Sunita Williams: যে মহাকাশযানে চেপে মহকাশে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস সেটি এখন সুনিতাকে ছাড়াই পৃথিবীতে ফিরে এসেছে। নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে মহাকাশে নিয়ে যাওয়া মহাকাশযানটি পৃথিবীতে ফিরে এসেছে। জুনের প্রথম সপ্তাহে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চেপে সুনিতা ও বুচ উইলমোর মহাকাশে পাড়ি দেন। এরপরই মহাকাশযানে দেখা দেয় বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা। যার কারণে উভয় মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনা কার্যত অসসম্ভব হয়ে পড়ে।
২০ হাজার ছাড়ের বিরাট ছাড়! Bajaj chetak ই-স্কুটারের অফার চমকে দেবে!
এখন নাসা জানিয়েছে, মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে আগামী বছরের ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা হবে। ৬ সেপ্টেম্বর গভীর রাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরু করে বোয়িং স্টারলাইনার। এরপর ৭ সেপ্টেম্বর সকালে পৃথিবীতে সফল অবতরণ করে মহাকাশযানটি। সারা বিশ্বের বিজ্ঞানীদের চোখ ছিল এই মহাকাশযানের অবতরণের দিকে। তথ্য অনুযায়ী, স্টারলাইনার মহাকাশযানটি আজ ভারতীয় সময় ভোর সাড়ে তিনটে নাগাদ তিনটায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে বিচ্ছিন্ন হয়। সকাল ৯টা ৩২ মিনিটে এটি আমেরিকার নিউ মেক্সিকো্র হোয়াইট স্যান্ড স্পেস হারবারে অবতরণ করে। সুনিতা ও বুচ আপাতত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। ফেব্রুয়ারিতে স্পেসএক্সের ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে।
বাজেট ১০ হাজার? দেখুন সেরা ফিচার্সের লেটেস্ট স্মার্টফোনের তালিকা
সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ছাড়াই শুক্রবার (মার্কিন সময়) আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযান পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়ে সফল অবতরণ করে। এটি নিউ মেক্সিকোতে হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে এটি সফল অবতরণ করে।
টোটো চালকদের জন্য বিরাট খবর, 'রাহি' লঞ্চ করতে চলছে Ola
দেখুন সেই মুহূর্তের ভিডিও-
LIVE: @BoeingSpace's uncrewed #Starliner spacecraft is leaving orbit and touching down at New Mexico's White Sands Space Harbor. Landing is now targeted for 12:01am ET (0401 UTC) on Sept. 7. https://t.co/jlCEKXRhkx
— NASA (@NASA) September 7, 2024
নাসার একজন মুখপাত্র জানিয়েছেন, থ্রাস্টারে ত্রুটির কারণে দুই মহাকাশচারীর ফেরানোর ঝুঁকি নেওয়া হয়নি। দু'জনেরই প্রত্যাবর্তনেই নজর এখন গোটা বিশ্বের বিজ্ঞানীদের। নাসা জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে দুই মহাকাশচারীকে স্পেসএক্সের ফ্লাইটে সফল ভাবে পৃথিবীতে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।
৫টাকারও কমে সীমাহীন কল, ডেটা! উৎসবের মরসুমে BSNL-র চমৎকারী প্ল্যান
নাসা এর আগে বলেছিল যে 'স্টারলাইনার' মহাকাশযানের মাধ্যমে উভয় মহাকাশচারীকে ফিরিয়ে আনা খুবই ঝুঁকিপূর্ণ। মহাকাশচারী এবং অবসরপ্রাপ্ত নৌবাহিনীর ক্যাপ্টেন উইলমোর এবং সুনিতা উইলিয়ামস এখন মহাকাশ স্টেশনে নিজেদের পরীক্ষা-নিরীক্ষার কাজে ব্যস্ত রেখেছেন।