক্ষণ

Honda Activa EV: জ্বালানির আকাশছোঁয়া দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। জ্বালানির জ্বালা থেকে বাঁচতে ব্যাটারি চালিত স্কুটারের দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Honda Activa EV

টু হুইলার সেগমেন্টে Honda-এর Activa-এর একটা আলাদা ক্রেজ রয়েছে।

Honda Activa EV: জ্বালানির আকাশছোঁয়া দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। জ্বালানির জ্বালা থেকে বাঁচতে ব্যাটারি চালিত স্কুটারের দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা। চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন সংস্থা একের পর এক ইভি নিয়ে এসে চমক দিয়েছে। এবার Honda Activa EV লঞ্চের দিনক্ষণ সামনে এসেছে। মাইলেজ এবং বৈশিষ্ট্যে যা পেট্রোলের থেকে এক ধাপ এগিয়ে। রাইডারদের নিরাপত্তার জন্য Honda Activa EV-তে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এই স্কুটারটি সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনের দিকে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন থাকছে।

Advertisment

টু হুইলার সেগমেন্টে Honda-এর Activa-এর একটা আলাদা ক্রেজ রয়েছে। এখন কোম্পানি Activa EV লঞ্চ করার প্রস্তুতি নিয়েছে। বহুদিন ধরেই যা লঞ্চের অপেক্ষায় ছিল মানুষ। এখন এর লঞ্চে সর্বশেষ আপডেট এসেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই স্কুটারটি মার্চ 2025 এর মধ্যে লঞ্চ হবে। কোম্পানি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইভি অ্যাকটিভার  অন-রোড ট্রায়াল শুরু করতে চলেছে। 2024 সালের ডিসেম্বরে সামনে আসবে Honda Activa EV-র ফার্স্ট লুক। এরপর ফেব্রুয়ারি বা মার্চ থেকে এই স্কুটারের ডেলিভারি শুরু হতে পারে।

BSNL-র তাণ্ডব অব্যাহত! ঝড়ো ব্যাটিংয়ে ছক্কা হাকিয়ে আরও আনল এক মারকাটারি প্ল্যান

Honda Activa EV দাম

তথ্য অনুযায়ী, Honda গুজরাট এবং কর্ণাটকে Honda Activa EV উৎপাদনের জন্য একটি পৃথক সেটআপ তৈরি করেছে,  অনুমান করা হচ্ছে যে এটির প্রারম্ভিক মূল্য 1 লক্ষ টাকা এক্স-শোরুম মূল্যে লঞ্চ করা হয়েছে। Honda Activa EV-তে কোম্পানি দুটি ব্যাটারি প্যাক দেবে। বলা হচ্ছে যে এই স্কুটারটি বিভিন্ন ব্যাটারি সেটআপে সহজেই 100 থেকে 150 কিলোমিটার রেঞ্জ কভার করবে। স্কুটারটিতে একটি সিঙ্গেল পিস সিট রয়েছে, যা দীর্ঘ দূরত্বের যাত্রায় চড়া সহজ করে তুলবে। এই স্কুটারটি 12 ইঞ্চি টায়ার সাইজের সাথে পাওয়া যাবে, যা এটিকে একটি স্টাইলিশ লুক দেবে।

মঙ্গলে দানব হাসি মুখের সন্ধান! আতঙ্ক-বিষ্ময়ে অবাক বিজ্ঞানীরা

Honda Activa EV-তে ডিস্ক ব্রেক এবং LED লাইট

রাইডারদের নিরাপত্তার জন্য Honda Activa EV-তে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এই স্কুটারটি সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনের দিকে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন সহ পাওয়া যাবে। এই সাসপেনশনের ফলে ভাঙা রাস্তায় গাড়ি চালানো সহজ হবে। স্কুটারটিতে তরুণদের জন্য আকর্ষণীয় রঙের বিকল্প এবং এলইডি লাইট দেওয়া হয়েছে। এই স্কুটারটি অ্যালয় হুইল এবং সাধারণ হ্যান্ডেলবার সহ আসবে। স্কুটারটিতে একটি বড় টেললাইট দেওয়া হয়েছে।

Electric Vehicle Electric scooter
Advertisment